কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা একটা কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
এই পৃথিবীতে মায়ের ভালোবাসার কখনোই কোন তুলনা হয় না। এই মা আমাদের দশ মাস দশ দিন তার গর্ভে ধারণ করে। তারপর আমাদের পৃথিবীতে আলোর মুখ দেখায়। এই মা শত কষ্টের মাঝেও আমাদের তিলে তিলে বড় করে তোলে। আমাদের সকল ব্যথা বেদনা শেয়ার করার জায়গায়ই হলেও মা।
আসলে মা ছাড়া জীবন পুরোটাই ব্যর্থ। জন্মের পর যারা মাকে হারায় তারা কখনো মায়ের ভালবাসায় পৃথিবীতে পায় না। আসলে আমাদের প্রথম শিক্ষাগুরু হলেন মা। পৃথিবীতে সব শিক্ষাই মায়ের কাছে তুচ্ছ। তাইতো বিভিন্ন গুনীজনেরা বলেছেন, আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেব।
আমাদের অসুস্থতার সময় মা সারারাত নিদ্রাহীন থাকে। আমাদের সেবা করতে করতে মা কখনো অসুস্থ হয়ে পড়েন না। বরং আমাদের ভালোবাসাতেই নাকি মায়ের আনন্দ। সব সময় মা আমাদের পছন্দের খাবার গুলোই আমাদের প্লেটে তুলে দেন। আমাদের জন্মের পর মায়ের সব সৌখিনতাই বিসর্জন দিয়ে দেন। তাদের প্রধান কর্তব্য থাকে কি করে তাদের সন্তানদের বড় করে মানুষ করবেন।
আসলে মা ছাড়া এই পৃথিবীতে অন্ধকার। মায়ের মতো ভালোবাসতে কেউ কখনো পারেনি, কেউ কখনো পারছে না, আর ভবিষ্যতে কেউ পারবেনা। তাইতো মায়ের পায়ের নিচে হলো সন্তানের স্বর্গ। তাই এই স্বর্গকে কখনো কষ্ট দেওয়া যাবে না। এই পৃথিবীতে সবাইকেই মায়েদের প্রতি অবশ্যই যত্নশীল হতে হবে। অনেক ভালবাসি মা তোমায়।
মা
জন্ম নিয়েছি মায়ের পেটেতে,
খেয়েছি মায়ের বুকের দুধ।
ছোটবেলা থেকে দুরন্ত ছিলাম,
মায়ের ছিল না একটু বিরামের সুখ।
মায়ের জায়গা কেউ কখনো,
পূরণ করতে কখনোই পারেনা।
মাকে কখনো কষ্ট দিলে ভাই,
জীবনে কখনো শান্তি পাবে না।
মা প্রথম আমাদের শিক্ষাগুরু,
মা হল সকল জ্ঞানের ভান্ডার।
যত বড় শিক্ষিত হওনা কেন তুমি,
মায়ের শিক্ষার কাছে তুমি কিছুই না।
মা হলো সংসারের প্রধান সেবিকা,
নাইকো তার কোন বিরাম।
অসুস্থ হলে সবারে দেন মা,
ঘরোয়া উপায়ের চিকিৎসা।
আমার কাছে মা হলো দশভূজা,
আমার কাছে মা হলো এই পৃথিবী।
মা ছাড়া আপন কেউ নাইকো দুনিয়ায়,
মায়ের ভালোবাসার হয় না কোন তুলনা।
লালন পালন করে এই মা বড়,
মার সঙ্গে থাকলে সব বাঁধাই ছোট।
কষ্ট দিও না কেউ মায়ের মনটাতে,
মাথা নত কর মায়ের পায়ের নিচেতে।
সর্ব সুখ যদি ভাই কেউ পেতে চাও,
মায়ের পায়ের নিচে মাথা নত করে দাও।
এই মা যদি না থাকে জীবনে,
জীবন বিভীষিকাময় হয়ে ওঠে সর্বক্ষনে।
আশাকরি কবিতাটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
তো দেখা হবে পরবর্তী পোস্টে। ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
দাদা আপনার লেখা "মা" কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। মা আমাদেরকে জন্মদান দেয়া শুরু করে সার্বিক লালন পালন করা এবং প্রাথমিক শিক্ষা দেয়ার কাজটা করে থাকে। আসলে মা হচ্ছে আমাদের প্রধান মহা শিক্ষাগুরু। মায়ের দেওয়া শিক্ষাটায় আমাদের জীবনে সবচেয়ে বেশি আলো ছড়ায়। অসাধারণ সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে মা আমাদের জীবন। মা ছাড়া আমাদের জীবন অন্ধকার। ধন্যবাদ দাদা আপনার সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পৃথিবীতে মা এমন একজন যাকে হয়তো কোন বিশেষণ দিয়ে বিশেষায়িত করা যায় না। আমি আজ পর্যন্ত কখনো মাকে নিয়ে লেখার সাহস করে উঠতে পারিনি তাই। ভীষণ ভালো লাগলো যে, আপনি অনেকটাই গুছিয়ে লিখেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাকে সত্যিই কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদমই ঠিক দাদা, মায়ের তুলনা কারো সাথেই হয় না। মা ছাড়া পুরো জীবনটাই ব্যর্থ, অন্ধকার। মায়ের মত নিঃস্বার্থ ভালোবাসা কেউ আমাদের কখনো দিতে পারেনি আর ভবিষ্যতেও পারবে না। মাকে নিয়ে আপনি আজ খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন ,কবিতাটি পড়ে আপনার প্রতি শ্রদ্ধা আমার আরো বেড়ে গেল। কারণ বুঝতে পারলাম আপনি আপনার মাকে খুবই ভালোবাসেন। অনেক শুভকামনা রইল দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit