কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ আমি যাদের সম্পর্কে কথা বলবো তারা আমার ভগবান। আসলে আজ আমি মা-বাবা সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
আসলে জন্মের পরে আমাদের দেখা প্রথম মুখটি হলো মা। আর পরবর্তী মুখটি হলে বাবা। আসলে এই দুইজন ছাড়া আমাদের পৃথিবীতে আসা একদমই অসম্ভব। জন্মের পরে আমাদের প্রথম শব্দটি হল মা। একটা ছেলের অথবা মেয়ের জন্মের আগে থেকেই বাবা-মা তাদের ভবিষ্যতের জন্য অনেক কিছু পরিকল্পনা করে রাখে। আসলে যে মানুষটা এখনো পৃথিবীতে আসেনি তাকে নিয়ে ভাবনা চিন্তা বাবা মা ছাড়া আর কেউই করেনা কখনো।
এই মা বাবাই আমাদের দু'মুঠো অন্নের জন্য সব সময় কঠোর পরিশ্রম করে। তারা জীবনে কষ্ট পেলেও আমাদের কখনো বুঝতে দেয় না কষ্ট কি জিনিস। আসলে মা-বাবার কাছে তার সন্তান হলো পৃথিবীর সব থেকে সেরা মূল্যবান রত্ন। এই পৃথিবীতে সব মা বাবার কাছেই তার সন্তান সর্বশ্রেষ্ঠ। একজন প্রভাবশালী মা-বাবার কাছেও সন্তান যেমন তেমনি একজন গরীব মা-বাবার কাছেও তার সন্তান একই।
আসলে কুলাঙ্গার সন্তানের ক্ষেত্রে তার মা বাবা সব সময় বোঝাই হয়। আর একটা সন্তানের কাছে জীবনের শ্রেষ্ঠ সম্পদ হলো এই মা-বাবা। মা বাবা তাদের সন্তানদের মানুষের মতো মানুষ করে তুলতে দিন রাত এক করে ফেলে। আসলে যতক্ষণ মা-বাবা তাদের সন্তানের উপরে ছায়ার মতো থাকে ততক্ষণ কোন শক্তি তার সন্তানের ক্ষতি করতে পারে না।
এই বাবা আমাদের সামান্য ইচ্ছা পূরণের জন্য তার সবকিছু জলাঞ্জলি দেয়। আর মা ভালো খাবারটা নিজে না খেয়ে আমাদের মুখে তুলে দেয়। আমাদের কাছে মায়ের দুধ অমৃতের সমান। এই মায়ের দুধের ঋণ তাই তো কখনো শোধ হবার নয়।
আসলে মা-বাবাদের স্থান আমাদের মাথার উপরে হওয়া উচিত। আসলে বাবা মা সম্পর্কে যতই বলবো না কেন ততই কেমন মনে হয় যেন কম হয়ে যায়। আসলে বাবা-মা আমাদের উপর বটবৃক্ষের ছায়ার মত সব সময় থাকে। আমাদের সুখ দুঃখে সব সময় বাবা-মায়ের সঙ্গী হয়।
আমরা যখন অসুস্থ হয়ে পড়ি এই বাবা-মা সারারাত বসে আমাদের সেবা যত্ন করে সুস্থ করে তোলে। আসলে বাবা মায়ের হাত যতক্ষণ আমাদের মাথায় থাকে ততক্ষণ আমাদের কাছে কোন বিপদ কাছে আসতে পারে না।
আর বাবা মাকে যদি আমরা কখনো অসম্মান করি তাহলে তাদের কাছে এর থেকে বড় কষ্টের আর কিছুই নেই। আর যে ব্যক্তি পিতা-মাতাকে সর্বদা সম্মান করে সে ব্যক্তির মত সুখী আর এই পৃথিবীতে কেউ নেই।
আসলে সন্তানের স্বপ্ন ছোট হোক বা বড় হোক, মা বাবা তা পূরণে কখনো কোন খামতি রাখেনা। আসলে যখনই আমাদের ভগবানের চিন্তা আসে তখন সর্বপ্রথমই আমরা মা-বাবার মুখ দেখতে পাই। আসলে বলা যায় মায়ের ভালোবাসা আর বাবার ছায়া শুধুমাত্র ভাগ্যবানেরাই পায়।
আসলে আমি আজ পর্যন্ত কখনো ঈশ্বরের সাথে দেখা করিনি। তবে আমি জানি যে তিনি অবশ্যই আমার মাতা পিতার মতো দেখতে। আসলে বাবা-মা এমনই যারা নিজেদের চাহিদা মেটানোর আগে সন্তানের চাহিদা মিটিয়ে দেন। আবার আমার কাছে ঈশ্বর হলেন অদেখা পিতা-মাতা।
এই পৃথিবীতে শুধুমাত্র মা বাবার ভালোবাসা সবচেয়ে অফুরন্ত। যা আমাদের জন্য কখনোই শেষ হয় না। একজন পিতা যতই দরিদ্র হোক না কেন তিনি সন্তানের চাহিদা কখনো অপূরণ রাখেন না।
তাইতো আমার কাছে মা বাবাই হলো স্বর্গ। তাই আমাদের সবার উচিত যতক্ষণ দেহে প্রাণ থাকে ততক্ষণ এই মা-বাবাকে কখনোই কষ্ট দেওয়া যাবে না। কারণেই মা বাবাই তাদের রক্ত জল করে আমাদের মানুষ করার চেষ্টা করেন।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
ভাই আপনার লেখাটি পড়ে বেশ ভালো লাগলো । মা বাবা আমাদের জন্য সত্যিই সৃষ্টিকর্তার দেওয়া অমূল্য সম্পদ । তাই মা-বাবা বেঁচে থাকতে তাদের কদর করা উচিত । এই মা বাবাই আমাদেরকে পৃথিবীতে এনেছেন এবং তারাই আমাদেরকে লালন পালন করে এত বড় করেছেন । পরবর্তীতে দেখা যায় অনেকেই এই মা বাবাকে কষ্ট দিয়ে থাকে । কিন্তু একবার মা বাবা হারিয়ে গেলে তাকে আর ফিরে পাওয়া যায় না ।যারা তার মা-বাবাকে হারিয়েছে তারাই একমাত্র সেই কষ্ট বুঝতে পারবে । বেশ ভালো ছিল আপনার লেখাটি । ধন্যবাদ ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার কাছে মা বাবাই কিন্তু আল্লাহ অথবা ঈশ্বর। আর সৃষ্টিকর্তাকে পাওয়ার একমাত্র মাধ্যম হলো এই মা-বাবা। সৃষ্টিকর্তা যেমন মানুষকে সৃষ্টি করে। মা বাবাও তেমনি আমাদের সৃষ্টি করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনার লেখাটা পড়ে অনেক ভালো লাগল। সত্যি বাবা মা না থাকলে হয়তো আমরা পৃথিবীর মুখ দেখতে পারতাম না। বাবা মা তো বাবা মাই তার কাছে সব সন্তান সমান গরীব হোক কিংবা ভড়লোক হোক।আসলে বাবা মার জন্য আমরা পৃথিবীর আলো দেখেছি কিন্তু আমরা যদি সেই বাবা মাকে কষ্ট দেয় তাহলে তাদের কেমন লাগে। দোয়া করি সবারই বাবা মা বেঁচে থাকুক। আর যার বাবা মা পৃথিবী ছেড়ে গিয়েছেন তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে মা-বাবার কোন জাত পাত হয় না। আর সবার মা-বাবাকে সম্মান করা আমাদের অবশ্যই দায়িত্ব এবং কর্তব্য। আর এই মা বাবাই হল স্বর্গের একমাত্র পথ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মা-বাবাকে নিয়ে অসাধারণ লিখনী লিখেছেন ভাই। আপনার লেখাগুলো পড়ে সত্যিই ভীষণ ভালো লাগলো। বাবা মা ছাড়া কোন সন্তানই পৃথিবীর মুখ দেখতে পারবেনা। আর তাই এই বাবা-মা একজন সন্তানের কাছে কতটা শ্রদ্ধাভাজন ব্যক্তি তা হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। একজন সন্তানের জন্য বাবা-মা নিজের প্রাণও দিয়ে দিতে পারেন। অথচ অনেকেই আছেন যারা বাবা মার কদর বুঝতে না পেরে তাদের কষ্টে জর্জরিত করেন। আর যারা এরকম জঘন্য কাজ করেন, তারা ইহকাল ও পরকাল দুটোই হারিয়ে ফেললেন। যাইহোক ভাই, মা বাবা নিয়ে খুব সুন্দর একটি পোস্ট উপস্থাপনের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে মা-বাবা তার সন্তানের জন্য পৃথিবীর যেকোনো অসাধ্য কাজকে সাধন করতে পারে। আর এই মা বাবা আমাদের মাথার উপর সবসময় ছায়া হয়ে থাকেন। আসলে যাদের মা-বাবা নেই তারাই বোঝে এই মা-বাবা না থাকার কষ্ট।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit