কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ চিকিৎসা সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
আসলে বর্তমান সময়ে আমরা একটা জিনিস দেখতে পাই যে চিকিৎসা ক্ষেত্রে এখন পুরোটাই ব্যবসা ক্ষেত্রে পরিণত হয়েছে। আমার মনে হয় যে আপনি যদি চিকিৎসা করতে যান তাহলে আপনার রোগ যতটুকু ছিল তার থেকে আপনি চিকিৎসা করে আরো বাড়িয়ে নিয়ে আসবেন। কেননা চিকিৎসা ক্ষেত্রে যে পরিমাণ টাকার প্রয়োজন হয় তাতে করে আপনি আরো বেশি অসুস্থ হয়ে যাবেন। আসলে এরকম চিকিৎসা তো কখনো আমরা চাইনি। আসলে এখন প্রতিটা জায়গায় চিকিৎসা ক্ষেত্রে নিয়ে এতটা ব্যবসা শুরু হয়ে গেছে যে এতে করে একটা মানুষের জীবন চলে গেলেও তারা কিন্তু তাদের ব্যবসা থেকে কখনো পিছিয়ে আসে না। কেননা এখন মানুষের জীবনের থেকে তাদের অনেক বেশি অর্থের প্রয়োজন হয়।
আর মানুষের জীবন অর্থের বিনিময়ে তারা ক্রয় বিক্রয় করে। এই জিনিসগুলো যখন আমরা চিন্তা করি তখন আমাদের খুব খারাপ লাগে। আসলে এইসব জিনিসগুলো আমাদের সমাজে যতদিন চলবে ততদিন কিন্তু আমাদের সমাজটা সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। আসলে মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম একটা প্রধান চাহিদা হল এই চিকিৎসা। আসলে সঠিক চিকিৎসা না পেলে প্রতিনিয়ত প্রচুর পরিমাণ মানুষ মারা যায়। এর প্রধান কারণ হলো মানুষ এই চিকিৎসা পাওয়ার জন্য যে পরিমাণ অর্থের দরকার হয় সেই পরিমাণ অর্থ তারা কখনো জোগাড় করতে পারে না। আসলে এই জিনিসগুলোর জন্য কিন্তু আমরা সব সময় অন্যান্য উন্নয়নশীল দেশ অপেক্ষা পিছিয়ে থাকি। কেননা চিকিৎসা এখন পুরোটাই ব্যবসা।
এছাড়াও আমরা একটা জিনিস দেখতে পাই যে বিভিন্ন উন্নয়নশীল দেশে চিকিৎসা ক্ষেত্রে পুরোটাই বিনামূল্যে করা হয়। অর্থাৎ ওই দেশের লোক গুলো মনে করে যে মানুষ যদি সুস্থ থাকে তাহলে তাদের দেশটা সব সময় সামনের দিকে এগিয়ে যাবে। কিন্তু আমাদের মত এরকম গরিব দেশে যে পরিমাণ মানুষ এই চিকিৎসার অভাবে মারা যায় তা যদি গণনা করা হয় তা জানতে পারলে আপনারা অবাক হয়ে যাবেন। আসলে আমরা একটা জিনিস জানি যে চিকিৎসা ক্ষেত্রে একটা মানুষ যখন যায় তখন তাকে অনেক বেশি প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। অর্থাৎ ভালো ছাত্রছাত্রীরা কিন্তু এই চিকিৎসা ক্ষেত্রে সুযোগ পায়। কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে অর্থের বিনিময়ে এইসব চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন ধরনের কম মেধাবী ছাত্ররা প্রবেশ করে।
আর এরপর যে কতটা ভয়ঙ্কর তা আপনারা সবাই বুঝতে পারছেন। আসলে আমার মনে হয় যে চিকিৎসা ক্ষেত্রে এই ধরনের দুর্নীতি এবং ব্যবসা যদি খুব দ্রুত বন্ধ না করা হয় তাহলে কিন্তু আমাদের দেশে চিকিৎসার অভাবে প্রচুর পরিমাণ মানুষ প্রতি বছর মারা যাবে। আসলে সরকারি চিকিৎসা কেন্দ্রগুলোতে চিকিৎসার যে হাল তা দেখলে মানুষের সরকারি হসপিটাল গুলোর প্রতি ভক্তি উঠে যায়। আসলে আমরা যদি সবাই মিলে প্রতিবাদ গড়ে তুলতে পারি এবং এই অসাধু চক্রকে এই চিকিৎসা ক্ষেত্রে থেকে উঠিয়ে দিতে পারি তাহলে কিন্তু চিকিৎসা ক্ষেত্র পুনরায় আগের মত হয়ে যাবে। আসলে এই চিকিৎসা কেন্দ্রগুলোকে কিন্তু আমরা একটি সুন্দর পর্যায়ে নিয়ে আসতে পারলে আমাদের দেশটাও কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একটি দেশের মানুষের উন্নয়নের জন্য মূল দুটি জিনিস লাগে তা হল, শিক্ষা ও চিকিৎসা । এই দুটোই ফ্রী বা স্বল্প খরচের হওয়া উচিত। কিন্তু...
আপনি গুছিয়ে তেতো কথাগুলো সরাসরি ও সাবলীল ভাবে লিখেছেন। সহমত পোষণ করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমান যুগে ভীষণ প্রাসঙ্গিক এবং সময়োপযোগী একটি পোস্ট আমাদের সঙ্গে শেয়ার করলেন। বর্তমানে চিকিৎসার নামে ভয় লেগে যায়। বিশেষ করে প্রাইভেট হাসপাতাল গুলি বসে আছে বিভিন্ন অজুহাত দিয়ে টাকা নেওয়ার জন্য। কত মানুষ ভালো চিকিৎসার অভাবে মারা যান। আপনি একদম সঠিকভাবে বিষয়টি তুলে ধরলেন। চিকিৎসা ব্যবস্থার যদি পরিবর্তন না ঘটানো যায় তবে দেশের উন্নয়ন কোনভাবেই সম্ভব নয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পুরো পোস্ট টা পড়ে আমার নচিকেতার একটা গানের কথা মনে পড়ে গেল ভাই।
ডাক্তারি চিকিৎসা এগুলো এখন একটা ব্যবসা। অনেক বড় ব্যবসা। আর এই ব্যবসার পণ্য সাধারণ মানুষ। উন্নত দেশের সাথে আমাদের চিকিৎসা এর পার্থক্য অনেক। আর এই বাজে সিস্টেমের ভুক্তভোগী হতে হয় আমাদের মতো সাধারণ মানুষদের।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit