কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা আর একটি অনু-কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
আসলে আমরা বর্তমান সময়ে এই পৃথিবীতে এসে দেখতে পাচ্ছি সবকিছু কেমন পাল্টে গেছে। আসলে আগেরকার সময়টা বর্তমান সময়ের মতো কখনো ছিল না। কেননা আগেরকার সময় সবাই মিলেমিশে একইসঙ্গে বসবাস করত এবং একে অন্যের সাহায্যে সবসময় এগিয়ে আসতো। কিন্তু হঠাৎ বর্তমান সময়ে এসে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ কিভাবে বদলে গেছে। শুধুমাত্র তারা এখন নিজেদের স্বার্থ নিয়ে সবসময় চলাফেরা করে। যেখানে মানুষের স্বার্থ আছে সেখানে মানুষজন ঘোরাফেরা করে। আর যেখানে স্বার্থ নেই সেখানে মানুষ কখনো ঘোরাফেরা করে না এবং তাদের কখনো কোনো রকম সাহায্য করে না। কিন্তু এইভাবে যদি মানুষ বর্তমান সময়ে চলতে থাকে তাহলে কেউ কাউকে আর কখনো ভালবাসবে না এবং সবাই সবাইকে সবসময় এড়িয়ে চলতে চেষ্টা করবে।
আসলে তেলা মাথায় তেল দিতে সবাই পারে। কিন্তু যারা গরীব অসহায় লোক রয়েছে তাদেরকে কিন্তু কেউ কখনো সাহায্য করতে এগিয়ে আসে না। বরং কেউ যদি সুযোগ পায় তাহলে তারা সেসব গরিব লোকেদের উপর অত্যাচার করে। আসলে এখন সমাজে বিশৃঙ্খলা তার সৃষ্টি হচ্ছে। কেননা কেউ সমাজের কোনো ধরনের আচরণ মেনে চলে না। সবাই নিজের নিজের মতো করে চলার চেষ্টা করে। এছাড়াও তারা কখনো কারো সাহায্যের জন্য এগিয়ে আসে না। আসলে মানুষ এখন অনেকটা একাকী থাকতে অনেক বেশি পছন্দ করে। আসলে তাদের চিন্তা হয় না যে তাদের কোন বিপদের সময় সর্বপ্রথম কিন্তু তার প্রতিবেশীরা এগিয়ে আসবে এবং তাকে সেই বিপদ থেকে উদ্ধার করবে। শুধুমাত্র এখন নিজেদের প্রয়োজন মিটে গেলে কেউ আর কারো কাছে যেতে চায় না।
আসলে এভাবে যদি সবাই সবার মতো করে চলা চেষ্টা করে তাহলে সমাজ নামক কোন জিনিস থাকবে না। পৃথিবীটা আস্তে আস্তে ধ্বংসের দিকে এগিয়ে যাবে। কেননা পৃথিবীতে ভালোবাসা হলো এমন এক বন্ধন যা সব মানুষকে এক জায়গায় আবদ্ধ করে রাখে। আর সেই ভালোবাসা যদি পৃথিবীতে না থাকে তাহলে মানুষের কি দরকার। তাইতো আমাদের মন-মানসিকতাকে অবশ্যই পরিবর্তন করে আগের মত মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে এবং মানুষকে ভালবাসতে হবে। আর আমরা যদি মানুষকে ভালোবেসে মানুষের পাশে দাঁড়াতে পারি তাহলে অন্যজন আমাদেরকে আমাদের বিপদের সময় আমাদের পাশে এসে দাঁড়াবে এবং আমাদের সেই বিপদ থেকে উদ্ধার করবে। আর এইভাবে আমরা সবাই মিলেমিশে একসাথে একই জায়গায় বসবাস করতে পারবো।
✠ ০১ ✠
কি এক আজব দুনিয়ায়,
এসে পড়লাম আমরা সবাই।
কেউ কাউকে ভালোবাসে না,
সবাই সবার মত থাকতে চাই।
মানুষ এখন বড়ই স্বার্থপর,
সবাই সবার স্বার্থ শুধুই বোঝে।
দুর্বল লোককে দূরে ঠেলে দেয়,
ধনী লোকের সবাই পা চাটে।
এমন পৃথিবী ছিল না আগে,
ভালোবাসা ছিল সব জায়গাতে।
মানুষ মানুষকে ভালবাসতো,
সাহায্য করতে সবার আগে।
✠ ০২ ✠
মানুষকে যারা তুচ্ছ মনে করে,
দুর্বল ভেবে যারা কষ্ট দেয়।
একদিন তারা পাপের শাস্তি পাবে,
ভালোবাসা কোথাও পাবে না হেথায়।
মানুষ হয়ে যারা অমানুষের মতো,
সব সময় মানুষের সাথে আচরণ করে।
কষ্ট লাগে তাদের এমন খারাপ আচরনে,
ভাবতে অবাক আমাদের সবারই লাগে।
তবুও ভাবি মানুষের পরিবর্তন হবে,
পুনরায় তারা সবাইকে ভালোবাসবে।
সবাইকে নিয়ে একসাথে মিলে মিশে,
নতুন এক পৃথিবী আবারও সাজাবে।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে দাদা এভাবেই তো চলছে দুনিয়া ও বিশ্ব রাষ্ট্র ব্যবস্থা,তা না হলে কি এত অধঃপতন হতো দুনিয়ার।যাইহোক খুব চমৎকার দুটো অনু কবিতা লিখেছেন দাদা। খুব ভালো লাগলো অনু কবিতা গুলো পড়ে। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit