কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ প্রতারকদের ফাঁদ সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
বর্তমান সময়ে প্রতারকদের সংখ্যা এত বেড়ে গেছে যে আমরা কোন কাজে গেলে যদি একটু ভুল করে এই প্রতারকদের হাতে পড়ে যায় তাহলে কিন্তু এই ভুলের মাশুল অনেকটা বড় গুনতে হয় আমাদের। অর্থাৎ বর্তমান সময়ে চারিদিকে এত পরিমাণ প্রতারক রয়েছে যে আপনি এই প্রতারকদের চোখ ফাঁকি দিয়ে কোন একটা কাজ করতে যাবেন তার কোন উপায় নেই। অর্থাৎ আপনাকে সব সময় অনেক বেশি সাবধানে সামনের দিকে এগিয়ে চলতে হবে। আসলে কিছু কিছু ক্ষেত্রে মানুষ অনেকটা উন্নতির দিকে এগিয়ে এগিয়ে যখন এই প্রতারকদের পাতা ফাঁদে পা দেয় তখন কিন্তু তাদের আর কোন কিছু করার থাকে না। তখন মানুষের সারা জীবনের পরিশ্রম একদম নিমিষেই বৃথা হয়ে যায়।
আর এই জন্য আমাদের জীবনে সামনের দিকে এগিয়ে চলার পথে অনেক বেশি সাবধানে এগিয়ে যেতে হবে। আসলে এই প্রতারকরা এমনভাবে ছড়িয়ে রয়েছে যে আপনি সর্বত্র এদের দেখতে পাবেন। অর্থাৎ মানুষের বাস্তব জীবন থেকে শুরু করে অনলাইন সবকিছুতেই এই প্রতারকদের ফাঁদ পাতা রয়েছে। আসলে আপনারা বর্তমান সময়ে বিভিন্ন সংবাদপত্র মাধ্যমে শুনতে পান যে জালিয়াতির মাধ্যমে প্রচুর পরিমাণ অর্থ ছিনিয়ে নিচ্ছে কিছু প্রতারক শ্রেণীর লোকেরা। আসলে তারা আপনাকে এত পরিমাণ লোভ দেখাবে এবং বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দেখাবে এতে করে আপনি কিন্তু এদের কথাতে বিশ্বাস করে আপনি যদি একবার এদের পাতা ফাঁদে পা দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি সেখানে আটকা পড়ে যাবেন।
অর্থাৎ এই মানুষগুলো আপনার কাছ থেকে সর্বস্ব কেড়ে নেবে। একটা জিনিস আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে কিছু কিছু শ্রেণির মানুষ রয়েছে যারা কিনা বিভিন্ন ক্ষেত্রে মানুষের পাশে এসে দাঁড়ায়। কিন্তু আপনি কখন এইসব ব্যক্তিদেরকে সহজে বিশ্বাস করতে পারবেন না। কারণ না যারা আপনা আপনি আপনার কাছে এসে আপনাকে সাহায্য করার চেষ্টা করবে তাহলে আপনি সর্বপ্রথম বুঝে নেবেন যে আপনার কাছে তাদের কোন স্বার্থ লুকিয়ে রয়েছে। আসলে এইসব ব্যক্তি গুলোর মনের ভাব আপনি কখনো খুব সহজে বুঝতে পারবেন না। আর এজন্য আমরা যদি একবার তাদের কথায় বিশ্বাস করে তাদেরকে আমাদের জীবনে আপন করে নিই তাহলে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন ভবিষ্যতে হতে হবে।
আসলে এই প্রতারকদের ধরার জন্য কিন্তু পুরো সরকার এখন অনেক তৎপর হয়ে উঠেছে। অর্থাৎ মানুষ এখন কি করে এই প্রতারকদের হাত থেকে বাঁচতে পারে সেজন্য সরকার বিভিন্ন ধরনের শিক্ষামূলক সংগঠন আমাদের চারিদিকে ছড়িয়ে দিয়েছে। আসলে আমরা সবাই সচেতন হয়ে বিভিন্ন ধরনের কাজ করতে যাব এবং অনলাইনের কোন লোভের ফাঁদে পা দেওয়ার চেষ্টা করব না। কেননা এই পৃথিবীতে যারা কষ্ট করে পরিশ্রম করে জীবনে একবার এসব প্রতারকদের ফাঁদে পা দেয় তাহলে কিন্তু তারা তাদের সারা জীবনের সকল অর্থ নিমিষেই হারিয়ে ফেলে। তাইতো এই বিষয়ে আমাদের অনেক বেশি সাবধান হতে হবে এবং আমাদের আশেপাশের যে সব লোক রয়েছে তাদেরকেও অবশ্যই সাবধান করার দায়িত্ব আমাদের।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতারক নিয়ে চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া। ভালো লেগেছে পোস্টটি। প্রতারকরা আমাদের সমজেরই। আমাদের চারপাশে থাকেন। মুলতঃ অতি লোভিরাই প্রতারকের খপ্পরে বেশি পড়ে। অনলাইন-অফলাইন দুজায়গাতেই প্রতারিত হচ্ছে মানুষ। আপনি ঠিকেই বলেছেন, সরকার নানা উদ্যোগ নিয়েছেন মানুষকে প্রতারকের খপ্পর থেকে বাঁচাতে। তবে আমাদেরও সচেতন হতে হবে যেন লোভে পড়ে প্রতারিত না হই। পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমান সময়ের প্রতারকের অভাব নেই। প্রতারকদের কবল থেকে রক্ষা পাওয়াটাও বেশ কঠিন। অনেক মানুষ প্রতারকের হাতে পড়ে নিঃস্ব হয়ে যায়। এজন্য আমাদের অনেক সাবধানে থাকতে হবে এবং বুঝে শুনে চলতে হবে। সুন্দর একটা টপিকস নিয়ে আলোচনা করেছেন দেখে খুশি হলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের দেশেও এই অবস্থা ভাই। প্রতারক যেন সব জায়গাই ছড়িয়ে রয়েছে। আপনি যদি একটু ভুল করেন তাহলেই আপনার সব গেল একেবারে। আর এরা অনেক সময় মানুষ সর্বস্ব নিয়ে নেয়। এদের থেকে সবসময় সতর্ক থাকতে হবে। সুন্দর লিখেছেন আপনি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit