কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম । আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
আসলে আমাদের এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আমরা সব সময় দেখতে পাই। একদল মানুষ যারা সব সময় কঠোর পরিশ্রম করে। আরেক দল মানুষ যারা সবসময় শুয়ে বসে দিন কাটায় এবং অন্যের ক্ষতি চায় অর্থাৎ অলস প্রকৃতির মানুষ। আসলে যারা পরিশ্রম মানুষ তাদের দেখলেই আপনি সবসময় বুঝে যাবেন যে তাদের অবসর সময় কাটানোর কোন সময় নেই। তারা সব সময় কাজ করার জন্য এদিক-ওদিক ঘুরে বেড়ায় এবং যে কাজ পায় সেই কাজ করতে শুরু করে দেয় তারা। কারণ তাদের কাছে কোন কাজ ছোট নয়। আসলে এই পৃথিবীতে যারা কাজকে ছোট করে দেখে তাদের দ্বারা কোন কাজই কখনো সম্ভব হয় না। আসলে পরিশ্রমই মানুষের চিন্তা-ভাবনা অন্যান্য মানুষ অপেক্ষা একটু আলাদা হয়। আসলে কেউ জন্মগত পরিশ্রমী হয় আবার কেউ তার জীবন রক্ষার জন্য কিন্তু পরিশ্রমী হয়।
এই পৃথিবীতে অনেক লোক আছে যারা অনেক গরিব পরিবারে জন্মগ্রহণ করে। আর এই গরিব পরিবারের লোকজন জানে তাদের জীবন জীবিকার চালানোর জন্য তাদের কতটা বেশি পরিশ্রম করতে হয় প্রতিনিয়ত। আসলে এই শ্রেণীর লোকেদের সন্তানেরা খুব ছোট বয়স থেকেই বিভিন্ন কাজকর্মে লেগে থাকে। যদিও কিছু কিছু গরিব লোকের সন্তানেরা অতিরিক্ত লোভের আশায় ভালো পথ ছেড়ে বিভিন্ন খারাপ দিকে এগিয়ে যায়। অর্থাৎ তারা ভাল কাজকে ছেড়ে অসৎ উপায়ে বেশি টাকা উপার্জনের জন্য মানুষকে পর্যন্ত খুন করে। আসলে এভাবে বেশি দিন কিন্তু এ সমাজে টিকে থাকা যায় না। আপনি যতই অসৎ উপায়ে টাকা উপার্জন করুন না কেন একদিন না একদিন আপনি অসৎ কাজের জন্য আপনাকে অনেক বড় শাস্তি পেতে হবে। এছাড়াও অসৎ উপায়ে অবলম্বন করে যে টাকা উপার্জন করা হয় সেই টাকা দিয়ে জীবনের তেমন কোন প্রয়োজনে আসে না। দেখবেন যে এই টাকা কোন না কোন ভাবে নষ্ট করে ফেলে এসব অসৎ প্রকৃতির লোকেরা।
আর যারা সৎ ব্যক্তি এবং সৎ উপায়ে অবলম্বন করেন অর্থ উপার্জন করে তারা কিন্তু এই দেশের সম্পদ। আসলে সৎপথে এক টাকা উপার্জন করলেও সেই এক টাকা দিয়ে পুরো একটা গোটা সংসারকে সঠিকভাবে পরিচালনা করা যায়। আসলে এই কথাটি কথার কথা হলেও আসলে সৎ উপায়ে উপার্জন করার টাকা কখনো বিফলে যায় না। আসলে সব কাজ তাদের কাছে সমান। কাজকে কখনোই তারা টাকার সাথে বিচার বিবেচনা করে না। তাদের কাছে কাজ মানে হল একটা পবিত্র জিনিস। আরো অনেক গরিব পরিবারের লোকেরা রয়েছে যারা তাদের জীবিকা নির্বাহের জন্য অনেক কঠোর পরিশ্রম করে। আসলে তারা কখনো অন্যায় কাজকে প্রশ্রয় দেয় না। যদিও তারা অনেক কষ্টে দিনযাপন করে। তবুও তারা কোনো সময়ের জন্য খারাপ পথে অগ্রসর হয় না। আসলে এই সৎ পথে, সৎ উপায়ে উপার্জনের ফলে তারা তাদের জীবনকে সুন্দর করে তুলতে পারে কোন না কোন এক সময়।
✠ ভালো কাজ ✠
দিনের কাজ দিনে করো,
অসময়ে কাজ করবে না।
অসময়ে কাজ করলে পরে,
সেই কাজ মনের মত হবে না।
কাজে যদি মন না থাকে,
সেই কাজ করার দরকার নেই।
শুধু শুধু সময় নষ্ট করে,
পন্ডশ্রমের কোন প্রয়োজন নেই।
কোন কাজ করতে গেলে,
মন দিয়ে কাজ করতে হবে।
লাভের আশায় কাজ করলে পরে,
সেই কাজ মনের মত নাহি হবে।
জীবনে যদি তুমি বসে বসে,
বিভিন্ন কাজের চিন্তা করো।
কোন কাজ তো নাহি হবে,
শুধু শুধু সময় যাবে আরো।
ভালো কাজকর্ম ছেড়ে যদি,
বসে বসে খারাপ কর্ম করো।
ভেবে রেখো একদিন তুমি,
অকর্মের সাজা পাবে আরো।
ভালো কাজ নিয়ে জীবনে তুমি,
সব সময় এগিয়ে যেতে পারবে সামনে।
কেহ তোমাকে আটকাতে পারবেনা,
যতই নিন্দুক লোক থাকে তোমার পিছনে।
নিন্দুকের কাজ নিন্দা করা,
অন্যের কখনো তারা ভালো চায়না,
ভালো কাজ তারা দেখলে পরে,
হিংসায় বসে থাকতে পারেনা।
নিন্দুকের কাজ নিন্দা করা,
তারা সবসময় অন্যকে পিছুটানে।
জীবনে নিজেরা কাজ করে না,
অন্যের পিছনে লেগে থাকে সর্বক্ষণে।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রিয় দাদা, আপনার লেখা কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে আমাদের সমাজে অনেক নিন্দুক দেখা যায় যারা মানুষকে, এবং মানুষের কাজকে নিন্দার মাধ্যমে ছোট করার চেষ্টা করে। আমাদের উচিত হবে এরকম মানুষের কথায় কান না দিয়ে নিজের কাজ করে সামনের দিকে এগিয়ে যাওয়া। যাহোক চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য প্রিয় দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালো কাজ এই কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। আসলে ভাই আপনার কবিতাটি অসাধারণ। কবিতার ভাষাগুলো খুবই সুন্দর ছিল। আর আপনি ঠিকই বলেছেন আমাদের সমাজে দুই ধরনের মানুষ রয়েছে যারা কঠোর পরিশ্রম করে আর এক দল পরিশ্রম ছাড়াই সুয়ে বসে দিন কাটায় অলস প্রকৃতির হয়ে থাকে। আর গরিব দুঃখী মানুষরাই বোঝে জীবনটা কতটা কঠিন। ধনী ছেলেরা দুলালী হয়ে যায়। তারা কারণটা বোঝেনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit