ধর্মের বিবাদ। কবিতা নং :- ১৩৩

in hive-129948 •  last month 

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম । আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17330320207044207501744915120756.jpg



সোর্স

আসলে আমার কাছে মনে হচ্ছে যে পৃথিবী তখনই সুন্দর ছিল যখন এত ধর্ম নিয়ে মানুষ কখনো মাতামাতি করত না। তখনকার মানুষেরা ধর্মের আগে সর্বপ্রথম মানুষকে ভালোবাসতো এবং কে কোন ধর্মের লোক রয়েছে সেই নিয়ে তারা কখনো চিন্তা ভাবনা করত না। এই পৃথিবীতে সবকিছুর উপরে রয়েছে মানুষ। আসলে মানুষের এই ধরনের চিন্তাভাবনা অবশ্যই থাকা উচিত। কেননা মানুষ যদি তার ধর্ম নিয়ে চিন্তাভাবনা না করে শুধুমাত্র মানুষ হিসেবে মানুষকে ভালবাসতে পারে এবং মানুষের সাহায্যে এগিয়ে আসতে পারে তখন একটা সমাজের মধ্যে প্রকৃত শান্তি থাকবে। কিন্তু মানুষ যত দিন যাচ্ছে ততই মানুষ অনেকটা হিংস্র ধরনের হয়ে যাচ্ছে। কেননা মানুষ এখন ধর্মের ভিত্তিতে আলাদাভাবে বসবাস করে।


তারা মনে করে যে অন্য ধর্মের লোক কখনো আমাদের আপনজন হতে পারে না এবং আমরা সবসময় সেসব লোক অপেক্ষা দূরে থাকার চেষ্টা করব। কিন্তু ধর্ম মানুষের আসল পরিচয় হয় তাহলে এই পৃথিবীতে কখনো শান্তি বিরাজ করবে না। এখনো অনেক জায়গায় আমরা দেখতে পাই যে বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন ধর্মের মানুষের উপরে বিভিন্নভাবে অন্যায় অত্যাচার করে। যেগুলো আমরা মোটেও কল্পনা করতে পারি না। আসলে এই বর্বর আচরণগুলো যখন আমরা দেখতে পাই তখন আমরা নিজেদেরকে কখনো শিক্ষিত বলে পরিচয় দিতে পারব না। কেননা একটা শিক্ষিত লোক কখনো ধর্ম নিয়ে বেশি বাড়াবাড়ি করে না এবং সব সময় মানুষের উপকার করার জন্য চেষ্টা করে। আসলে ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে তারা কখনো প্রকৃত মানুষ হতে পারে না।


আর এজন্য একটা বিষয় আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে ধর্ম অবশ্যই প্রত্যেকটা মানুষের মধ্যে আলাদা থাকলে আমরা কখনো মানুষকে সেই ধর্ম দিয়ে বিচার করব না। আমাদের সর্বপ্রথম পরিচয় হবে আমরা মানুষ এবং মানুষ হিসেবে অন্য একজন মানুষের সাহায্যে এগিয়ে আসার অবশ্যই দরকার রয়েছে। আর আমরা এভাবে যদি একে অন্যের সাহায্য করে সব সময় সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং একটা সুন্দর সমাজ গঠন করতে পারি যেখানে আলাদা ধর্মের লোক কখনো অন্য ধর্মকে অবমাননা করবে না তখন কিন্তু সেই সমাজের মধ্যে একটা সুন্দর পরিবেশের সৃষ্টি হবে। আর এই ধরনের চিন্তাভাবনা যারা করে তারা অবশ্যই একজন জ্ঞানী মানুষ এবং এইসব মানুষদের চলা পথে আমাদের এগিয়ে চলা অবশ্যই দরকার।

✠ ধর্মের বিবাদ ✠


ধর্ম নিয়ে যারা বিবাদ করে,

তারা হলো এক মূর্খ জাতি।

পতন একদিন নিশ্চিত হবে,

মাটিতে তারা লুটিয়ে পড়বে।


জাতি তাদেরকে মনে রাখবে,

ঘৃণা আর অবজ্ঞার চোখে সব সময়।

পরবর্তী প্রজন্ম কলঙ্কিত হবে,

যেহেতু তারা ছিল তাদের সন্তান।


এমন দেশেতে বসবাস করা,

সব সময় কষ্টকর হয়ে থাকে।

নরকের থেকেও কষ্ট বেশি,

সবাই সেখানে পেয়ে থাকে।


মানুষের মন সেথায় নিচু থাকে,

ভালো চিন্তা-ভাবনা করে না।

মানুষের উন্নতি থমকে দাঁড়ায়,

জীবনে প্রতিষ্ঠিত হতে পারে না।


আধুনিক যুগে বর্বর আচরণ,

কখনো কল্পনা করতে পারিনা।

মানুষগুলো সত্যিই শিক্ষিত নাকি,

আচরণ দেখে বোঝা যায় না।


শিক্ষিত মানুষের এমন আচরণ,

আমরা কখনো লক্ষ্য করি না।

তারা মানুষকে ভালবাসে সব সময়,

ধর্ম দিয়ে বিচার কখনো করে না।


দেশকে সামনে এগোতে হলে,

সর্বপ্রথম মানুষকে ভালোবাসতে হবে।

সবকিছুর আগে মানুষ প্রথম,

মানুষের সেবায় নিয়োজিত হতে হবে।


এভাবে পৃথিবীটা আবার সুন্দর হবে,

সবাই মিলে মিশে বাঁচতে পারব।

ধর্ম যার যার ভিন্ন হলেও,

সব মানুষ আমরা এক হবো।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

সবাইকে ধন্যবাদ।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

ধর্ম নিয়ে যদি এত বাড়াবাড়ি হয় তাহলে মোটেও আমরা ওই জাতিকে শিক্ষিত জাতি বলতে পারি না। শিক্ষিত নামে সে কলঙ্ক। তবে হ্যাঁ ঠিকই বলেছেন আপনি এখনো কিছু কিছু জায়গায় দেখা যায় এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষের উপর অত্যাচার করে এটা আসলে অগ্রহণযোগ্য। ধর্মের বিবাদ নামক কবিতার মধ্যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার বিষয় সুন্দর কিছু কথা সাবলীল ভাষায় তুলে ধরেছেন। আসলেই যে বা যারা ধর্ম নিয়ে বিবাদ করবে তাদের অবনতি এমনি এমনি চলে আসবে আসলেই তারা মূর্খ জাতি।

খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি। যে জাতি ধর্ম নিয়ে বিবাদ করে সেই জাতি মূর্খ জাতি। শিক্ষিত মানুষ কখনোই ধর্ম নিয়ে বিবাদ করে না।শিক্ষিত মানুষ সব সময় সকল ধর্মকে সম্মান করে শান্তিপূর্ণভাবে একসাথে বসবাস করে। ঠিক বলেছেন, যে দেশের ধর্ম নিয়ে বিবাদ সেখানে বসবাস করা নরকের থেকেও কষ্টকর। আপনার শেয়ার করা কবিতাটি পড়ে ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ জানাই।

ধর্ম নিয়ে আপনি দারুণ একটি কবিতা লিখেছেন।যদিও ধর্ম নিয়ে লেখালেখি করা এখানে নিষেধ রয়েছে।তারপরও আপনার কবিতাটি যুক্তিযুক্ত দাদা,আসলেই ধর্ম শব্দটি না থাকলেই হয়তো পৃথিবী আরো সুন্দর হতো।ধন্যবাদ আপনাকে।

তারা মনে করে যে অন্য ধর্মের লোক কখনো আমাদের আপনজন হতে পারে না

যাদের মধ্যে এই ধারণা আছে তারা আর যাইহোক কখনও সুস্থ‍্য বিবেকবান হতে পারে না। ধর্মের ভিওিতে মানুষ কে বিভক্ত করা একটা বোকামি ছাড়া আর কিছুই না। অনেক সুন্দর লিখেছেন দাদা। কবিতা টাও চমৎকার ছিল।

ভাই ধর্ম নিয়ে অনেক দারুন একটি কবিতা লিখেছেন আপনি।আপনার লেখা কবিতাটি পড়ে সত্যি অনেক ভালো লাগলো। কবিতার প্রত্যেকটি লাইন খুবই সুন্দর ছিল। এক কথায় অসাধারণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ।