অনু-কবিতা :- ১১৬

in hive-129948 •  last month 

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা আর একটি অনু-কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17340672659568369629363131325811.jpg



সোর্স

এই পৃথিবীতে এখন সবকিছু আমাদের কেমন যেন অচেনা লাগে। অর্থাৎ যে পৃথিবীটাকে আমরা আমাদের পূর্বপুরুষদের মুখে শুনেছি সেই পৃথিবীর সঙ্গে এখনকার পৃথিবীর কোন মিল আমরা কখনো খুঁজে পাই না। অর্থাৎ একটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখি যে এই পৃথিবীতে সবাই স্বার্থ নিয়ে মানুষের সঙ্গে মেলামেশা করে এবং স্বার্থ যখন ফুরিয়ে যায় তখন সেই মানুষগুলোর থেকে সবাই দূরে সরে যায়। একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে যদি আমরা স্বার্থ নিয়ে মানুষের সঙ্গে মেলামেশা করি এবং অর্থ দেখে মানুষকে সম্মান করি তাহলে কিন্তু আমরা আমাদেরকে কখনো প্রকৃত শিক্ষিত মনে করতে পারবোনা। কেননা এই পৃথিবীতে আমরা একমাত্র ব্যক্তি যারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে সাহায্য করি না।


এছাড়াও এই পৃথিবীতে শুধুমাত্র মা-বাবা তার সন্তানের জন্য সব কিছু কিন্তু নিঃস্বার্থভাবে করে থাকে। তারা সবসময় চেষ্টা করে যে তাদের সন্তানেরা কিভাবে বড় হবে এবং মানুষের মত মানুষ হবে। এছাড়াও তাদের সন্তানেরা যদি কোন ধরনের বিপদে পড়ে তখন মা বাবা কিন্তু সবার আগে ঝাঁপিয়ে পড়ে এবং সন্তানদের কি করে সেই বিপদ থেকে উদ্ধার করা যায় সেজন্য তারা সবসময় চেষ্টা করে। আসলে মা-বাবা ছাড়া এই পৃথিবীতে অন্য কেউ আর আমাদের জন্য কোন কিছু কখনো নিঃস্বার্থভাবে করতে চায় না। শুধুমাত্র সবাই সবার নিজের জন্য সবকিছু করতে চায়। এছাড়াও এখন বাজারে ভালোবাসার মূল্য কিন্তু অনেক বেশি। অর্থাৎ ভালোবাসা এখন অর্থের বিনিময়ে পাওয়া যায় এবং যার কাছে যত বেশি অর্থ রয়েছে সে তত বেশি ভালোবাসা পেয়ে থাকে।


আসলে মানুষ ভালবাসাটাকে কোথায় নিয়ে গেছে। কিন্তু এই ভালবাসার মধ্যে কখনো প্রকৃত কোন ধরনের আশা থাকে না। অর্থাৎ ভালোবাসার যে মধুরতা সেই মধুরতা কিন্তু এই ভালোবাসার মধ্যে কখনোই থাকে না। যে মানুষগুলো অন্য মানুষকে নিঃস্বার্থভাবে ভালবাসতে পারে এবং তাদের পাশে সব সময় থাকতে পারে তারাই কিন্তু প্রকৃত ভালোবাসা দিতে পারে। আর এই ভালোবাসা পাওয়ার মত ভাগ্য এই পৃথিবীতে কিন্তু সবার কখনোই থাকে না। একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আপনি যদি মানুষকে ভাল না বাসতে পারেন এবং মানুষের সাহায্য না করতে পারেন তাহলে আপনি কখনো এই পৃথিবী থেকে প্রকৃত ভালোবাসা পেতে পারেন না। আসলে আমাদের এই পৃথিবীকে পরিবর্তন করে সেই পুনরায় আগের মত পৃথিবীতে নিয়ে আসতে হবে যেখানে শুধুমাত্র সুখ শান্তি বিরাজ করবে।

✠ ০১ ✠


জীবনের তরী বাইতে বাইতে,

ক্লান্ত হয়ে যাই শেষ বেলায়।

তবুও মানুষগুলো দূরে ঠেলে দেয়,

কেউ করেনা আপন আমায়।


সবাই তো স্বার্থ নিয়ে ভালবাসে,

প্রকৃত ভালোবাসা শুধু মা বাবা।

মা বাবার মত এমন ভালোবাসা,

কেহ কখনো দেয় না আমায়।


জীবনটা আমাদের সংগ্রামে কাটে,

সংগ্রামে সাথী পাওয়া যায় না কখনো।

সবাই সুখের সময় পাশে থাকলেও,

দুঃখের সময় থাকে না কেহ।


✠ ০২ ✠


অর্থ সম্পত্তি যত বেশি থাকবে,

তত লোকজন তোমায় সম্মান করবে।

অর্থের কাছে সব ভালোবাসা মিছে,

অর্থ দিয়ে ভালোবাসা কেনা যাবে।


প্রকৃত ভালোবাসার কোন মূল্য নেই,

সবাই অর্থের পিছনে সব সময় ছোটে।

বাজারে এখন সবকিছুর চড়া দাম,

সবকিছু মেলে অর্থ যার কাছে থাকে।


এমন দুনিয়াটা চাইনি কখনো,

চেয়েছি একটা সুন্দর ভুবন।

যেখানে সবাই স্বার্থ ছাড়া ভালবাসবে,

সবাই হবে আমাদের আপন।


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

সবাইকে ধন্যবাদ।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

বেশ ভালো দুটো কবিতা আপনি শেয়ার করেছেন তবে আপনাকে একটা কথা বলি এ দুটি কবিতায় কিন্তু অণুকবিতা হয়নি। অণু অর্থে ক্ষুদ্র। তাই মোটামুটি চার থেকে ছয় লাইনের মধ্যেই কোন কবিতা শেষ হয়ে যায়। যেখানে শব্দ সংখ্যাও বেশি হয় না। এই কবিতাগুলো অণুকবিতা না লিখে যদি কবিতা লিখতেন তবে অনেক বেশি ভালো লাগত।

দাদা আপনার লেখা দুইটি কবিতা পড়ে আমার খুবই ভালো লেগেছে। দুইটি কবিতার মধ্যে মানব জীবনে কিছু বাস্তব দৃশ্য দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন। একই সাথে আপনার দুইটি কবিতার ভাষা অত্যন্ত সাবলীল হয়েছে। খুবই সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ঠিক বলেছেন ভাইয়া এই পৃথিবীতে একমাত্র বাবা-মায়ের ভালোবাসায় নিঃস্বার্থ হয়। বাবা-মায়েরা সন্তানের সকল বিপদ আপদে চোখ বন্ধ করে ঝাঁপিয়ে পড়তে পারে। কিন্তু অনেক সন্তান সেই বিষয়টি আবার বুঝতে চায় না। যাই হোক আপনার আজকের অনু কবিতাগুলো খুব সুন্দর হয়েছে। শেষের অনু কবিতাটি বেশি ভালো লেগেছে আমার কাছে।

বাবা মায়ের ভালোবাসার উপরে আর কিছু নেই। আপনি কবিতার মাধ্যমে খুব সুন্দর করে তা ফুটিয়ে তুলেছেন। কবিতা আমার কাছে ভীষণ ভালো লাগে। ছন্দ মিলিয়ে সাবলীল ভাষায় দারুন কবিতা উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার জন্য শুভকামনা রইল।

Plz complete your PUSS Promotion.
MANDATORY RULES FOR GETTING VOTES
Tweet from own Twitter handle:
https://x.com/home
Comments & give Bullish or Bearish votes on CMC:
https://coinmarketcap.com/currencies/pussfi/
0nce a day click the 🚀 button in Dexscreener:
https://dexscreener.com/tron/th95pufvckttytg6drlsyghwanx24feejb
PLEASE share Screenshot in comment after completing the task then the post will nominated.

1000019802.png

1000019800.png

1000019803.png

আপনার লেখা অনু কবিতা পড়ে খুবই ভালো লাগলো। আপনি আপনার কবিতার মাধ্যমে অনেক সুন্দর করে বাবা মায়ের ভালোবাসার কথা ফুটিয়ে তুলেছেন। বাবা মায়েরা সন্তানের সকল বিপদে পাশে থাকে। খুব সুন্দর ও সাবলীল ভাষায় অনেক সুন্দর করে অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।