কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা আর একটি অনু-কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
আসলে এই পৃথিবীতে যারা ভালোবাসা নিয়ে খেলা করে তাদের মত অমানুষ আর একটিও পাওয়া যায় না। আসলে আমরা যদি কারো মন নিয়ে খেলা করি এবং তাদের মনটা ভেঙে দেই তাহলে এর শাস্তি আমাদের একদিন না একদিন পেতেই হবে। কারণ এই পৃথিবীতে যদি কেউ আপনাকে ভালবেসে থাকেন তাহলে সে আপনাকে মন দিয়ে ভালবেসেছে। আপনার সাথে কখনো সে অভিনয় করার চেষ্টা করেনি। এছাড়াও যেখানে গভীর ভালবাসা রয়েছে সেই ভালোবাসা সবসময় পবিত্র হয়। আর এইসব ভালোবাসা নিয়ে যারা নোংরামি করে তাদের বেঁচে থাকার কোন অধিকার নেই। আসলে বর্তমান সময়ে আমরা বাইরে এত নোংরামির দেখি যে তা দেখে ভালোবাসার প্রতি শ্রদ্ধা ভক্তি আমাদের উঠে যায়।
আসলে আগেকার সময়ে মানুষ মনে করত ভালোবাসা জিনিসটা সবথেকে পবিত্র একটা জিনিস। আর এই পবিত্র জিনিসকে সবাই একদিক থেকে যেমন শ্রদ্ধা করতো তেমনি তারা কখনো ভালোবাসার মানুষটিকে কষ্ট দিতে চেষ্টা করতে না। তারা সব সময় ভালোবাসার মানুষটিকে প্রাধান্য দিতে এবং ভালোবাসার মানুষকে সবসময় সুখে রাখার জন্য চেষ্টা করত। কিন্তু বর্তমান সময়ে চারিদিকে ভালোবাসা নিয়ে এত ধরনের নোংরামি খেলা চলছে তা দেখে আমাদের আর কাউকে ভালবাসতে ভয় হচ্ছে। কারণ এখন যদি আপনি কাউকে মন দিয়ে ভালোবাসেন হয়তোবা সে আপনাকে কখনোই মন দিয়ে ভালোবাসেনি।
আসলে বর্তমান সময়ে এখন একজনকে ভালোবেসে আর পোষায় না। তারা বিভিন্ন মানুষের সাথে ভালোবাসা নিয়ে বিভিন্ন ধরনের প্রতারণা করে। এর ফলে তারা সব থেকে বেশি কষ্ট পায় এবং ভালোবাসার থেকে তাদের মনটা উঠে যায়। আর একবার ভালবাসার কষ্ট পেয়ে তারা আর দ্বিতীয়বার কাউকে ভালোবাসার মতো মন মানসিকতা গড়ে তুলতে পারেনা। আর এজন্য বর্তমান সময়ে আর সেই পবিত্র ভালবাসা দেখা যায় না। আসলে ভালবাসার নাম করে একজনকে অপেক্ষা করানোর আমাদের মোটেও উচিত নয়। কারণ কাউকে যদি আমাদের পছন্দ না হয় তাদের অপেক্ষা করানোর অধিকার আমাদের নেই এবং তাকে সোজাসুজি সবকিছু বলে দেওয়া উচিত।
✠ ০১ ✠
অপেক্ষায় আমি একা বসে থাকি,
তুমি বলেছিলে আসবে আমার জীবনে।
অপেক্ষা তো আর শেষ হয় না,
শুধু শুধু তুমি আমায় কষ্ট দিলে।
অপেক্ষা করতে কেন আমায় বললে,
তুমি আসবেনা বলে দিলেই হত।
হয়তো এর থেকে বেশি কষ্ট পেতাম,
তবুও তোমাকে ভোলার চেষ্টা করতাম আরো।
কি এমন তুমি আনন্দ পেয়েছ,
আমার এতটা সময় নষ্ট করে।
সময়ের কি কোন মূল্য ছিল না,
তুমি যতদিন ছিলে আমার জীবনে।
✠ ০২ ✠
এ জীবনটা নষ্ট করার অধিকার,
কারো কোন সময় থাকে না।
জীবন নিয়ে যারা খেলা করে,
এরকম অমানুষ পৃথিবীতে পাওয়া যায় না।
মনটা ভেঙে যারা আনন্দ পায়,
তারা কখনো জীবনে প্রকৃত সুখ পায় না।
একদিন তাদের শাস্তি পেতে হবে,
সেদিন তাদের কেউ বাঁচাতে আসবেনা।
এ জীবনে পাপের শাস্তি,
সবাইকে পেতে হবে একদিন না একদিন।
মানুষের চোখকে ফাঁকি দিলেও,
ভগবানকে ফাঁকি দিতে পারবে না কোনদিন।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
৯০ দশকের ভালোবাসা আর বর্তমানে ভালোবাসার ভিতরে অনেক তফাৎ। তখনকার মানুষের মধ্যে ভালোবাসা ছিল একটা বন্ধন। যে বন্ধনটা কখনোই ছেড়ে যাবার মতন না। ভালোবাসার মানুষগুলোকে ভালোবেসে পাশে রাখার চেষ্টা করতে। কিন্তু বর্তমান সময়ে তার পুরোটাই উল্টো। যা হোক আপনি আজকে খুবই চমৎকার অনু কবিতা লিখেছেন। আপনার লেখা অনেক কবিতা গুলো পড়ে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর অনু কবিতা গুলো লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ভালো লাগলো দাদা আপনি দেখতে দেখতে ৮৫-তম অনু কবিতা লিখে শেয়ার করলেন। এটি অত্যন্ত ভালো লাগার একটি বিষয়। আমিও চেষ্টা করি অনু কবিতা লিখতে। তবে আপনি অনু কবিতার যে অনুভূতি গুলো লিখলেন অনেক ভালো লাগলো। পৃথিবীতে অনেক মানুষ আছেন মানুষের মন নিয়ে খেলা করে। যারা এই পবিত্র মন নিয়ে খেলা করে মানুষকে ঠকানোর চেষ্টা করেন অবশ্যই একদিন তাদেরও সৃষ্টিকর্তা ঠকিয়ে তারপর ছেড়ে দেন। প্রতিটি অনু কবিতা ভালো লেগেছে পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। আপনার কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগলো। সত্যিই অসাধারণ কিছু কবিতা শেয়ার করেছেন। কবিতার ভাষাগুলো ছিল খুবই সুন্দর এবং ছন্দে মিলা রয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কবিতাগুলো আমার বরাবরই ভালো লাগে বেশ দারুন ভাবে কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেন।আজকের অনু কবিতা দুটি আমার অনেক ভালো লাগলো। অপেক্ষার প্রহর
অনেক কষ্টদায়ক।আগেরকার দিনের ভালোবাসা অনেক পবিত্র ছিল। একজন
আরেকজনকে বোঝার মত মন ছিল। কিন্তু
এখনকার সময় তা সম্পূর্ণ উল্টো। ধন্যবাদ দাদা আপনাকে সুন্দর অনু কবিতা গুলো আমাদের
মাঝে উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit