অনু-কবিতা :- ৫৪

in hive-129948 •  last year 

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা আর একটি অনু-কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স


আসলে সবাই বলে সুখ নাকি কপালের জোরে মেলে। কথাটা কি আসলেই সত্যি? আমার তো মনে হয় সুখ কখনোই কপালের জোরে মেলে না। সুখ পেতে হলে মানুষকে অবশ্যই পরিশ্রম করতে হবে। আসলে পরিশ্রম ছাড়া এই পৃথিবীতে কেউ কখনোই সুখী হতে পারেনা। ধরুন আপনি জন্মের পরে প্রচুর অর্থ সম্পত্তির মালিকের ঘরে রয়েছেন। অর্থাৎ আপনার মা বাবা প্রচুর টাকার মালিক। কিন্তু আপনি যদি জীবনে পরিশ্রম না করেন তাহলে এই সুখ একদিন দুঃখে পরিণত হবে। অর্থাৎ অলস ব্যক্তি কখনোই জীবনে সুখী হতে পারেনা। কথাটা কিন্তু শতভাগ সত্য।


আসলে বহু গরিব পরিবারে সন্তান জন্মগ্রহণ করেও তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা তাদের নিজেদের অবস্থান পরিবর্তন করতে পারে। আর যদি আপনি ধনী হয়েও পরিশ্রম না করে অলসের মতো ঘরে বসে থাকেন তাহলে আপনার একদিন এই সমস্ত সুখ মাটিতে মিশে যাবে এবং আপনার জীবনটা হয়ে উঠবে দুঃখের সাগর। আসলে পূর্বে মনীষীরা রয়েছেন অনেকেই যারা জীবনে কঠোর পরিশ্রম করে সাফল্যের মুখ দেখেছেন এবং বাকি জীবনটা সুখে শান্তিতে জীবন যাপন করেছেন। আসলে এইসব মনীষীদের অধিকাংশই কিন্তু গরিব পরিবার থেকে এসেছেন। তারা কখনোই তাদের এই দারিদ্রতার উপর ভিত্তি করে বাকি জীবনটাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিতে চাননি।


তাইতো সবাই বলে যে পরিশ্রম নাকি সৌভাগ্যের চাবিকাঠি। অর্থাৎ পরিশ্রম ছাড়া পৃথিবীতে কোন কিছুই সহজে মেলেনা। আপনি টাকা দিয়ে ভালো ধরনের সার্টিফিকেট কিনতে পারবেন যেখানে সব বিষয়ে আপনি ১০০ তে ১০০ পেয়েছেন। কিন্তু বাস্তব জীবনে তো আপনি মূর্খ। আসলে টাকা পয়সা দিয়ে এসব কেনা সার্টিফিকেটের কোন মূল্য নেই। আপনি যদি সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে জীবনে বড় হতে পারেন তাহলে সবাই আপনাকে সমাদর করবে এবং আপনি বাকি জীবনটা সুখে শান্তিতে কাটাতে পারবেন। আপনাকে অবশ্যই সৎ হতে হবে কিন্তু। কারণ অসৎ লোক জীবনে কখনোই সুখী হতে পারেনা। এইসব অসৎ লোক অন্যের সুখ দেখে হিংসায় জ্বলে পুড়ে জীবন কাটায়। তাই তো মানুষকে ভালবাসতে হবে এবং জীবনে প্রচুর পরিশ্রম করতে হবে।


✠ ০১ ✠


সুখের দিন দ্রুত কাটে,
দুঃখের দিন যেন কাটে না।
এটাই জগৎ সংসারের নিয়ম,
এটি মোটেও মিথ্যা হয় না।


জীবনে অনেক দুঃখ আছে,
আবার দুঃখের পরে সুখ আছে।
তাইতো হার মানলে চলবে না,
সামনের দিকে এগোতে হবে।


জীবনে যদি অলস হও,
তাহলে সুখের মুখ দেখবে না।
আবার যদি পরিশ্রমী হও,
সুখের সীমা থাকবে না।


✠ ০২ ✠


সুখের আশায় যদি কাজ করে,
সে কাজ তো আর শেষ হয় না।
সুখের খোঁজে কাজ করলে,
সুখ জীবনেও আসে না।


সুখের মুখ দেখতে হলে,
ভাগ্যের কোন প্রয়োজন হয় না।
পরিশ্রম করলে ভাগ্যে মেলে,
অলসতাই সুখ আসে না।


সুখী মানুষ ভুলের কারণে,
পরবর্তী জীবন দুঃখে কাটাই।
অলসতা ত্যাগ করে ভাই,
কর্মের ফলে জীবন রাঙ্গাই।


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

সবাইকে ধন্যবাদ।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

আপনি দারুন কবিতা লিখেছেন ভাইয়া। কবিতার প্রতিটা লাইন বেশ ভালো ছিল এবং বাস্তবসম্মত কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

আশা করি দাদা ভালো আছেন? আপনি প্রায় সময় আমাদের মাঝে দুর্দান্ত অণু কবিতা শেয়ার করেন । আজকে আপনি চমৎকার অনু কবিতা শেয়ার করেছেন। আপনার অণু কবিতা পড়ে খুব ভালো লাগলো। বাস্তব কথা বলেছেন দাদা, সুখের দিন খুব দ্রুত ফুরিয়ে যায় কিন্তু দুঃখের সময় শেষ হতে চায় না। পরিশ্রম করলেই সুখের দেখা পাওয়া যায় অলস বসে থাকলে কখনো সফলতার স্বাদ গ্রহণ করা যায় না। আপনার এই ছন্দ গুলো আমার কাছে খুব ভালো লেগেছে।

সুখের মুখ দেখতে হলে,
ভাগ্যের কোন প্রয়োজন হয় না।
পরিশ্রম করলে ভাগ্যে মেলে,
অলসতাই সুখ আসে না।

এত সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

হ্যাঁ দাদা ঠিক বলেছেন , সুখ কখনোই কপালের জোরে মেলে না ৷ সুখ সে তো পরিশ্রমের মাধ্যমে আয়ত্ত করতে হয় ৷ পরিশ্রম ছাড়া কখনোই সফল হওয়া কিংবা সুখি হওয়া যায় না ৷ পরিশ্রমের মাধ্যমেই নিজের ভাগ্যে বদলে দেওয়া যায় ৷ যাই হোক , অনেক সুন্দর লিখেছেন ৷ আপনার কবিতাও ভীষণ সুন্দর হয়েছে ৷ অনেক ভালো লাগলো আপনার কবিতা এবং আপনার লেখা গুলো পড়ে ৷ শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

খুব সুন্দর ভাবে আপনি এই অনু কবিতা তৈরি করে ফেলেছেন৷ এই অনু কবিতা পড়তে পেরে আমার অনেক ভালো লাগক৷ অনু কবিতার মধ্যে ছোট ছোট লাইনগুলো পড়তে অনেক ভালো লাগে তা মুখে বলে শেষ করা যাবে না৷ খুবই সুন্দর ভাবে আপনি এই অনু কবিতাগুলো তৈরি করে ফেলেছেন৷

আপনি খুব সুন্দর দুটি অনু কবিতা লিখেছেন। অনু কবিতাগুলো পড়ে সত্যি অনেক ভালো লাগলো। অনু কবিতা ছোট হলেও এর গভীরতা অনেক। তবে এটি ঠিক সুখের দিন দ্রুত কাটে আর দুঃখের দিন যেন কাটে না। তবে আপনার অনু কবিতার ভাষা অসাধারণ। অনু কবিতাগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

অনু কবিতা পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। আপনি খুব চমৎকার দুটো অনু কবিতা লিখেছেন। সত্যি বলতে অনু কবিতার মধ্যে অনেক কিছু শিখা যায়। অলস লোকে সুখ দেখে কম আর পরিশ্রমই লোক সুখ পায় বেশি। তবে আপনার অনু কবিতা পড়ে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। অনু কবিতা শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।