কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ দুর্গাপূজার বিভিন্ন সময়ের বিভিন্ন ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
অবশেষে আমরা এই বড় পূজো দেখার পর অনেক কষ্টে প্যান্ডেল থেকে বের হয়ে এসে প্যান্ডেলের পিছনে মেলায় প্রবেশ করলাম। আসলে প্রত্যেকটা বড় বড় মণ্ডপের পিছনের দিকে অনেক বড় বড় মেলা হয়। যেহেতু আমরা অনেক সময় ধরে অপেক্ষা করেছিলাম এবং এই অপেক্ষার পরে এই মায়ের মুখ খানা দর্শন করতে পেরেছিলাম তাই আমরা আনন্দে সহিত বের হয়ে আসতে পারলাম। কিন্তু একটা কষ্টের ব্যাপার হল আমরা মায়ের কোন ছবি তুলতে পারলাম না। কেননা মায়ের পুরো শরীর সোনার অলংকার দিয়ে ঢাকা ছিল। তাই এখানে ফটো তোলা নিষিদ্ধ ছিল। আসলে এভাবে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমাদের একটু ক্ষুধা লেগে গেল তাই আমরা সর্বপ্রথম একটা আইসক্রিমের দোকান থেকে আইসক্রিম কিনে সেটি খেতে লাগলাম।
এরপরে আমরা আস্তে আস্তে অন্য আরেকটা প্যান্ডেলের দিকে যাওয়ার জন্য রওনা দিলাম। কেননা আমরা যদি এখানে বেশি সময় কাটাই তাহলে এই বাকি প্যান্ডেল গুলো আমাদের আর দেখা হবে না। কিন্তু রাস্তার দুপাশে এত দোকান বসেছিল তাই আমরা যতই সামনের দিকে যাচ্ছিলাম দুই পাশের লোভনীয় খাবার এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখে আমাদের খুব লোভ হচ্ছিল। এছাড়াও বিভিন্ন মানুষেরা দূর দূরান্ত থেকে এসে সারা রাত জেগে বিভিন্ন ধরনের দোকান দিয়েছে এবং অনেক ভ্যারাইটিস জিনিস এই দোকানগুলোতে পাওয়া যায়। আসলে যাওয়ার পথে গিন্নি বারবার বিভিন্ন দোকানে যাওয়ার জন্য আবদার করছিল। কিন্তু আমি ওর কোন আবদার শুনছিলাম না কেননা আমরা যদি এখানে বেশি সময় নষ্ট করি তাহলে বাকি পুজো গুলো আজ রাতে দেখা হবে না।
আসলে একটা প্যান্ডেল দেখতে দেখতে আমাদের প্রায় রাত দুটো বেজে গেছে তাহলে এই সময় যদি আমরা অন্যান্য প্যান্ডেল গুলো না দেখি তাহলে সকাল হয়ে গেলে আমাদের আর বাকি প্যান্ডেল গুলো দেখা হবে না। কেননা প্রায় প্রতিটা দিনই আমরা বিভিন্ন ধরনের জায়গায় গিয়েছি এবং বিভিন্ন ধরনের প্যান্ডেলের ছবি দেখেছি। আর আমরা যদি এক জায়গায় দুই একটা প্যান্ডেল দেখে অনেকটা সময় ব্যয় করে ফেলি তাহলে সেই জায়গায় আর পুনরায় যাওয়া হবে না। এরপরে আমরা মানুষের মুখে শুনে শুনে অন্য একটা প্যান্ডেল দেখার জন্য সেখানে যেতে শুরু করলাম। কেননা এই জায়গাটা আমাদের কাছে পুরো অচেনা এবং এর অলিগলি আমরা কোন কিছুই চিনি না। যাইহোক মানুষের মুখে শুনতে শুনতে আমরা আরেকটা প্যান্ডেলে পৌঁছে গেলাম।
আসলে ছোট ছোট প্যান্ডেল গুলোতে একটু কম ভিড় হয়। কিন্তু কিছু কিছু মানুষ কৃত্রিমভাবে এত বড় লাইনের সৃষ্টি করে যা দেখলে আমার একটু রাগ হয়। যাই হোক রাগ না করে লাইনে চুপচাপ দাঁড়িয়ে আস্তে আস্তে এই ছবির প্যান্ডেলটি দেখতে গেলাম। আসলে এই প্যান্ডেলটি নৌকা তৈরি করেছে। মনে হচ্ছে কোন রাজা-বাদশার নৌকা। আসলে এই প্যান্ডেলের ভিতরে ঢুকে আমরা মায়ের মুখ দর্শন করে খুব দ্রুত বেরিয়ে আসলাম। কেননা বাইরে যতটা ভিড় ছিল ভিতরে কিন্তু ততটা ভিড় ছিল না। তাইতো খুব আনন্দের সহিত আমরা অনেকগুলো ছবি তুলতে পারলাম এই প্যান্ডেলের সামনে। আসলে এত রাতেও যে এত বেশি লোক তা দেখলে আপনারা অবাক হবেন। আসলে এটিই হল বাঙালির সর্ববৃহৎ দূর্গাপূজা।
ক্যামেরা পরিচিতি : Motorola
ক্যামেরা মডেল : Motorola edge 50 pro
ক্যামেরা লেংথ : 5.89 mm
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি আজকের ডেইলি টাস্ক কমপ্লিট করেননি। নমিনেশন চালু রাখতে ডেইলি টাস্ক গুলো কমপ্লিট করুন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক বা স্ক্রিনশট শেয়ার করুন।
বিস্তারিত: https://steemit.com/hive-129948/@rex-sumon/very-important
টাস্ক: https://hackmd.io/@rex-sumon/H1bnltPMye
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ।
তবে CMC তে কিছু লিখে পোস্ট করলে ভালো হবে। আর টুইট ও করতে হবে ডেইলি টাস্কে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এতো ভীড়ের মধ্যে দাঁড়িয়েও প্যান্ডেল দেখার একটা আলাদা মজা আছে। যদিও বিরক্তি হওয়া টা একেবারে স্বাভাবিক। এবং প্যান্ডেল গুলোর পেছনে মেলা বাহ বেশ দারুণ তো। চমৎকার লাগল আপনার পোস্ট টা এবং ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit