কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ টাকার মূল্য সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
বর্তমান সময়ে টাকার মূল্য অনেক বেশি। আসলে আমরা সবাই জানতাম যে মানুষের জীবনের মূল্য অনেক বেশি। কিন্তু বর্তমান সময়ে মানুষের জীবনের সামান্যটুকু মূল্য নেই। মূল্য আছে শুধুমাত্র টাকার। কারণ টাকার জন্য মানুষ মানুষকে খুন করে। আবার এই টাকার জন্যই নিজের ভাই নিজের দাদাদের সঙ্গে যুদ্ধ করে। আসলে পূর্বে কখনো টাকার জন্য কেউ কাউকে খুন করত না। এছাড়াও কোন ঝগড়া-বিবাদ ছিল না। কিন্তু যত দিন যাচ্ছে তত মানুষ টাকার দিকে ঝুঁকে পড়ছে। আর এই টাকার দিকে ঝুকে পড়াতে মানুষ মানুষকে সামান্যটুকু মূল্য দেয় না। এছাড়াও আমরা শুনেছি যে পূর্বে নাকি মানুষে মানুষে বন্ধুত্বমূলক আচরণ করতে সবসময়। কিন্তু সময়ের এই স্রোত ধারায় মানুষের সেই বন্ধুত্ববোধটা দিন দিন হারিয়ে যাচ্ছে।
এখনকার সময়ে ছোট ছোট ছেলে মেয়েরাও কিন্তু টাকার উপরে ভিত্তি করে বন্ধুত্ব তৈরি করে। আসলে আমাদের জীবনেও যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু ক্লাসের মধ্যে যার একটু টাকা বেশি ছিল অর্থাৎ যার হাতে দামি দামি মোবাইল, দামি ঘড়ি ছিল তার সাথেই আমরা বেশি সহানুভূতি দেখাতে চেষ্টা করতাম। অর্থাৎ তাকে বন্ধু করার জন্য সবার ভিতর একটা প্রতিযোগিতা চলতো। কিন্তু ক্লাসের যে ছিল কৃতি ছাত্র তাকে কিন্তু কেউ অতটা মূল্য দিত না যতটা সেই ধনী পরিবারের সন্তানকে দেয়া হতো। আসলে এটা কিন্তু আমাদের দোষ নয়। কারণ তখনকার সময় আমাদের হাতে তখন ছিল না দামি ঘড়ি, ছিল না কোন দামি ফোন।
কিন্তু যদিও আমাদের সময়ে আমরা সাধারণ পরিবারের সন্তানদের সাথে বন্ধুত্বের সৃষ্টি করতাম। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় যে প্রত্যেক সন্তানের হাতে মা বাবা দামি দামি মোবাইল ফোন তুলে দিয়েছেন। আর এসব ধনী পরিবারের সন্তানদের সাধারণ কোন স্কুলে পড়ানো হয় না অর্থাৎ ভর্তি করা হয় না। তাদের জন্য যেসব স্কুল রয়েছে সেইসব স্কুলে ভর্তি হওয়ার মত অর্থ সাধারণ পরিবারের লোকেদের কাছে সম্ভব হয়ে ওঠেনা। আর তাই ধনী স্কুলে ধনী লোকের ছেলেমেয়েরা পড়াশুনা করে শুধুমাত্র। আর সেখানেও কিন্তু প্রতিযোগিতা চলে। অর্থাৎ ক্লাসের ভিতর কার বাবার কতটা সম্পত্তি এবং কে কত দামী ফোন নিয়ে স্কুলে আসবে তার ওপর ভিত্তি করেও বন্ধুত্বের সৃষ্টি হয়। কি আশ্চর্য একটা বিষয় তাই না।
আমার মনে হয় যে এই বন্ধুত্ব কখনো টাকার উপরে ভিত্তি করে তৈরি করা উচিত নয়। কারণ টাকা আজ আছে কিন্তু কাল নাও থাকতে পারে। আর একটা সঠিক বন্ধু আমাদের সারা জীবন থেকে যায়। আসলে আমার কাছে মনে হয় যে টাকাওয়ালা বন্ধুর থেকে একটা গরিব বন্ধু অনেক বেশি প্রয়োজন আমাদের জীবনে। কারণ এই গরিব বন্ধুটির কোন উচ্চ আকাঙ্ক্ষা বা উচ্চ আশা থাকেনা কখনো। তারা চায় যে তাদের সাথে একটু ভালোভাবে কথা বলুক এবং তাদেরকে একটু ভালোবাসা হোক। কিন্তু এর বাইরে তারা আপনার অর্থ আপনার সম্পত্তি কিছুই চায় না তারা। আসলে পয়সাওয়ালা বন্ধুর থেকে জীবনে এইসব বন্ধুর প্রয়োজন অনেকটা বেশি। কারণ আপনার বিপদের সময়ে পয়সা ওয়ালা বন্ধুটি না আসলেও আপনার সেই গরিব বন্ধুটি আপনার সাহায্যে অবশ্যই এগিয়ে আসবে।
এছাড়াও বর্তমান সময়ে সমাজে পয়সা ওয়ালা লোকেদের মূল্যায়ন করে সব লোকেরা। যার কাছে যত বেশি টাকা আছে তাকে সমাজের তত উঁচু স্তরে স্থান দেওয়া হয়। আসলে একজন বিদ্বান লোককে ততটা সম্মান দেওয়া হয় না যতটা একটা মূর্খ পয়সাওয়ালা ব্যক্তিকে দেওয়া হয়। আসলে সন্তান কিন্তু যেমন স্কুল কলেজ থেকে বিভিন্ন ধরনের শিক্ষা পেয়ে থাকে তেমনি তাদের পিতা-মাতার কাছ থেকে কিন্তু সর্বপ্রথম তারা বিভিন্ন ধরনের আচার-আচরণের শিক্ষা পেয়ে থাকে। যদি বাবা মা পয়সাওয়ালা লোকেদের সম্মান করে এবং গরিব লোকেদের ঘৃণা করে তাহলে তাদের সন্তানেরাও তাদের মা-বাবার দেখাদেখি সেইসব শিখবে।
তাইতো সবার আগে প্রথমে মা-বাবাকে সকল ভুল শুধরে নিতে হবে।কারণ মা-বাবা যে ভুলগুলো করবে সন্তানগুলো সেই ভুলগুলো দেখে শিখবে এবং তাদের ভবিষ্যৎ জীবনে সেই ভুলগুলোই করবে। আসলে পাঠ্যপুস্তকে আমরা এর আগে অনেকবার দেখেছি যে গরিব ঘরের ছাত্রদেরকে তেমন কোন মূল্যায়ন দেওয়া হয় না বিদ্যালয়ে। তবুও তারা সঠিক মূল্যায়ন না পেয়ে তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনে বড় হয়ে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ায়। আসলে আমাদের সবাইকেই টাকার উপরে ভিত্তি করে বিচার করা অবশ্যই বন্ধ করতে হবে। আসলে পৃথিবীতে মূর্খরাই শুধুমাত্র টাকার উপরে ভিত্তি করে বন্ধুত্বের সৃষ্টি করে এবং অন্যকে সাহায্য করে। কিন্তু যদি একজন ভালো মনের মানুষকে আপনি কোন একবার সাহায্য করেন তাহলে আপনার সাহায্যের কথা সেই ভালো মানুষটি সারাজীবন মনে রাখবে এবং যেকোনো সময়ে আপনার বিপদে আপদে সেই মানুষটি আপনার পাশে এসে দাঁড়াবে।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শিক্ষামূলক পোস্ট গুলো সত্যি ভীষণ ভালো লাগে। আপনার লেখা গুলো সব সময়ই ভীষণ ভালো লাগে। এধরনের লেখা থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জীবনের মূল্য টাকার থেকেও অনেক বেশি ৷ তবে বর্তমানে জীবনের কোনো মূল্য নেই টাকা কাছে ৷ এখন টাকা দিয়েই সব হয় ৷ বন্ধুত্ব বলুন আর অন্য কোনো সম্পর্ক কিংবা সুখ শান্তি যাই বুলন না কেনো টাকা ই সব ৷ টাকা কাছে জীবনের কোনো মূল্য নেই ৷ টাকা কদর আজ অনেক বেশি ৷ আপনি খুবই সুন্দর এবং বাস্তবিক কিছু কথা শেয়ার করেছেন ৷ ভীষণ ভালো লাগলো পোস্টটি পড়ে ধন্যবাদ শেয়ার করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কখনোই না, জীবনের থেকে টাকার মূল্য বেশি না। কিন্তু জীবনে বেঁচে থাকার জন্য টাকার মূল্য বেশি। পৃথিবীর বুকে যার টাকা আছে তার সবকিছু আছে। হোক না সেগুলো ক্ষণিকের জন্য। তবে আপনি খুব বাস্তবতা নিয়ে রেখেছেন। পড়ে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এখনকার সময় আমাদের জীবনের মূল্য যতটুকু তার থেকেও আমরা টাকাকে একটু বেশি গুরুত্ব দিয়ে থাকি৷ কারণ মানুষের জীবনে এখন টাকা ছাড়া কোন কিছুই সঙ্গী হতে পারেনা৷ মানুষ বাস্তবতায় যখন প্রবেশ করে তখন টাকার প্রয়োজনীয়তা বুঝতে পারে এবং সে টাকা দিয়ে কোনকিছুই অসম্ভব থাকে না৷ টাকা দিয়ে সবকিছুই করা যায়৷ বন্ধুত্ব কিংবা ভালোবাসা সব কিছুই টাকার সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছে৷ খুব সুন্দর একটি পোস্ট লিখেছেন আপনি৷ অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit