কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম । আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
এই পৃথিবীতে মায়ের মত আপনার কেউ নেই। আসলে এই পৃথিবীতে যদি কেউ তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে সে হলো তোমার মা। আসলে মায়ের মত কেউ কখনো ভালবাসতে পারেনি, এখনো ভালবাসতে পারছে না, আর ভবিষ্যতেও ভালবাসতে পারবে না। আসলে মায়ের ভালোবাসার কোন জুড়ি নাই। আপনি যেখানেই যত ধরনের ব্যক্তিকে দেখতে পারবেন সবাই কিন্তু স্বার্থের জন্য আপনাকে ভালোবাসবে। কিন্তু একমাত্র মা তোমাকে নিঃস্বার্থভাবে ভালবাসবে। তার ভালবাসায় কোন প্রকার স্বার্থ থাকে না। সন্তানের অসুখে পৃথিবীর সব থেকে দুঃখী থাকে তার মা। আসলে কয়েকদিন ধরে আমি অসুস্থ। এই অবস্থায় মায়ের কথা খুব মনে পড়ছিল। কারণ ছোটবেলায় আমরা যখন অসুস্থ থাকতাম তখন সারারাত ধরে মা আমাদের পাশে জেগে থাকতো। তার দুচোখের পাতায় একটু ঘুম আসতো না এবং তিনি বিভিন্নভাবে সেবা করে আমাদের সুস্থ করে তোলার জন্য চেষ্টা করতেন।
আসলে শুধুমাত্র আমার ক্ষেত্রে নয় পৃথিবীর সকল সন্তানের জন্য মা দিনরাত কঠোর পরিশ্রম করে। আর মায়ের সন্তানরা যখন অসুস্থ থাকে তখন তার কাছে দিনরাত বলে কিছুই থাকেনা। তিনি সব সময় সে সন্তানের সুস্থতার জন্য বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালিয়ে থাকেন। আর এই প্রচেষ্টার ফলে কোন মায়ের সন্তান আর বেশিদিন রোগাক্রান্ত থাকে না। কারণ তার কাছে পৃথিবীর সকল কঠিন বাঁধা তখন তার কাছে তুচ্ছ মনে হয়। আর এই মাকেই আমরা নাকি বড় হয়ে অবহেলা করি। অর্থাৎ মায়ের যখন বয়স হয় তখন সে বিভিন্ন রোগে আক্রান্ত হয়। তখন আমরা মায়ের সেবা করি না বরং অন্যান্য কাজে সবসময় ব্যস্ত থাকে। এছাড়াও তার শারীরিক অবস্থার একটুও খোঁজ নি না। আসলে মা কখনো এর ফলে আমাদের উপর অসন্তুষ্ট হয় না। অসন্তুষ্ট হয় আমাদের নিজেদের বিবেক। কারণ আমরা কখনো বিবেকের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারি না।
যে সন্তান মাকে ভালোবাসে না এবং মায়ের যত্ন নেয় না তার মত কুলাঙ্গার সন্তান আমার মনে হয় পৃথিবীতে আর কেউ নেই। আসলে কুলাঙ্গার শব্দটিও আমার কাছে ছোট মনে হচ্ছে। এইসব সন্তানদেরকে কুলাঙ্গার থেকেও নিচুমানের শব্দ প্রয়োগ করতে হয়। আসলে এইসব সন্তানরা জীবনে কখনো সুখী হতে পারে না। সমসাময়িকের জন্য সুখী হলেও তারা মানসিক দিক থেকে সবসময় অসুখী থাকে। তাই তোমাদের সবার উচিত মাকে শ্রদ্ধা করা এবং ভালোবাসা। যখন আপনি আপনার মাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলবেন তখন আপনার কাছে পুরো পৃথিবীটা এক স্বার্থপর পৃথিবী মনে হবে। সবার কাছে ভালোবাসা পেলেও নিঃস্বার্থহীন ভালোবাসা কোথাও আপনি খুঁজে পাবেন না। কারণ নিঃস্বার্থহীন ভালোবাসা একমাত্র মা করতেন আমাদের। আর এই মাকে ভালোবাসা প্রতিটি সন্তানের অবশ্যই উচিত।
✠ মায়ের ভালোবাসা ✠
অসুস্থ হলে আমরা বুঝি,
তখন আমরা মাকে খুঁজি।
মা আমাদের বড়ই আপন,
মায়ের মত নেই কোনোজন।
ছোটবেলায় যখন অসুখ হতো,
সারারাত মা জেগে থাকতো।
দু চোখেতে ঘুম ছিলনা মায়ের,
কত টেনশনে রাত কাটাতো।
আমাদের সুস্থতার জন্য মা,
সারারাত কঠোর পরিশ্রম করত।
যখন আমরা সুস্থ হতাম,
মা স্বস্তির নিঃশ্বাস ফেলতো।
মায়ের সেবার কোন জুড়ি নাই,
এই জগতে মা শ্রেষ্ঠ ভাই।
এই মা যখন অসুস্থ হয়,
তখন আমাদের খোঁজ নাই।
মায়ের মত এত নিঃস্বার্থ ভালবাসা,
এই পৃথিবীতে আর কেহ বাসে না।
মা যদি একবার চলে যায়,
তাহলে মায়ের মত কাউকে পাবে না।
মা যখন পৃথিবীতে থাকবে না,
তখন মায়ের অভাব বুঝবে সবাই।
মা কি ছিল আমাদের,
মাকে হারিয়ে কেঁদে লাভ নাই।
মাকে যদি তোমরা ভালোবাসো,
তাহলে তার সেবা করো।
যে মা তোমায় জন্ম দিয়েছে,
তাকে কখনো ঘৃণা না করো।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
মা সে ত মা যার কোন হয়না তুলনা। আজকে আপনি মাকে কেন্দ্র করে অনেক সুন্দর একটি কবিতা রচনা করেছেন ভাইজান। আপনার কবিতা আমার অনেক অনেক ভালো লেগেছে। মায়ের প্রতি আরো যেন শ্রদ্ধাবোধ বেড়ে গেল আপনার কবিতা আবৃত্তির মধ্য দিয়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি প্রতিনিয়তই খুবই সুন্দর সুন্দর কিছু কবিতা শেয়ার করে আসছেন৷ আজকেও একদমই অসাধারণ একটি কবিতা শেয়ার করেছেন৷ এই কবিতাটি পড়তে পেরে খুবই ভালো লাগলো৷ সবসময় সুন্দর কবিতা শেয়ার করতে করতে আজকে মায়ের ভালোবাসা নিয়ে অসাধারণ একটি কবিতা শেয়ার করেছেন৷ অসংখ্য ধন্যবাদ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই পৃথিবীতে মায়ের সাথে কারো তুলনা করা হয় না। আজকে আপনি খুব সুন্দর করে মায়ের ভালোবাসা কবিতাটি লিখেছেন। আসলে যারা মায়ের ভালোবাসা পেয়েও মায়ের সেবা যত্ন করে না তাদের মত অধম কেউ নেই। মায়েরা শুধু সন্তানদের ভালো চাই। তবে আপনার কবিতার ভাষা অসাধারণ। সত্যি বলতে আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি তো অনেক সুন্দর করে মায়ের ভালোবাসা কবিতাটি চমৎকার ভাবে লিখেছেন। মায়ের ভালোবাসার সাথে কারো তুলনা করা হয় না। যারা মাকে কষ্ট দেয় তাদের মত অধম এই পৃথিবীতে আর কেউ নেই। আমরা কখনো মায়ের ঋণ শোধ করতে পারবো না। তবে মাকে নিয়ে আপনি খুব সুন্দর করে অনুভূতি দিয়ে কবিতাটি লিখেছেন। সত্যি বলতে আপনার কবিতাটি পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর করে কবিতাটি উপস্থাপনা করেছেন তাই ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আশা করি দাদা ভালো আছেন? আজকেও আমাদের মাঝে বেশ সুন্দর কবিতা উপস্থাপন করেছেন। মা হচ্ছে নির্ভরতার শেষ আশ্রয়স্থল ভালোবাসার শেষ ঠিকানা। সন্তানের জন্য মা হচ্ছে পুরো পৃথিবী। যার মা বাবা আছে তার পুরো পৃথিবী সুন্দর। মায়ের মতোন আপন কেউ নেই। মায়ের ভালবাসার কোন শেষ নেই। মায়ের ভালোবাসার সাথে অন্য কোন ভালোবাসার তুলনা হয় না। এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit