এলোমেলো কিছু ফটোগ্রফি। ফটোগ্রাফি পর্ব -০৭

in hive-129948 •  2 years ago 

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আমার তোলা এলোমেলো কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করবো। আশাকরি আপনাদের ভালো লাগবে।



আপনারা সবাই জানেন যে , আমার ফটোগ্রাফি করতে খুব ভালো লাগে। যখন প্রথম প্রথম ক্যামেরা কিনলাম তখন থেকেই আমি কখনো একা একা আবার কখনো দাদাদের সাথে বিভিন্ন জায়গায় বেরিয়ে যেতাম ছবি তোলার জন্য বেরিয়ে যেতাম। এর জন্য অবশ্য মায়ের কাছে অনেক মার খেয়েছি।

আসলে আমার এক বড়ো দাদার কাছথেকে আমার এই ক্যামেরার হাতে খড়ি। দাদা আমাকে শিখিয়ে দিতো কিভাবে ফটো তুলতে হয়।


আসলে আমরা সামনে যা দেখি তা আমাদের কাছে খুবই সাধারণ মনে হয়। কিন্তু এই ক্যামেরার চোখে তা অন্যরকম এক দৃশ্যের সৃষ্টি করে।


ক্যামেরার মাধ্যমে ছবি তোলা এক ধরণের ক্রিয়েটিভিটি। কোনো সাধারণ দৃশ্যকে ক্যামেরার মাধ্যমে ছবি তুলে ওই দৃষ্টিকে অসাধারণ করাই হলো প্রফেশনাল ফটোগ্রাফারের কাজ। আসলে ছবি তোলাকে খুবই সাধারণ কাজ বললে তাহলে আপনাদের ভুল হবে।


ফটোগ্রাফি করা যতটা সহজ মনে হয় ততটা সহজ কিন্তু নয়। একটা ক্যামেরাকে হ্যান্ডেল করা খুব একটা সহজ ব্যাপার নয়। কারণ এক এক পরিবেশে এর সেটিং এক এক ধরণের। আপনাকে অবশ্যই বাইরের আলো সম্পর্কে জ্ঞান রাখতে হবে।


একজন রাঁধুনি যেমন তার রান্নায় বিভিন্ন মসলা দিয়ে রান্নাটাকে সুস্বাদু করে , তেমনি একজন প্রফেশনাল ফটোগ্রাফার তার ক্যামেরার বিভিন্ন সেটিংস পরিবর্তন করে তার তোলা ছবিটিকে সুন্দর করে তোলে। আসলে মোবাইল ফটোগ্রাফি আর প্রফেশনাল ক্যামেরার মধ্যে যথেষ্ট পার্থক্য আছে।


DSC_0461_edited.jpg

সূর্যাস্ত।

ক্যামেরা পরিচিতি : NIKON
ক্যামেরা মডেল : NIKON D5200
ক্যামেরা17/02/2016



DSC_0489_edited.jpg

রক্তে রাঙা মাটি।

ক্যামেরা পরিচিতি : NIKON
ক্যামেরা মডেল : NIKON D5200
ক্যামেরা লেংথ : 210 mm
তারিখ : 17/02/2016



DSC_0491_edited.jpg

মাছ ধরতে যাওয়ার জন্য বাবা এবং ছেলে প্রস্তুতি নিচ্ছে।

ক্যামেরা পরিচিতি : NIKON
ক্যামেরা মডেল : NIKON D5200
ক্যামেরা লেংথ : 210 mm
তারিখ : 28/06/2016



DSC_0493_edited.jpg

স্নান শেষে গা শুকানোর পালা।

ক্যামেরা পরিচিতি : NIKON
ক্যামেরা মডেল : NIKON D5200
ক্যামেরা লেংথ : 210 mm
তারিখ : 28/06/2016



DSC_0495_edited.jpg

খাবারের সন্ধানে।

ক্যামেরা পরিচিতি : NIKON
ক্যামেরা মডেল : NIKON D5200
ক্যামেরা লেংথ : 210 mm
তারিখ : 28/06/2016



DSC_0498_edited.jpg

কি আমার ছবি তোলা হচ্ছে ?

ক্যামেরা পরিচিতি : NIKON
ক্যামেরা মডেল : NIKON D5200
ক্যামেরা লেংথ : 210 mm
তারিখ : 28/06/2016



DSC_0508_edited.jpg

এই গরমে একটু জলে নেমে ঠান্ডা হয়ে নি।

ক্যামেরা পরিচিতি : NIKON
ক্যামেরা মডেল : NIKON D5200
ক্যামেরা লেংথ : 210 mm
তারিখ : 28/06/2016



ধন্যবাদ সবাইকে।


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

চমৎকার কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করে ফটোগ্রাফি গুলোর মধ্যে থেকে আমার কাছে বাবা ছেলের মাছ ধরার প্রস্তুতির ফটোগ্রাফিটি এবং কুকুরের গোসল করার ফটোগ্রাফিটি খুবই ভালো লেগেছে।

ধন্যবাদ দাদা।

একদম ঠিক বলেছেন ভাই, আমরা সামনে যা দেখি তা আমাদের কাছে খুবই সাধারণ মনে হয়, কিন্তু ক্যামেরার চোখে অন্য রকমের দৃশ্যের সৃষ্টি করে। আর তাইতো আপনার এলোমেলো কিছু ফটোগ্রাফি অসাধারণ মনে হচ্ছে। দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম। শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

ধন্যবাদ দাদা।

ভাইয়া আপনি আপনার এক বড় দাদার কাছে ফটোগ্রাফি করা শিখেছেন জেনে ভালো লাগলো। আসলে আপনার ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যায় একেবারে প্রফেশনাল ফটোগ্রাফারের মত। সত্যি ভাইয়া আপনার ফটোগ্রাফির দক্ষতা যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই। দারুন হয়েছে আজকের ফটোগ্রাফি।

ধন্যবাদ আপু।

দাদা আপনার ফটোগ্রাফির প্রশংসা শুনেছিলাম। কিন্তু আপনার ফটোগ্রাফি আমি দেখিনি মনে হয়। আজকের প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে আসলে মুগ্ধ হলাম। এক কথায় দুর্দান্ত কিছু ছবি উপহার দিলেন। খুব ভালো লাগলো।

ধন্যবাদ দাদা।