কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ পরিশ্রমই সকল সুখের মূল সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
আসলে আমরা সবাই জানি যে অলস মস্তিষ্ক হল শয়তানের কারখানা। আর এইসব শয়তান লোকের দ্বারা আমাদের পৃথিবীতে সবথেকে বেশি ক্ষতি হয়। আসলে যারা সব সময় বসে বসে ভাবে যে এই কাজ করতে হবে, ওই কাজ করতে হবে, তাদের দ্বারা কখনই কোন কাজ সম্পন্ন হয় না। আসলে তাদের ভাবনা চিন্তা করতে করতেই শুধু সময় চলে যায়। তাদের দ্বারা আর কখনোই কোন কাজ হয় না। আসলে কোন কাজ করার আগে চিন্তা ভাবনা কিন্তু অবশ্যই জরুরী। কিন্তু সেই চিন্তা ভাবনা যদি শেষ না হয় তাহলে আমাদের দ্বারা সেই কাজ কখনোই সম্ভব হবে না। আসলে যখন কাজ করতে হবে তখন চিন্তা করতে হবে এবং কাজ করতে হবে। কাজ এবং চিন্তা যখন দুটোই একসাথে সম্পন্ন করা যায় তাহলেই সেই কাজের সমাধান পাওয়া যায়।
যদি শুধু শুধু কাজ না করে খালি চিন্তাই করতে থাকি তাহলে একদিকে যেমন সময় চলে যায় আর অন্যদিকে এই কাজ করার মন-মানসিকতা নষ্ট হয়ে যায়। তাইতো কোন কাজ করার আগে প্রথমে মাঠে নামতে হবে কাজ করার জন্য। যদিও আগে প্লান করাটা অবশ্যই দরকার। কারণ কোন কাজ করে যদি কারো কোন উপকার না হয় অথবা আমাদেরও কোন উপকার না হয় তাহলে সেই কাজ করার কোন মানেই নেই। যেমন ধরুন আমরা একটা দেওয়ালকে সারাদিন ধরে ধাক্কা দিয়ে তার স্থান পরিবর্তন করতে চেষ্টা করছি। যদিও আমাদের পরিশ্রম হচ্ছে কিন্তু এক্ষেত্রে কাজের সংজ্ঞায় একে কাজ বলা যায় না। কারণ কাজের সংজ্ঞায় কোন কিছুকে যদি বল প্রয়োগ করে তার স্থান পরিবর্তন করা যায় তবেই তাকে কাজ বলে। তাইতো দেওয়াল ধাক্কা দেয়ার মত এরকম কাজ আমাদের করলে কখনোই হবে না।
আমাদের সব সময় নিজেদের উন্নতি এবং নিজেদের পরিবারকে একটু ভালো রাখার জন্য সব সময় কঠোর পরিশ্রম করতে হবে। আসলে অনেকে বুদ্ধি দিয়ে পরিশ্রম করে আবার অনেকে বুদ্ধি ছাড়া কঠোর পরিশ্রম করে। আমার মনে হয় যারা বুদ্ধি দিয়ে কাজ করে তাদের পরিশ্রম কম হলেও তারা জীবনে উন্নতি লাভ করতে পারে। কিন্তু যারা শুধু পরিশ্রম করে যায় এবং কোন চিন্তাভাবনা না করে তাহলে তারা কখনই জীবনে উন্নতি লাভ করতে পারবে না। এছাড়াও শুধুমাত্র আমাদের নিজেদের জন্য কখনোই কাজ করলে হবে না। দেশ এবং দশের জন্য আমাদের সবসময় কাজ করতে হবে। কারণ আমরা যদি আমাদের নিজেদের জন্য কাজ করি তাহলে সেটাকে স্বার্থপর বলবে লোকে। কিন্তু আমরা যখন নিজেদের পাশাপাশি দেশ এবং সমাজের জন্য কাজ করবো তখন দেশ এবং দেশের লোক আমাদের সবাইকে ভালবাসবে।
আর আপনি যদি দেশের ভালোর জন্য কাজ করতে চান তাহলে কিছু কিছু অসাধু ব্যক্তি যারা সবসময় বসে বসে চিন্তা করে তারা আপনাকে কখনোই দেশের ভালোর জন্য কাজ করতে দেবে না। বরং তারা সবসময় আপনার বাঁধা হয়ে দাঁড়াবে। কারণ তারা নিজেরাও কখনো কাজ করবে না এবং অন্যদেরও কখনো কাজ করতে দেবে না। আসলে এসব ব্যক্তিরা হল দেশের বোঝা। যাদের দ্বারা মানুষের কোন সময় কখনো উপকার হয় না। তারা শুধুমাত্র অন্যের ক্ষতি করতে বোঝে। তাইতো আমাদের এই সব মানুষ থেকে সব সময় সাবধান হতে হবে। এছাড়া ঐসব মানুষের সাথে কখনো মেলামেশা করা যাবে না। কথায় আছে না পাপী মরে দশ ঘর নিয়ে। তেমনি আপনারা যদি এসব ব্যক্তিদের সাথে মেলামেশা করেন তাহলে হয়তোবা আপনারাও এসব ব্যক্তিদের মতো হয়ে যাবেন কিছুদিনের মধ্যে।
এসব অলস ব্যক্তিরা সবসময় বসে বসে ভাবে প্রচুর টাকা ইনকামের জন্য। কিন্তু শুধু বসে বসে ভাবলেই যে আর টাকা আসেনা এটা হয়তোবা তারা হয়তো বা জানে না। তাইতো তারা সবসময় অর্থ ইনকামের জন্য অন্যের ক্ষতি করে। আর আরেক শ্রেণীর লোক রয়েছে যারা উচু পর্যায় থেকে কাজকর্ম না করে এই নিচু শ্রেণীর লোকেদের উপর অত্যাচার করে এবং এই নিচু শ্রেণীর লোকেদের উপার্জিত টাকা থেকে সিংহভাগ কেটে নেয়। আসলে এসব ব্যক্তিরা কখনো জীবনে উন্নতি লাভ করতে পারে না। আমার মনে হয় আপনি গরিব পরিবারে জন্মগ্রহণ করেও আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে। কারণ এই পরিশ্রমে আপনাকে নিচু স্তর থেকে উঁচু স্তরে পৌঁছে দেবে। আর এর ফলে আপনি জীবন উন্নতি লাভ করতে পারবেন।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর একটি বিষয় নিয়ে আজকে আপনি আমাদের পোস্ট শেয়ার করেছেন ভাইয়া। নিজেকে উন্নতি করতে হলে প্রয়োজন কঠোর পরিশ্রম আর সঠিক চিন্তাভাবনা। তবে আপনি ঠিকই বলেছেন অনেক মানুষ আছে যারা যখন অনেক উঁচু পর্যায়ে চলে যায় তখন নিচু শ্রেণীর লোকদের প্রতি অত্যাচার করে। তাই আমাদের জীবনে উন্নতি লাভ করতে হলে পরিশ্রমের কোন বিকল্প নেই। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একথা জীবনে হারে হারে টের পেয়েছি দাদা। অলসতা কখনো জীবনে সাফল্য এনে দিতে পারে না। পৃথিবীর ইতিহাস লক্ষ্য করলে আমরা দেখতে পাবো, পৃথিবীতে যারা সফলতা অর্জন করেছে তাদের পরিশ্রমটা ছিল মুখ্য। তাইতো আমাদেরকে জীবনে উন্নতি লাভ করতে হলে কঠোর পরিশ্রম এবং অধ্যবসার মাধ্যমে চেষ্টা চালিয়ে যেতে হবে। তাহলে জীবনে নেমে আসবে সাফল্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে সত্যি কথা বলতে কি, যে যত বেশি পরিশ্রম করবে তার ততো উন্নতি হবে। তবে অনেক সময় মানুষ বিভিন্ন কারণে উন্নতি করতে পারেনা পরিশ্রম করা সত্ত্বেও। তারপরও মানুষের চেষ্টা চালিয়ে যেতে হবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য। আজকে সুন্দর একটি টপিকস নিয়ে আপনি আলোচনা করেছেন দেখে বেশ ভালো লাগলো আমার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit