কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা আর একটি অনু-কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
আসলে ভালোবাসায় যদি ছলনা থাকে তাহলে সে ভালোবাসা কখনোই সুখের হতে পারে না। ভালোবাসা একটা পবিত্র জিনিস। সবার দ্বারা কিন্তু এই ভালোবাসা হয় না। ভালবাসতে প্রয়োজন হয় একটা পরিষ্কার মন। যে মনটিতে শুধুমাত্র তার ভালোবাসার মানুষটি সব সময় বিচরণ করে। আসলে বর্তমান সময়ে ভালোবাসার নামে অভিনয় আমরা সচরাচর দেখতে পাই। আর এসব ভালোবাসার পরিণতি প্রথম দিকে সুখের হলেও শেষের দিকটা খুবই কষ্টের হয়। কারণ কেউ একজন মন দিয়ে ভালবাসলেও বাকিজন যে তার সাথে অভিনয় করছে এই বিষয়টি সে আর সহ্য করতে পারে না।
এই পৃথিবীতে বর্তমানে পবিত্র ভালবাসা দেখা খুব কঠিন। স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কেউ কাউকে ভালবাসে না। কেউ ভালোবাসে অর্থ সম্পত্তি দেখে। আবার কেউ ভালোবাসে মন দেখে। আসলে মানুষের মন দেখে ভালোবাসার সংখ্যাটা কিন্তু খুবই কম। সবাই ভালোবাসে সাধারণত অর্থ দেখে। অর্থাৎ মানুষের অর্থের বিনিময়ে ভালোবাসা বিচার করা হয়। যার বেশি ধন-সম্পত্তি আছে সে পৃথিবীতে তত বেশি ভালবাসতে পারে। আর যার ধনসম্পত্তি নেই সে মোটেও ভালবাসতে পারে না। আসলে এটাকে আমার মনে হয় ভালোবাসা বলে না।
আমরা সবাই যখন ভালবাসি তখন অন্যকে নিজের মন প্রাণ দিয়ে ভালোবাসি। আসলে কাউকে দূরে সরাবার জন্য আমরা কখনোই তাকে ভালবাসি না। আমরা তাকে ভালোবাসি নিজের করে পাওয়ার জন্য। এছাড়াও তাকে নিয়ে বিভিন্ন ধরনের আমরা স্বপ্ন প্রতিনিয়ত দেখেই চলেছি। এইসব স্বপ্নের কোন শেষ হয় না। যদিও এইসব স্বপ্নের ধ্বংস হয় তখনই যখন সেই প্রিয় মানুষটি আমাদের সাথে ছলনা করে। আসলে এর থেকে কষ্ট আর পৃথিবীতে মনে হয় কোথাও নেই। তখন মনে হয় যে এর থেকে মরে যাওয়া আরো অনেক বেশি ভালো।
আসলে ভালো মানুষের কপালে এরকম খারাপ ভালবাসার মানুষ সব সময় জুটে যায়। সেসব ভালো মানুষ তার প্রিয় মানুষটিকে যতই ভালোবাসুক না কেন সেই প্রিয় মানুষটির মন কখনো গলে যায় না। আসলে এসব মানুষ কিন্তু পশুর থেকেও অধম। তারা মানুষের এই মন নিয়ে খেলা করতে বেশিই পছন্দ করে। আসলে যার মন নিয়ে খেলা করে তার মনের দুঃখ কষ্ট সে কখনো বুঝতে পারে না বা উপলব্ধি করতে চেষ্টা করে না। কারণ তাদের এটি অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আসলে যে মানুষটি তাকে মন প্রাণ দিয়ে ভালবেসেছে সে কখনো তার সাথে কোন ধরনের অভিনয় বা ছলনা করেনি।
আসলে এই পৃথিবীতে যারা ভালোবাসায় ধোকা খেয়েছে তারা পরবর্তীতে আর ভালোবাসার কাছে যেতে চায় না। কারণ তারা তাদের পূর্বের এই ভালোবাসার দুঃখ কষ্ট কখনোই মুছে ফেলতে পারেনা। এছাড়াও ভালোবাসার মতো সাহস আর ধরে থাকেনা। কারণ পূর্বের ভালবাসার মত যদি এই ভালোবাসাও তার সাথে এরকম ছলনা করে তাহলে এর থেকে কষ্টের আর কিছুই থাকবে না। আর এই ভয়ের জন্য তারা আর কখনো ভালবাসাকে বিশ্বাস করে না। আসলে ভালোবাসাকে বিশ্বাস না করার পিছনে এদের কোন কারণ নেই। কারণ এরা এখন ভালোবাসাকে ভয় পায়।
আসলে কোন মানুষকে ভালবাসতে হলে তাকে অবশ্যই মন প্রাণ দিয়ে ভালবাসতে হবে এবং কখনোই তার সাথে ছলনা করা যাবে না। যদি সেই মানুষটাকে পছন্দ না হয় তাহলে তাকে সরাসরি বলে দেওয়া উচিত। হয়তোবা এতে সেই ব্যক্তিটি দুঃখ কষ্ট পাবে কিন্তু তাও সরাসরি সবকিছু বলে দেওয়া উচিত। কারণ ভালবাসায় আঘাত পেয়ে কষ্ট পাওয়ার থেকে এই কষ্টটা কিন্তু অনেক কম। আসলে মানুষ সবসময় কষ্ট পায় অন্যের উপরে বিশ্বাস করে। আর এই বিশ্বাস যদি একবার ভেঙ্গে যায় তাহলে সেই বিশ্বাস আর কখনোই জোড়া লাগে না।
✠ ০১ ✠
জীবন দিয়ে যারে আমি,
এত ভালোবেসে ছিলাম।
সে আমারে কাঁদিয়ে গেল,
তার দেখা আর না পেলাম।
ভালোবাসার যে এত কষ্ট আছে,
আগে তো কখনো বুঝি নাই।
বুঝলে তো আর ভালবাসতাম না,
তাহলে একাকী জীবন কাটাই।
জীবনটা আমার ধ্বংস করেছে,
তবুও দিলাম না কোন অভিশাপ।
তোমার কাছে আমার এই মিনতি,
ভালোবাসার করো না অপমান।
✠ ০২ ✠
ভালোবাসা এক মধুর বন্ধন,
যা সহজে পাওয়া যায় না।
ভালোবাসার বন্ধনে বাঁধতে হলে,
ভালোবাসায় রেখোনা কোন খাঁদ।
ভালোবাসায় যদি সন্দেহ থাকে,
সে ভালোবাসা সার্থক হয় না।
শুধু যে হয় সময়ের অপব্যবহার,
কারো জীবনের সুখ থাকে না।
ভালোবাসায় যদি ছলনা থাকে,
ভালোবাসার তবে মূল্য নাই।
এমন ভালোবাসা ছেড়ে,
একা একাই জীবন কাটাই।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনার অনু কবিতা আমার কাছে সবসময় অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর দুটি অনু কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। প্রতিটা লাইন খুব সুন্দর লিখেছেন। ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে ভাইয়া এখনকার ভালোবাসা আর আগেকার দিনের ভালোবাসা আমার মনে হয় এক নয়। এখন সত্যিকারের ভালোবাসা দেখাই যায় না । একজন ভালোবাসে তো অপরজন অভিনয় করে । কেউ স্বার্থের জন্য ভালোবাসে কেউবা ভালোবাসাটাকে একটা শখে পরিণত করেছে। সত্যিকারের ভালোবাসা যেন এখন দেখাই যায় না। যাই হোক চমৎকার দুটি অনু কবিতা শেয়ার করেছেন পড়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে আপনি আমাদের মাঝে সুন্দর সুন্দর অন্য কবিতা শেয়ার করেছেন যেই কবিতার মধ্যে ভালোবাসার বাস্তব প্রকাশ তুলে ধরার চেষ্টা করেছেন সত্যি ভালোবাসা মানুষকে ঠকায় এবং কাঁদায় যদি সে ভালোবাসা হয় ছলনামায়। আর বর্তমান সময়ে ছলনাময় ভালোবাসা সবচেয়ে বেশি। আর সেই ভালোবাসাকে কেন্দ্র করে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন আজকের এই কবিতাগুলো আবৃত্তি করতে অনেক ভালো লেগেছে আমার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি বলেছেন দাদা আসল ভালোবাসা এখন পাওয়া দুস্কর। সবাই এখন ভালোবাসার নামে অভিনয় করে থাকে। এইগুলোর জন্য ভালোবাসার মতো পবিত্র একটা জিনিস আজ অপমানিত। আপনার কবিতা গুলো চমৎকার ছিল দাদা। প্রত্যেকটা অনুকবিতা যেন ভালোবাসা। ভালোবাসার মানুষের প্রতি আবেগ তার অনূভুতি নিয়ে লেখা। চমৎকার লিখেছেন কবিতা গুলো ভাই। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন দাদা যে ভালোবাসার মাঝে ছলনা লুকিয়ে থাকে সেই ভালোবাসা কখনো সুখের হয় না। একজনের প্রতি আরেকজনের শ্রদ্ধাবোধ ভালোবাসাকে আরো বেশি রঙিন করে তুলে। যাই হোক দাদা আপনার লেখা অনু কবিতা গুলো দারুন হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আশা করি দাদা ভালো আছেন? আজ আপনি বেশ চমৎকার অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন । আসলে আপনার অনু কবিতা বেশ দুর্দান্ত হয়ে থাকে। প্রিয় মানুষ হারিয়ে গেলে হৃদয়ের মাঝে অনেক বড় ধরনের ক্ষত সৃষ্টি হয় যা কখনো ভালো হয় না। আপনি ঠিকই বলেছেন ভাই, আসলে ভালোবাসার মাঝে যদি অবিশ্বাস এবং সন্দেহ থাকে এই ভালোবাসা কখনো পূর্ণতা পায় না। ধন্যবাদ আপনাকে দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার অনু কবিতাগুলো পড়ে অনেক ভালো লাগলো। প্রত্যেকটি অনুকবিতা ভালোবাসা নিয়ে লেখা যা পড়ে বুঝতে পারলাম
কাউকে ভালবাসলে সঠিকভাবেই মন থেকে ভালবাসতে হবে। আসলে প্রতারণা নিয়ে মনের ভেতর কাউকে ভালোবাসা ঠিক না।অনেক ধন্যবাদ দাদা সুন্দর কিছু অনু কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit