কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ লক্ষ্য সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
এই পৃথিবীতে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হলে আমাদের একটা লক্ষ্য রাখা অবশ্যই উচিত। কেননা লক্ষ্যহীন মানুষ জীবনে কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে না। অর্থাৎ প্রত্যেকটা মানুষকে তার ছাত্র জীবনে থাকাকালীন জীবনের লক্ষ্য ঠিক রাখা উচিত। আসলে জীবনের লক্ষ্যটা হলে এমন একটা দিক যেটি ঠিক থাকলে মানুষ সেই গন্তব্য স্থানে পৌঁছে দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে পারে। কেননা মানুষের যদি লক্ষ্য কখনো স্থির না থাকে তাহলে জীবনে কি করবে তা কখনো ভেবে উঠতে পারে না। এজন্য ছাত্র জীবন থেকে আমাদের জীবনের লক্ষ্যকে স্থির রেখে সেই স্থির স্থানে যাওয়ার জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। আর এভাবে যদি আমরা কঠোর পরিশ্রম করে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি তাহলে কিন্তু আমরা জীবনে অবশ্যই সাফল্য পাব।
এই পৃথিবীতে অনেক মেধাবী ছাত্ররা রয়েছে তারা কিনা তাদের লক্ষ্যটা কখনো ঠিকঠাকভাবে স্থির করতে না পারার জন্য তারা তাদের গন্তব্য স্থান থেকে অনেকটা পিছিয়ে গেছে অথবা তাদের সেই গন্তব্য স্থানে তারা কখনো পৌঁছাতে পারেনি। অর্থাৎ জীবনে একটা মানুষ যতই মেধাবী হোক না কেন সে যদি তাদের লক্ষ্যকে স্থির করতে না পারে তাহলে সে কখনো তার মেধাকে সম্পূর্ণরূপে কাজে লাগাতে পারবে না। আর এজন্য আমাদের সর্বপ্রথম লক্ষ্য স্থির রাখা উচিত। এক একটা মানুষ জীবন এক এক ধরনের জিনিস হতে চায়। আসলে মানুষ তার জীবনের সেই ইচ্ছা গুলো পূরণ করার জন্য যদি কঠোর পরিশ্রম না করে তাহলে সে তার সেই লক্ষ্য গুলোতে কখনো পৌঁছাতে পারবে না। কেননা এই জীবনটা অনেক বেশি কঠিন এবং এই কঠিন জীবন অনেক বেশি কঠিন পরিশ্রম করতে হয়।
কিছু কিছু মানুষদের আমরা দেখতে পাই যারা কিনা সব সময় যখন যেটা মনে আসে ঠিক তখন সেটা করতে ব্যস্ত থাকে। আসলে আমরা যদি আমাদের জীবনের লক্ষ্যটাকে স্থির থেকে সেই দিকে এগিয়ে যেতে পারি তাহলে সেই এগিয়ে যাওয়ার পথে অনেক ধরনের দিক আমরা খুঁজে পাবো। কিন্তু আমরা যদি আমাদের প্রধান দিকটাকে বাদ দিয়ে এদিক-ওদিক চলে যায় তাহলে কিন্তু আমাদের সেই লক্ষ্যগুলো সেই জায়গায় স্থির থাকবে এবং আমরা আমাদের জীবনের চাহিদা মত কোন কিছু কখনোই পাবো না। আসলে মানুষের মন বারবার পরিবর্তন হয়। আর এভাবে যদি মানুষের মনের সাথে সাথে মানুষের লক্ষ্য গুলো বারবার পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু মানুষ অনেকটা কনফিউজড টাইপের হয়ে যাবে। তার জীবনের কোন সিদ্ধান্ত কখনো ঠিক থাকবে না।
আসলে আমাদের চিন্তা ভাবনা কি সবসময় একটা নির্দিষ্ট করা উচিত। কেননা আমরা যদি সময়ের সাথে সাথে আমাদের সিদ্ধান্তগুলো পাল্টে ফেলি এবং জীবনের লক্ষ্যগুলো পাল্টে ফেলি তাহলে কিন্তু কোন জিনিস আমাদের জীবনের সঠিকভাবে পূর্ণ হবে না। তবুও মানুষ সবসময় চেষ্টা করবে যাতে করে তাদের নির্দিষ্ট লক্ষ্য গুলোতে তারা পৌঁছে যেতে পারে। আর যারা প্রকৃতি জ্ঞানী মানুষ তারা কখনো অন্য কোন অফার পেলে সেখানে তারা ছুটে যায় না। তারা সবসময় তাদের লক্ষ্যটাকে স্থির রাখে এবং সেই স্থির লক্ষ্যে পৌঁছে যাওয়ার জন্য তারা যেকোনো কিছু করতে প্রস্তুত থাকে। আর আপনি যদি লোভে পড়ে আপনার গন্তব্য লক্ষ্য থেকে সরে যান তাহলে আপনার জীবনে কোন কাজটি কখনো সঠিকভাবে সম্পূর্ণ হবে না।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি ঠিকই বলেছেন ভাই। মানুষের মন বড় চঞ্চল প্রকৃতির। আর তার জন্যই আমরা একটি নির্দিষ্ট লক্ষ্যে নিজের মনকে স্থির করাতে পারি না। কিন্তু কেউ মনস্থির করে কোন কাজ করলে সাফল্য আসবেই। আপনি দারুণভাবে এই বিষয়টি ফুটিয়ে তুললেন। আসলে মনকে নিজের বশে আনা বড় কঠিন একটি বিষয়। হয়তো সাধু পুরুষেরা এই কাজটি করেন বলেই তারা উচ্চমার্গে অবস্থান করেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমিও আপনার বক্তব্য এর সাথে সহমত পোষণ করলাম দাদা। আমাদের লক্ষ্য যদি স্থির থাকে এবং সে লক্ষ্যে যদি এগিয়ে যেতে থাকে অবশ্যই সাফল্যতা থাকবে। তাই আমাদের অবশ্যই মনের মধ্যে নির্দিষ্ট লক্ষ্য রাখতে হবে যেন সাফল্য তা ধরতে পারি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কিছুটা নিজের জীবনের সাথে মিল রয়েছে আপনার কথার। তবে বিভিন্ন কারণে পিছিয়ে যেতে হয় ভাইয়া। পরিবেশ মানুষকে পিছিয়ে দেয় যতই ভালো ছাত্র বা ছাত্রী হন না কেন এখানে বড় সমস্যা। তবুও লক্ষ্য স্থির থাকা প্রয়োজন। কারণ জীবনের সাফল্য তা এখানেই নিহিত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন লক্ষ্য স্থির থাকা উচিত। কোন লক্ষ্য যদি একবার মনস্থির করে নেওয়া যায় তবে সফলতা আসবেই। যাই হয়ে যাক না কেন নিজের লক্ষ্যে অটুট থাকতে হবে। আপনার পোষ্টটি পড়ে ভালো লাগলো। এত সুন্দর ভাবে পোস্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া মানুষের লক্ষ্য যদি স্থির থাকে তাহলে স্বপ্ন পূরণ করা সহজ হয়ে ওঠে। কারণ একেক সময় একেক রকম লক্ষ্য যদি থাকে তাহলে সেই স্বপ্ন কখনো পূরণ করা সম্ভব হয় না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কথাগুলো একেবারে ঠিক বলেছেন ভাই। যাইহোক আমাদের লক্ষ্য স্থির রাখা উচিত। একটা নির্দিষ্ট লক্ষ্য থাকলে সেই লক্ষ্য কে উদ্দেশ্য করে আমরা এগিয়ে যেতে পারি। কিন্তু যদি একেবারেই কোন লক্ষ্য না থাকে তাহলে আমরা অনেক টা দিশাহীন ভাবে এগিয়ে যায়। চমৎকার লিখেছেন ভাই আপনি।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit