গাছ আমাদের পরম বন্ধু।

in hive-129948 •  2 years ago  (edited)

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ আমি যাদের সম্পর্কে কথা বলবো তারা আমার ভগবান। আসলে আজ আমি গাছ সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


tree-832079_1280.jpg

সোর্স



মানুষের সব থেকে আপন বন্ধু হলো গাছ। এই গাছ আমাদের বিনা স্বার্থে অনেক কিছুই দিয়ে থাকে। গাছের অবদান মানব জীবনে অপরিসীম। এই গাছ ছাড়া মানবজাতির কল্পনা অসম্ভব। আমরা গাছ ছাড়া এক মুহূর্ত চলতে পারি না। আসলে আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে সবকিছুতেই গাছের অবদান অপরিহার্য। তাইতো কথায় আছে না, একটি গাছ একটি প্রাণ। আবার আরেকটি প্রবাদ আছে, গাছ লাগান পরিবেশ বাঁচান।


আসলে গাছের সাথে আমাদের সম্পর্কটা পৃথিবী সৃষ্টির সময় থেকেই। আমরা আমাদের ছোটবেলার ক্লাসে অবশ্যই পড়েছি যে গাছ আমাদের কিভাবে উপকার করে নানা ভাবে। গাছ সাধারণত কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। এই অক্সিজেন আমরা মানব জাতি গ্রহণ করে আমাদের শ্বাস-নিশ্বাস এর কাজ চালাই। অর্থাৎ অক্সিজেন ছাড়া আমরা মানব জাতি কল্পনাহীন।


এছাড়াও গাছ আমাদের খাদ্যেরও যোগান দেয়। গাছের ফলমূল খেয়ে আমরা বেঁচে থাকি। এছাড়াও ওষুধ শিল্পে গাছের অবদান অপরিসীম। আমার মনে হয় ঔষধ শিল্পের বেশিরভাগ ওষুধই গাছে বিভিন্ন শাখা, প্রশাখা, কান্ড থেকে তৈরি হয়। গাছ ছাড়া ঔষধ শিল্প একেবারে অচল। এছাড়াও দৈনন্দিন জীবনে আমাদের ব্যবহার্য আসবাবপত্র সবই এই গাছ থেকে তৈরি হয়।


এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে গাছই আমাদের রক্ষা করেন। আসলে বাড়িতে যদি গাছপালা না থাকে তাহলে আমরা কি করে বুঝবো যে গাছ আমাদের বন্ধু। বাড়িতে যেমন আমরা বিভিন্ন ধরনের পশুপাখি পালন করি এবং পালন করতে করতে ওই পশু পাখির প্রতি আমাদের একটা মায়া চলে আসে। তেমনি একটা গাছ লালন পালন করে বড় করলে ওই গাছের প্রতিও একটা গভীর মায়া চলে আসে।


সুতরাং বোঝাই যাচ্ছে যে আমাদের এই পৃথিবীর সব জীবেদের গাছের প্রয়োজন অপরিহার্য। আসলে যে গাছ মানুষের জীবনে সঙ্গে এতই সম্পর্ক যে গাছ ছাড়া আমাদের কোন ধরনের চিন্তাভাবনায় অচল। আমরা সেই বন্ধুকেই হত্যা করি বিভিন্ন অপ্রয়োজনে। বিভিন্ন অসাধু লোক গাছপালা কেটে বিক্রি করে দেয়। আর এর ফলে প্রাকৃতির ভারসাম্য হারিয়ে যাচ্ছে এবং সৃষ্টি হচ্ছে বিভিন্ন দুর্যোগ।

আসলে আমরা সবাই জানি যে গাছ কাটার ফলে আমাদের পৃথিবীতে উষ্ণায়ন, খরা, বন্যা, বায়ু দূষণ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হচ্ছে। আর এর ফলেই প্রতি বছরই বহু লোক মারা যাচ্ছে। আসলে আমাদের এই পৃথিবীতে জীবনচক্রে আমরা একে অপরের উপরে সবসময়ই নির্ভরশীল। পৃথিবীতে কোন একটা জীবের বিলুপ্তি ঘটলে বিভিন্ন ধরনের দুর্যোগের সৃষ্টি হয়। বর্তমান সময়ে এই অতিরিক্ত গরমের প্রধান কারণ হলো বৃক্ষ নিধন।


এখন আমরা অনেকেই বুঝতে পারি যে শহরের তুলনায় গ্রামের দিকের আবহাওয়া অনেকটা ঠান্ডা। এর প্রধান কারণ হলো গ্রামের দিকে গাছপলার পরিমাণটা অনেক বেশি থাকায় সেখানের আবহাওয়া অনেক ঠান্ডা থাকে। তাইতো গ্রাম আমাদের কাছে এতটা ভালো লাগে।


বৃক্ষ নিধনের আরেকটা প্রধান কারণ হলো অতিরিক্ত হারে জনসংখ্যা বৃদ্ধি। আসলে বর্তমান সময়ে জনসংখ্যা বৃদ্ধির হার বেড়েই চলেছে। আর এই অতিরিক্ত জনসংখ্যার জন্য দরকার অতিরিক্ত জমি। এর ফলে বসবাসের উপযোগী জমি করার জন্য মানুষ গাছ কেটে খালি জমি তৈরি করছে। আর এর ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়েই চলেছে।


এছাড়াও মানুষ্য সৃষ্টি বিভিন্ন কলকারখানা থেকে সৃষ্ট ধোঁয়া, বিভিন্ন বর্জ্য পদার্থ নিক্ষেপের ফলে গাছ মারা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাই মানুষের যাতায়াতের জন্য মানুষ রাস্তার পাশের বড় বড় গাছ কেটে ফেলে রাস্তা বড় করছে। এটা একটা কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমাদের পার্শ্ববর্তী রাস্তার পাশে অনেক বড় বড় গাছ ছিল। সবাই ওই গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতেন এবং গরমের সময় ঠান্ডা উপভোগ করতেন। কিন্তু এখন আর সেই সব গাছ নেই।


আমাদের সবাইকে খুব দ্রুত সচেতন হতে হবে। খুব দ্রুত সচেতন না হলে আমাদের জাতি একসময় ধ্বংসের দিকে এগিয়ে যাবে। কারণ অনেকটা সময় পার হয়ে গেছে। পরিবেশের তাপমাত্রাও অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। আর এখনো যদি আমরা না শোধরাই তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরাই পৃথিবীতে আর কিছুই রেখে যেতে পারবো না। তাইতো আমাদের সবার উচিত গাছ লাগানো। গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে সামনের দিকে।


গাছ কাটা সম্পর্কে সরকারের কঠোর নির্দেশ থাকার সত্ত্বেও কিছু কিছু অসাধু ব্যক্তি চোখের আড়ালে গাছ কেটে সাফ করে দিচ্ছে। তাই উচিত আমাদের এসব অসাধ্য ব্যক্তিদের আইনের কাছে ধরিয়ে দেওয়া। কারণ এক সরকারের পক্ষে এত বড় জনগোষ্ঠীকে কন্ট্রোল করা সম্ভব নয়। শিক্ষাক্ষেত্রে সবাইকেই এই গাছ কাটার পরিনাম সম্পর্কে জানাতে হবে। বাচ্চাদের তো অবশ্যই শিক্ষা দেওয়া উচিত এই গাছের সম্পর্কে।


তাই আমাদের সবাইকে শপথ নিয়ে বেশি বেশি করে গাছ লাগাতে হবে এবং গাছের চারা উৎপাদনের ব্যবসায়ীদের সরকারের তৎপরতায় আনতে হবে। আর এর ফলে আমরা পৃথিবীকে নতুন রূপে করতে পারব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর পৃথিবী রেখে যেতে পারবো।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সত্যি গাছ আমাদের পরম বন্ধু। তবে কিছু অমানুষ আছে যারা কারণে অকারণে গাছ কাটে। আর গাছপালার অভাবে প্রাকৃতির ভারসাম্য হারিয়ে যায়।আর আমরা অক্সিজেনের অভাব অনুভব করি।তাই আমাদের সবারই উচিত বেশি বেশি করে গাছ লাগানো। ধন্যবাদ ভাইয়া সুন্দর লিখেছেন।

অবশ্যই আমাদের সবাইকেই এ বিষয়ে সচেতন হতে হবে। নতুবা দিন দিন প্রাকৃতিক দুর্যোগ আরো বেড়ে যাবে।

গাছ আমাদের পরম বন্ধু- এর চেয়ে সত্য আর হয়না। আর সেই পরম বন্ধুকে যেনে না যেনে হত্যা করে চলেছি প্রতিদিন।গাছ শুধু অক্সিজেন আর খাদ্য দিয়ে আমাদের বাচিয়ে রেখেছে তা নয় ,পরিবেশ-প্রতিবেশ রক্ষার ভূমিকা অনন্যা। বড় উদাহরণ সুন্দরবন বুক চেতিয়ে ঘূর্ণিঝড় আইলা থেকে আমাদের রক্ষা করেছিল। আপনি ঠিক বলেছেন,গাছ কাটার ফলে আমাদের পৃথিবীতে উষ্ণায়ন, খরা, বন্যা, বায়ু দূষণ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হচ্ছে। আসুন গাছ লাগাই পরিবেশ বাচাই। এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।

আসলে আপু গাছ কিন্তু স্বার্থহীন বন্ধু। যারা শুধু আমাদের দিয়েই যায়। এর বিনিময়ে কিছুই নেয় না।

গাছ মানুষের বন্ধু। গাছ নানাভাবে আমাদের উপকার করে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, অক্সিজেন, ওষুধ ইত্যাদি আমরা গাছ থেকে পাই। গাছের উপকারিতা বলে শেষ করা যাবে না।গাছ আছে বলেই পৃথিবী আজও বসবাসের যোগ্য।গাছ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা গুলো অসাধারণ ভাবে উপস্থাপন করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দাদা।

হ্যাঁ অবশ্যই আপু। গাছ আমাদের প্রকৃত বন্ধু। গাছ ছাড়া আমাদের নিজেদের অস্তিত্ব কল্পনাহীন।

মানুষের বেঁচে থাকার মূল বিষয় হলো অক্সিজেন সেই অক্সিজেন পেয়ে থাকি গাছ থেকে। সে জন্য গাছ এবং মানুষের মধ্যে তুলনা করলে একে অপরের পরিপূরক ।গাছ শুধু আমাদের অক্সিজেন দেয় না পরিবেশের ভারসাম্য রক্ষা করে অনেক ভালো লেগেছে আপনার কথাগুলো।

গাছ অক্সিজেনের পাশাপাশি আমাদের খাদ্যের যোগানো দেয় কিন্তু। আসলে আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গাছের অবদান সব থেকে বেশি আমার মনে হয়।

বেশ সুন্দর একটি টপিক্স নিয়ে আজকের পোস্টটি করেছেন ভাইয়া। গাছ সত্যি কারের অর্থেই আমাদের বন্ধু। গাছ আমাদেরকে অনেক কিছু দেয়। বিনিময়ে চায়না কোন কিছুই। এই গাছকে কেটে আমরা ধ্বংস করে দিচ্ছি আমাদের জলবায়ু।