কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা আর একটি অনু-কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
এই পৃথিবীতে মানুষের অসম্ভব বলে কিছুই নেই। যদি মানুষের মনোবল দৃঢ় থাকে তাহলে সেই মানুষের দ্বারা পৃথিবীর সকল কঠিন কাজকে সহজ করে তুলে নেওয়া যায়। আসলে মানুষ যদি পৃথিবীতে ভীতু হয় তাহলে মানুষের দ্বারা কোনো কাজই কখনোই সম্ভব হবে না। আসলে ভীতু মানুষ হলো পৃথিবীর জন্য একটা বোঝা। কারণ তাদের দ্বারা ভাল কাজ না হলেও তাদের দ্বারা খারাপ কাজ গুলো বেশি সম্পন্ন হয়। আসলে খারাপ কাজগুলো সহজ হলেও এই খারাপ কর্মের ফল কিন্তু সব থেকে বেশি খারাপ। কারণ ভালো মানুষের দ্বারা কখনোই খারাপ কর্ম সম্পন্ন হয় না। তারা সবসময় চেষ্টা করে তাদের দ্বারা যেন সবসময় ভালো কাজ হয়। আর আমরা সবাই জানি যে ভালো কাজ সবসময় একটু বেশি কঠিন হয়।
আসলে এই পৃথিবীতে প্রায় মানুষই সহজ ধরনের কাজ সব সময় খুঁজে বেড়ায়। আসলে সহজ ধরনের কাজ এই পৃথিবীতে খুবই কম থাকে। আর সহজ কাজের ফল কিন্তু ততটা ভালো হয় না যতটা কঠিন কাজের ফল ভালো হয়। কারণ সহজ কাজ সবার দ্বারা সম্পন্ন হলে কিন্তু আপনি সবার সাথে একসময় মিশে যাবেন। কিন্তু আপনার দ্বারা যদি কোন কঠিন কাজ সম্পন্ন হয় তাহলে আপনি মানুষের ভিতরে স্পেশাল মানুষ হয়ে উঠবেন। কারণ যারা মানুষের দেখানো পথে হেঁটে বেড়ায় তাদের কেউ মনে রাখেনা। আর আপনি যদি নিজের তৈরি রাস্তা করে সেই পথে হাঁটেন এবং সবাই যদি সেই পথ অনুসরণ করে তাহলে কিন্তু আপনার নাম সারা জীবন সবাই মনে রাখবে।
আসলে ভালো খারাপ নিয়ে আমাদের এই জগৎ সংসার। সংসারে সবাই সব সময় সুখে শান্তিতে বসবাস করতে চায়। কিন্তু অলস ব্যক্তিরা কখনোই সুখে শান্তিতে দিন যাপন করতে পারেনা। আর পরিশ্রমী ব্যক্তিরা কিন্তু এসব কঠিন পরিশ্রম করে তাদের জীবনকে অনেক সুন্দর এবং সুসজ্জিত করে তোলে। আর তারা এই জীবনেও উন্নতি লাভ করতে পারে সব সময়। আসলে জীবনে উন্নতি লাভ করার জন্য শুধুমাত্র কঠোর পরিশ্রম করলে কিন্তু হবে না। আপনাকে একদিকে যেমন কঠোর পরিশ্রম করতে হবে এবং অন্যদিকে বুদ্ধি দিয়েও কাজ করতে হবে। কারণ বুদ্ধিমান লোকেরা কিন্তু কঠিন কাজকে অনেক বেশি সহজ করে তোলার সক্ষমতা রাখে।
✠ ০১ ✠
ব্যস্ততার এই জীবন যাত্রায়,
কত মানুষ যে যায় হারিয়ে।
কত নতুন মানুষ এলো জীবনে,
কত মানুষ গেল হারিয়ে ভুবনে।
জীবনযাত্রার মাঝে আমরা,
কখনো পাইনা একটু বিশ্রাম।
এই স্রোতে যদি যাই হারিয়ে,
থাকবো না এই ভুবনে আমাদের নাম।
নাম না জানা বহু মানুষ,
বিভিন্ন সংগ্রামে সব সময় লেগে থাকে।
কখন যে কোথায় হারিয়ে যাই,
পাবেনাকো কেউ খুঁজে আমায়।
✠ ০২ ✠
সবাই একদিন যাব চলে,
থাকবো শুধুমাত্র আমাদের এই কাজ।
ভালো কাজের কর্মফল মিষ্টি,
সবাই করবে তোমার কাজের নাম।
কাজকে যারা এই পৃথিবীতে ভয় করে,
তাদের দ্বারা কাজ হয় না।
মনোবল যদি থাকে অটুট,
কোন বাঁধাই তোমার আটকাতে পারবেনা।
মানুষের দ্বারা সবই সম্ভব,
কোন কিছুই মানুষের অসম্ভব নয়।
এই প্রতিজ্ঞা নিয়ে সবাইকে,
সকল বাঁধাকে করতে হবে জয়।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পৃথিবীতে বেঁচে থাকতে হলে ভালো খারাপ কে নিয়ে বাঁচতে হবে । আর এটা আমাদের সবারই মানিয়ে নেওয়া উচিত। আপনার কবিতা দুটি পড়ে ভীষণ ভালো লাগলো ভাইয়া। এত সুন্দর সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতা মানেই মনের অভিব্যক্তি প্রকাশ। যে প্রকাশে জীবনের কথা বলে,সমাজের কথা বলে।আপনি আজ দুটি অনুকবিতা আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া।খুব ভালো লেগেছে। বিশেষ করে দুই নম্বর কবিতাটি পড়ে উদ্দীপনা পেলাম। কর্মই মানুষকে মহান করে তা দারুণ ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে, আমাদের সাথে অনুকবিতা শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি তো দেখতেছি খুব সুন্দর দুইটি অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতাগুলো পড়ে অনেক ভালো লাগলো। আসলে ভাইয়া মানুষ সুখে থাকার জন্য সব সময় চেষ্টা করে। আর পরিশ্রম করলে সুখে থাকা যায় না। সুখে থাকতে হলে মেধা ও থাকতে হবে। তবে আপনার অনু কবিতাগুলো পড়তে আমার কাছে অসম্ভব ভালো লাগে। যাইহোক অসাধারণ দুইটি অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit