বাল্যবিবাহ।

in hive-129948 •  2 years ago 

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ প্রাকৃতিক বাল্যবিবাহ সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।



image.png
সোর্স


বর্তমান সময়ে সারা পৃথিবীতে সব থেকে বড় সমস্যা হল বাল্যবিবাহ। এমন কোন দেশ নেই পৃথিবীতে যেখানে এই বাল্যবিবাহ সম্পন্ন হয় না। বাল্যবিবাহ বলতে আমরা সাধারণত অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির বিবাহকে বুঝি। এই বাল্যবিবাহ সবথেকে বেশি মেয়েদের ক্ষেত্রে সম্পন্ন হয়। প্রতিটা দেশ তার নাগরিকদের জন্য একটা নির্দিষ্ট বয়সের সীমা রেখেছেন। যে বয়স সীমার নিচে কোন বিবাহ সম্পন্ন হলে সেটিকে আমরা বাল্যবিবাহ বলে থাকি।


বাল্যবিবাহে মেয়ে এবং ছেলে উভয়ের উপরে বিরূপ প্রতিক্রিয়া পরে। এই বাল্যবিবাহের ফলে প্রতিবছর বহু মেয়ে মারা যায়। এই মারা যাওয়ার প্রধান কারণ হলো অল্প বয়সে তাদের গর্ভে সন্তান আসলে। এই অল্পবয়স্ক মেয়েরা গর্ভবতী হলে মৃত্যুর ঝুঁকি অনেকাংশই বেড়ে যায়।


বেশিরভাগ বাল্যবিবাহে দুজনার ভিতর যে কোন একজনের বয়স কম থাকে। বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের বয়স কম থাকে। কারণ ছেলেদের বিবাহের বয়স মেয়েদের বিবাহের বয়স অপেক্ষা বেশি থাকে। আর তাই ধরা যায় বাল্যবিবাহের ক্ষেত্রে প্রায় ১০০% মেয়েরা এই বাল্যবিবাহিত শিকার হয়।


এই বাল্যবিবাহের প্রধান কারণ হলো দারিদ্রতা। এছাড়াও এই বাল্যবিবাহের অন্যান্য কারণ রয়েছে যেমন যৌতুক, ধর্মীয় সামাজিক চাপ, বিভিন্ন ধরনের কুসংস্কার এবং সব থেকে বড় কারণ হলো শিক্ষার অভাব। আমার তো মনে হয় শিক্ষার অভাবেই সবথেকে বেশি বাল্যবিবাহ হয়। কারণ একজন শিক্ষিত ব্যক্তি জানেন বাল্যবিবাহের ক্ষতি। আর অশিক্ষিত লোক এই বাল্যবিবাহের কুফল সম্পর্কে কিছুই জানেন না। এছাড়াও আরেকটা বড় কারণ হলো নিরক্ষরতা এবং বেকার।


আসলে প্রাচীন কালে এই বাল্যবিবাহ প্রায় দেখা যেত। কিন্তু দিন দিন এই বাল্য বিবাহের সংখ্যা কিছুটা কমে গেছে। এছাড়াও কিছু কিছু ধর্মে এই বাল্যবিবাহের মতামত রয়েছে এবং অনেকেই বিশ্বাস করে বাল্যবিবাহ নাকি ভালো। আর এর সব থেকে প্রভাব বেশি দেখা যায় মেয়েদের উপর। একটা মেয়ে ১২ বছরের পর থেকে তার বাইরে চলাচল অনেকটা অসুবিধা হয়ে দাঁড়ায়। আর এর ফলে দরিদ্র পিতামাতা তার মেয়েকে নিয়ে টেনশনে পড়ে যান। আর এর ফলে এই দরিদ্র পিতা-মাতা তার মেয়েকে বিয়ে দিয়ে দেন।



এই বাল্য বিবাহের ফলে মেয়েদের শারীরিক অবস্থা খুবই খারাপ হয়। এর ফলে মেয়েদের শরীরে বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়। আসলে দরিদ্র সমাজে এই বাল্যবিবাহ বেশি সম্পন্ন হয়। কারণ দরিদ্র মা-বাবার পক্ষে তাদের সন্তানদের ভরণ পোষণ বেশি দিন সক্ষম হয় না। আর এর ফলে তারা তাদের সন্তানদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেন।


আবার কিছু কিছু ব্যক্তি আছে যারা অর্থের লোভে তাদের সন্তানের বিয়ে দিয়ে দেন। হ্যাঁ আপনারা ঠিকই বুঝতে পেরেছেন আমি যৌতুকের কথা বলছি। এই যৌতুক আমাদের সমাজের সবথেকে বড় একটা সমস্যা। এই যৌতুকের ফলে বহু মেয়ে তার জীবন হারিয়েছে। তার সাথে তার পরিবারও রাস্তার ফকির হয়ে গেছে। তবুও এই নির্মম শ্রেণীর লোক যৌতুক হতে পিছুপা হননি।

আরেকটা সব থেকে বড় সমস্যা হল শিক্ষা। আমার তো মনে হয় সুষ্ঠু শিক্ষার অভাবে এই বাল্যবিবাহ সবথেকে বেশি সম্পন্ন হয়। শিক্ষা আমাদের মানুষের মতো মানুষ করে তোলে এবং বিভিন্ন কুসংস্কার সম্পর্কে আমাদের ধারণা দিয়ে থাকেন। আসলে একজন শিক্ষিত লোক জানেন এই বাল্যবিবাহের ফল কতটা খারাপ। এছাড়াও প্রতিটা পাঠ্যপুস্তকে এই বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলাদা করে আমাদের শিক্ষা দেয়। আর এই অশিক্ষিত ও সমাজে বাল্যবিবাহের কুফল সম্পর্কে কারো ধারণা থাকে না। ফলে তারা না জেনে তাদের সন্তানদের বাল্যবিবাহ দিয়ে দেন। আসলে অপ্রাপ্তবয়স্ক শিশুদের বিবাহ সম্পন্ন হলে দেশের সবথেকে বেশি ক্ষতি হয়।

এই বাল্য বিবাহের ফলে দেশের আরেকটা বড় সমস্যার সৃষ্টি হয়। এই বড় সমস্যাটি হল অতিরিক্ত জনসংখ্যা। আসলে শিক্ষিত লোকরা জানেন এই অতিরিক্ত জনসংখ্যার ফলাফল কতটা খারাপ। অপ্রাপ্ত বয়সে বিবাহ সম্পন্ন হলে তারা বংশগতি সম্পর্কে কোন ধারণা থাকে না। ফলে তাদের একাধিক সন্তান জন্মগ্রহণ করে। আর এর ফলে পরিবারের দেখা যায় অভাব অনটন। আরে অতিরিক্ত জনসংখ্যার ফলে সেই একই কাজটি পুনরায় ঘটে সেটি হলো বাল্যবিবাহ।


এই বাল্যবিবাহ রোধের জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। নতুবা এই বাল্যবিবাহ আমাদের সমাজে বিরূপ প্রভাব ফেলবে। প্রতিটা দেশের সরকার এই বাল্যবিবাহ সম্পর্কে কঠোর পদক্ষেপ নিয়ে থাকেন। কিন্তু এই কঠোর পদক্ষেপের সত্বেও কিছু কিছু অশিক্ষিত লোক এই বাল্যবিবাহ দিয়ে থাকেন। আসলে যারা বাল্যবিবাহ হয়ে অংশগ্রহণ করেন তারাও এর থেকে অনেক বেশি দোষী।


এত বড় জনগণকে সামলানো সরকারের একার পক্ষে কখনোই সম্ভব নয়। তাই আমাদের সরকারের হাতে হাত মিলিয়ে এই বাল্যবিবাহ প্রতিযোগীর জন্য এগিয়ে আসতে হবে। প্রত্যেক সন্তানের মা-বাবাকে বোঝাতে হবে বাল্যবিবাহের ক্ষতি কতটা বেশি। কোথাও বাল্যবিবাহ সম্পন্ন হলে আমাদের একতাবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে ওই বাল্যবিবাহ বন্ধের জন্য। আর এর ফলে আমরা একটা সুন্দর সমাজ গড়তে পারবো।


আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

আসলে ভাইয়া বাল্যবিবাহ বেশির ভাগ নিরক্ষর লোকের হয়ে থাকে। তাছাড়া দরিদ্র বাবা-মা তার সন্তানকে ভরণ পোষণ করতে পারে না সেই ক্ষেত্রে তারা তাড়াতাড়ি তাদের মেয়েকে বিয়ে দিয়ে দেয়। এই প্রতিফল যখন বিপদ ঘটে তখন তারা সেই জিনিস অনুভব করতে পারে । তবে সবাই মিলে এর প্রতিকার করলে হয়তো রোধ করা সম্ভব। ধন্যবাদ আপনাকে।

!upvote 40


This post was manually selected to be voted on by "Seven Network Project". (Manual Curation of Steem Seven. Your post was promoted on Twitter by the account josluds

the post has been upvoted successfully! Remaining bandwidth: 80%

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@xpilar.witness

We are the hope!

  ·  2 years ago (edited)

বাল্য বিবাহ যেমন একটা পরিবারের ক্ষতি করে ঠিক তেমনি সমাজেরও ক্ষতি হয়। আমি তো মনে করি প্রাপ্তবয়স্ক হলেও কাউকে বিয়ে দেওয়া ঠিক না তাদেরকে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের ইচ্ছেমতো নিজের পছন্দমত বিয়ে করার স্বাধীনতা দেওয়া উচিত। দেখা যায় বিয়ে দেওয়ার পর শ্বশুরবাড়িতে বিভিন্ন ধরনের ঝামেলা এরপর ওই মেয়েটার বাপের বাড়িতে সব নিয়ে তারা সব সময় অসুখী থাকে। তার থেকে ভালো নয় যে একটা মেয়েকে বা একটা ছেলেকে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের পছন্দমত বিয়ে করার সুযোগ দেওয়া যাতে ভবিষ্যতে এই সমস্যাগুলো না হয়। আমার তো মনে হয় বর্তমানে ১০০ ভাগের মধ্যে আশি ভাগ মেয়ে বিয়ের পর অসুখী থাকে যৌতুক, বাপের বাড়ি থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র দেওয়া নিয়ে। তাছাড়া মেয়েটির বিভিন্ন ধরনের দোষ ভুল ত্রুটি এগুলো নিয়ে। যাইহোক ভাইয়া বাল্যবিবাহ নিয়ে খুবই সুন্দর লিখেছেন বিষয়গুলো পড়ে খুবই ভালো লেগেছে।

আসলেই বর্তমান সময়ে বাংলাদেশেও বাল্যবিবাহের সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গ্রাম অঞ্চল গুলোতে এই ধরনের বাল্যবিবাহ সবথেকে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। আমি মনে করি বাল্যবিবাহ হওয়ার জন্য সবথেকে বেশি দায়ী অসচেতনতা।

বাল্যবিবাহ নিয়ে আজ আপনি আমাদের মাঝে অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আপনার এই পোস্ট সত্যি অনেক সচেতন মূলক এবং আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আমাদের সর্বদা সজাগ থাকতে হবে আর বাল্যবিবাহ মানুষের জীবনে অমঙ্গল বয়ে নিয়ে আসে এই বিষয়টা সকলের মাঝে ভালোভাবে বুঝিয়ে তুলতে হবে।