কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম । আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
এই পৃথিবীতে যার যত বেশি টাকা আছে সে তত বেশি সম্মান পেয়ে থাকে আমাদের এই সমাজ থেকে। এছাড়াও শিক্ষাকে তুলনা করা হয় এই অর্থের সাথে। অর্থাৎ শিক্ষিত না হয়েও যদি আপনার অনেক বেশি টাকা থাকে তাহলে আপনি একজন শিক্ষিত লোক। শুধুমাত্র শিক্ষিত নয়, আপনি একজন সুশিক্ষিত হতে পারবেন যদি আপনার কাছে প্রচুর টাকা থাকে। আসলে বর্তমান সময়ের শিক্ষাকে অতটা প্রাধান্য দেওয়া হয় না। প্রাধান্য দেয়া হয় টাকার উপরে ভিত্তি করে। তাইতো শুধুমাত্র টাকা দেখালেই মানুষ বুঝে যায় যে লোকটি অনেক বড় শিক্ষিত। আর একজন প্রকৃতি শিক্ষিত লোকের কাছে যদি প্রয়োজনের অতিরিক্ত টাকা না থাকে অর্থাৎ সে যদি ধনী না হয় তাহলে সে একজন মূর্খ ব্যক্তি।
আপনি একটা জিনিস খেয়াল করে দেখেছেন। সমাজের যেসব ধনী বিত্তশালী লোক রয়েছে তাদের মধ্যে প্রায় ৯০ ভাগ লোক কিন্তু মূর্খ ব্যক্তি। এই মূর্খ ব্যক্তিরা সমাজের সর্বশিখরে অবস্থান করে রয়েছেন। এছাড়াও দেশের শাসনকার্য নাকি তাদের উপরে নির্ভর করে। আসলে শিক্ষা মানুষের চারিত্রিক জ্ঞান এবং বিভিন্ন বিষয় সম্পর্কে মূল্যবোধ সৃষ্টি করতে সাহায্য করে। কিন্তু একজন মূর্খ ব্যক্তি অর্থাৎ যে কখনো শিক্ষা গ্রহণ করেনি তাহলে সে কি করে সমাজের বড় বড় ডিসিশন দিতে পারে সেটা একটা ভাবনার বিষয়। আসলে সমাজও তাদের সব সময় মান্য করে এবং তাদের দেওয়া কোন কথা তারা মুখ বুঝে সহ্য করে নেয়। কারণ অর্থই নাকি সকল সুখের মূল।
আসলে মানুষ সব সময় এই অর্থের পিছনে ছুটে বেড়ায়। কারণ অর্থ ছাড়া এই দুনিয়াতে নিজেদের কোন মূল্য নেই। জীবনের প্রতিটি ক্ষেত্রে এই অর্থের ব্যবহার রয়েছে। এমন কোন দিক নেই যেখানে অর্থ ছাড়া আপনি সম্মান পেতে পারেন। ধরুন আপনার কাছে প্রচুর টাকা আছে কিন্তু আপনি যদি একটা ছেঁড়া জামা অথবা ছেঁড়া প্যান্ট পড়ে ভালো কোন জায়গায় প্রবেশ করতে যান তাহলে আপনাকে তারা কখনো এসেই ভালো জায়গাতে প্রবেশ করতে দেবে না। কিন্তু আপনার কাছে অর্থ না থেকেও যদি আপনার কাছে ভালো ধরনের কোন পোশাক থাকে তাহলে আপনি যেকোন ভালো জায়গাতে নিঃসন্দেহে প্রবেশ করতে পারেন। আসলে মানুষের চারিত্রিক গঠন এবং পোশাক পরিচ্ছদ দেখে নির্ণয় করা হয় লোকটি গরিব নাকি ধনী।
✠ টাকার ক্ষমতা ✠
এই পৃথিবীতে টাকা ছাড়া,
কাউকে যায় না আর দেখা।
টাকা না থাকলে তোমার কাছে,
তুমি থাকবে বড়ই একা।
তোমাকে কেউ সম্মান করবে না,
সবাই দেবে তোমায় ব্যথা।
তোমার কথায় পাত্তা দেবে না,
তুমি হবে সব থেকে বোকা।
সমাজের সব ধনী লোকেদের,
দেখলেই সম্মান করে সবাই।
কারণ তাদের প্রচুর টাকা আছে,
বিজ্ঞবান হলো সমাজে তারাই।
টাকার জন্য মূর্খ মানুষেরা,
সমাজের চোখে তারা সুশিক্ষিত।
ভুল কাজকর্মে সমাজ তাদের,
হয় না কখনো বিপক্ষ।
টাকার অনেক ক্ষমতা রে ভাই,
এই সমাজে প্রতিনিয়ত আমরা দেখি।
টাকার অভাবে জ্ঞানী ব্যক্তিও,
মূর্খ হয়ে বেঁচে থাকে।
অন্যায় পথ অবলম্বন করে যারা,
রাতারাতি ধনীতে পরিণত হয়।
তারাই নাকি দেশ চালায়,
দেশের প্রধান ব্যক্তি তারাই হয়।
কি আজব এই দুনিয়া রে ভাই,
টাকার কত বড় ক্ষমতা।
টাকার জন্য জীবিত মানুষকেও,
মৃত করে সাজানো যায়।
দিন রাত আমরা টাকার পিছনে,
সব সময় ছুটে চলে বেড়াচ্ছি।
অনেক টাকার মালিক হয়েও,
আমরা জীবনে শান্তি না পাচ্ছি।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের এই সমাজে শিক্ষিত মানুষের থেকেও ধনীদের সম্মানটা বেশি। সমাজের বাস্তব কিছু কথা তুলে ধরেছেন। কবিতার লাইন গুলোও বাস্তবমুখী। আসলেই এই কাগজের অনেক দাম আমাদের সমাজে। বেশ ভালো লেগেছে আপনার লেখা কবিতাটি। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম বাস্তব একটা পরিস্থিতি নিয়ে আপনি কবিতা লিখেছেন, এমনটাই হচ্ছে পুরো দুনিয়াটাই এখন এই সূত্রেই চলে। খুব সুন্দর হয়েছে এবং কবিতার বিষয়বস্তুটা দুর্দান্ত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম সত্যি বলেছেন ভাই। টাকা ছাড়া সবই ফাঁকা। দুনিয়াটা টাকার খেলা। যার যত বেশি টাকা আছে তার তত বেশি মান সম্মান রয়েছে, সম্মান শ্রদ্ধা করার লোক রয়েছে। যার টাকা নেই তার কোনই মূল্য নেই এই দুনিয়াতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক বাস্তবিক একটি কবিতা লিখেছেন দাদা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। সত্যি বলেছেন সমাজে সম্মান পায় যাদের টাকা আর ক্ষমতা আছে তারাই। অসংখ্য ধন্যবাদ দাদা সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কথাটা ঠিক ভাই টাকার জন্য মূর্খ মানুষেরাও সুশিক্ষিত হয়ে যায়। তাদের কে সবাই সম্মান করে। অথচ যার কাছে টাকা নেই তার কোন বন্ধু বা সুভাকাঙ্খিও পাওয়া যায় না। জীবনে টাকা দরকার আছে তবে সেটা যদি একটা মাএা অতিবাহিত করে যায় তখন মানুষের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হতে থাকে যেটা মোটেই কাম্য না। দারুণ লিখেছেন কবিতা টা দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit