দুর্গাপূজা। পর্ব:- ০৫

in hive-129948 •  5 days ago 

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ দুর্গাপূজার বিভিন্ন সময়ের বিভিন্ন ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


1000011939.jpg

1000011945.jpg


অবশেষে আমরা এই বড় পূজো দেখার পর অনেক কষ্টে প্যান্ডেল থেকে বের হয়ে এসে প্যান্ডেলের পিছনে মেলায় প্রবেশ করলাম। আসলে প্রত্যেকটা বড় বড় মণ্ডপের পিছনের দিকে অনেক বড় বড় মেলা হয়। যেহেতু আমরা অনেক সময় ধরে অপেক্ষা করেছিলাম এবং এই অপেক্ষার পরে এই মায়ের মুখ খানা দর্শন করতে পেরেছিলাম তাই আমরা আনন্দে সহিত বের হয়ে আসতে পারলাম। কিন্তু একটা কষ্টের ব্যাপার হল আমরা মায়ের কোন ছবি তুলতে পারলাম না। কেননা মায়ের পুরো শরীর সোনার অলংকার দিয়ে ঢাকা ছিল। তাই এখানে ফটো তোলা নিষিদ্ধ ছিল। আসলে এভাবে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমাদের একটু ক্ষুধা লেগে গেল তাই আমরা সর্বপ্রথম একটা আইসক্রিমের দোকান থেকে আইসক্রিম কিনে সেটি খেতে লাগলাম।


1000011931.jpg

1000011927.jpg


এরপরে আমরা আস্তে আস্তে অন্য আরেকটা প্যান্ডেলের দিকে যাওয়ার জন্য রওনা দিলাম। কেননা আমরা যদি এখানে বেশি সময় কাটাই তাহলে এই বাকি প্যান্ডেল গুলো আমাদের আর দেখা হবে না। কিন্তু রাস্তার দুপাশে এত দোকান বসেছিল তাই আমরা যতই সামনের দিকে যাচ্ছিলাম দুই পাশের লোভনীয় খাবার এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখে আমাদের খুব লোভ হচ্ছিল। এছাড়াও বিভিন্ন মানুষেরা দূর দূরান্ত থেকে এসে সারা রাত জেগে বিভিন্ন ধরনের দোকান দিয়েছে এবং অনেক ভ্যারাইটিস জিনিস এই দোকানগুলোতে পাওয়া যায়। আসলে যাওয়ার পথে গিন্নি বারবার বিভিন্ন দোকানে যাওয়ার জন্য আবদার করছিল। কিন্তু আমি ওর কোন আবদার শুনছিলাম না কেননা আমরা যদি এখানে বেশি সময় নষ্ট করি তাহলে বাকি পুজো গুলো আজ রাতে দেখা হবে না।


1000011929.jpg

1000011930.jpg


আসলে একটা প্যান্ডেল দেখতে দেখতে আমাদের প্রায় রাত দুটো বেজে গেছে তাহলে এই সময় যদি আমরা অন্যান্য প্যান্ডেল গুলো না দেখি তাহলে সকাল হয়ে গেলে আমাদের আর বাকি প্যান্ডেল গুলো দেখা হবে না। কেননা প্রায় প্রতিটা দিনই আমরা বিভিন্ন ধরনের জায়গায় গিয়েছি এবং বিভিন্ন ধরনের প্যান্ডেলের ছবি দেখেছি। আর আমরা যদি এক জায়গায় দুই একটা প্যান্ডেল দেখে অনেকটা সময় ব্যয় করে ফেলি তাহলে সেই জায়গায় আর পুনরায় যাওয়া হবে না। এরপরে আমরা মানুষের মুখে শুনে শুনে অন্য একটা প্যান্ডেল দেখার জন্য সেখানে যেতে শুরু করলাম। কেননা এই জায়গাটা আমাদের কাছে পুরো অচেনা এবং এর অলিগলি আমরা কোন কিছুই চিনি না। যাইহোক মানুষের মুখে শুনতে শুনতে আমরা আরেকটা প্যান্ডেলে পৌঁছে গেলাম।


1000011932.jpg

1000011948.jpg


আসলে ছোট ছোট প্যান্ডেল গুলোতে একটু কম ভিড় হয়। কিন্তু কিছু কিছু মানুষ কৃত্রিমভাবে এত বড় লাইনের সৃষ্টি করে যা দেখলে আমার একটু রাগ হয়। যাই হোক রাগ না করে লাইনে চুপচাপ দাঁড়িয়ে আস্তে আস্তে এই ছবির প্যান্ডেলটি দেখতে গেলাম। আসলে এই প্যান্ডেলটি নৌকা তৈরি করেছে। মনে হচ্ছে কোন রাজা-বাদশার নৌকা। আসলে এই প্যান্ডেলের ভিতরে ঢুকে আমরা মায়ের মুখ দর্শন করে খুব দ্রুত বেরিয়ে আসলাম। কেননা বাইরে যতটা ভিড় ছিল ভিতরে কিন্তু ততটা ভিড় ছিল না। তাইতো খুব আনন্দের সহিত আমরা অনেকগুলো ছবি তুলতে পারলাম এই প্যান্ডেলের সামনে। আসলে এত রাতেও যে এত বেশি লোক তা দেখলে আপনারা অবাক হবেন। আসলে এটিই হল বাঙালির সর্ববৃহৎ দূর্গাপূজা।


1000011947.jpg


ক্যামেরা পরিচিতি : Motorola

ক্যামেরা মডেল : Motorola edge 50 pro

ক্যামেরা লেংথ : 5.89 mm



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

1000019090.png

আপনি আজকের ডেইলি টাস্ক কমপ্লিট করেননি। নমিনেশন চালু রাখতে ডেইলি টাস্ক গুলো কমপ্লিট করুন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক বা স্ক্রিনশট শেয়ার করুন।

বিস্তারিত: https://steemit.com/hive-129948/@rex-sumon/very-important

টাস্ক: https://hackmd.io/@rex-sumon/H1bnltPMye

1000019006.png

1000019005.png

ধন্যবাদ।
তবে CMC তে কিছু লিখে পোস্ট করলে ভালো হবে। আর টুইট ও করতে হবে ডেইলি টাস্কে।

এতো ভীড়ের মধ্যে দাঁড়িয়েও প‍্যান্ডেল দেখার একটা আলাদা মজা আছে। যদিও বিরক্তি হওয়া টা একেবারে স্বাভাবিক। এবং প‍্যান্ডেল গুলোর পেছনে মেলা বাহ বেশ দারুণ তো। চমৎকার লাগল আপনার পোস্ট টা এবং ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।