কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ কৃষকের আনন্দ সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
আসলে সত্যি কি কৃষকের জীবনে আনন্দ আছে? এই প্রশ্নটা আপনাদের কাছে রইল। একজন কৃষক যার জীবনে এই আনন্দটা তখনই আসে যখন তার কষ্টের ফল অর্থাৎ তার চাষ করা ফসল ভালো হয় এবং ফসলের সে ভালো মূল্য পায়। আসলে একজন কৃষক যে কতটা কঠোর পরিশ্রম করে তা একমাত্র কৃষকই জানে। আসলে তাদের দিনরাত বলে কিছুই থাকেনা। তাদের সকাল হয় অন্ধকার থাকতে। সেই ভোররাতে তারা কাজে বেরিয়ে পড়ে এবং দিনের আলো যখন কমে আসে তখন আবার তারা বাড়িতে ফেরে। সেই সকাল বেলা দুমুঠো খেয়ে তারা কাজে লেগে পরে এবং সারাদিন কঠোর পরিশ্রম করে। আর দুপুরবেলা সেসব কৃষকদের জন্য তাদের গৃহিণীরা খাবার নিয়ে মাঠে চলে যায়। আসলে দুপুরের খাবারটা তাদের প্রায়ই মাঠে খেতে হয়।
একজন কৃষকের চেহারা দেখলে আপনার সত্যিই মায়া হবে। কারণ মনে হবে একজন মানুষ কি করে এত কঠোর পরিশ্রম করে এবং কঠোর পরিশ্রম করতে করতে তাদের শরীরের রং একদম কালো হয়ে যায়। আসলে আমরা বাইরে রোদের আলো থেকে বাঁচার জন্য কত ধরনের কসমেটিক্স এবং পোশাক-আশাক ব্যবহার করি। কিন্তু কৃষক যখন মাঠে কাজ করে তার পরনে থাকে না তেমন কোন পোশাক। আর এই প্রখর রোদের আলোতে তাদের শরীর পুড়ে কয়লা হয়ে যায়। তবুও তারা কখনো থেমে থাকে না। তাদের প্রধান লক্ষ্য থাকে যে কি করে তাদের লাগানো ফসল যেন ভালো হয়। এর জন্য এরা প্রাণপণ চেষ্টা করে সব সময়।
আসলে একজন কৃষক যখন মাঠে ফসল ফলায় তখন সে মনে মনে বিভিন্ন ধরনের চিন্তা করতে থাকে। আসলে সে চিন্তা করে যে এবার যদি ফসল ভালো হয় সে তাহলে তার বাড়িটি ঠিক করতে পারবে। কারণ একজন কৃষকের বাড়ি থাকে ভাঙ্গা। আর সে ভাঙ্গা বাড়িতে থেকে সব সময় স্বপ্ন দেখে যে কি করে একটা ভালো বাড়ি তৈরি করবে। তাইতো সে যখন ফসল ফলায় তখন সে ভাবে এবারের ফসল যদি ভালো হয় তাহলে তার সকল শখ এবং আল্লাহ পূরণ হবে। যদিও সব সময় তাদের সব শখ কখনো পূরণ হয় না। কারণ কখনো কখনো প্রাকৃতিক দুর্যোগের কারণে তার পরিশ্রম করে ফলানো ফসল নষ্ট হয়ে যায়।
তাইতো সে বিভিন্ন চিন্তার মধ্যে থাকে এবং মাঠে নতুন ফসল ফলায়। যে বছর তাদের মাঠে ভালো ফসল ফলে এবং সেই ফসল যদি বাজারে সঠিক মূল্যে বিক্রি করতে পারে তাহলে তার আনন্দের কোন সীমা থাকে না। আসলে তাদের আনন্দটা একদম দেখার মত। কারণ তাদের ওই কালো মুখের হাসিটা যেন আমাদের মলিন করে দেয়। যদিও কিছু কিছু অসাধু ব্যক্তিদের জন্য তারা ভালো ফসল ফলালেও সেই ফসলের ন্যায্য দাম তারা কখনোই পায় না। আর এজন্য তাদের দুঃখের কোন সীমা থাকে না। একজন কৃষক যখন মন খারাপ করে বাড়ি ফেরে তখন তার পরিবারের সদস্যরা তার মন খারাপ দেখে তারাও অনেক বেশি কষ্ট পায়।
কারণ বাড়ির লোকগুলো অপেক্ষা করে যে তাদের বাবা মনে হয় ফসল ভালো দামে বিক্রি করে তাদের জন্য নতুন পোশাক আশাক কিনে নিয়ে আসবে। আসলে এইসব কৃষকদের কষ্ট আমরা কখনো বুঝতে চেষ্টা করি না। তাইতো বর্তমান সময়ে এসব কৃষকদের কাছ থেকে যেসব অসাধু ব্যক্তিরা কম দামে ফসল কিনে সেই ফসল বাজারে বেশি দামে বিক্রি করে তাদের বিরুদ্ধে আমাদের সব সময় রুখে দাঁড়াতে হবে। কারণ যারা আমাদের জন্য সোনার ফসল ফলায় তাদের জন্য যদি আমরা কোন কিছু না করতে পারি তাহলে তারা তাদের মনবল দিন দিন হারিয়ে ফেলবে। আসলে তারা যদি মাঠে ফসল না ফলায় তাহলে আমরা বাজার থেকে ফসল দ্বিগুণ দামে ক্রয় করতে হবে।
আসলে আমরা বেঁচে আছি এইসব কৃষকদের জন্য। তাইতো আমাদের মনে হয় যে সমাজের এই কৃষকদের অবশ্যই সম্মান করা উচিত এবং তাদেরকে যথার্থ স্থানে বসানো উচিত। আসলে একজন কৃষক যদি সমাজ থেকে সম্মান পায় তাহলে তার মনে আর কোন দুঃখ কষ্ট কখনোই থাকবে না। কারণ আপনি যতই ধনী হোন না কেন কৃষক যদি ফসল না ফালায় তাহলে আপনি কি খাবেন। তাইতো সরকারের পাশাপাশি আমাদেরও কৃষকদের পাশে দাঁড়াতে হবে এবং কৃষকদের সাহায্যে এগিয়ে আসতে হবে। আর এর ফলে কৃষকরা এক দিক থেকে যেমন উৎসাহী হবে তেমনি অন্য দিক থেকে তারা মাঠে সোনার ফসল ফলাতে চেষ্টা করবে।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে ভাইয়া যুগ যুগ ধরে কৃষকেরা আমাদের জন্য কঠোর পরিশ্রম করে ফেলেছে। তাদের এমন অক্লান্ত পরিশ্রম দেখে আমার সত্যি মায়া লাগে। খুব সুন্দর একটি বিষয়কে নিয়ে আপনি আমাদের মাঝে পোস্ট শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ভাইয়া ঠিক বলেছেন। ছোটবেলায় আমরাও ঠিক এমনই আশা করতাম যে আমাদের যখন ভুট্টা অথবা নতুন ধান কাটা হতো। আশায় থাকতাম আব্বু হয়তো এগুলো কিছু বিক্রয় করে আমাদের জন্য নতুন জামা কাপড় এনে দিবে। তবে তারা যে কঠোর পরিশ্রম করে এগুলা উৎপাদন করে সে বিষয়ে তেমন একটা বুঝতাম না। এখন প্রচন্ড রোদ গরমে যে অবস্থা,এতেই বুঝতে পারছি কতই না কষ্ট করতেন ওনারা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit