কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা আর একটি অনু-কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
আসলে আমাদের যদি মৃত্যু না হতো তাহলে কত ভালো হতো। কেননা আমাদের এই ছোট্ট জীবনে আমরা সব কিছু কখনো পূরণ করতে পারি না। কেননা আমাদের এই ছোট্ট জীবনে আমরা সবসময় চেষ্টা করি সব কাজগুলো সঠিকভাবে করে দেওয়ার জন্য। কিন্তু সময়ের অভাবের জন্য অধিকাংশ কাজগুলো আমরা করতে পারি না এবং সেই কাজগুলো আমাদের জীবনে অপূরণ থেকে যায়। একটা জিনিস আমরা সবসময় দেখি যে এই পৃথিবীতে যে মানুষগুলো প্রতিনিয়ত বিভিন্ন কাজের পিছনে ছুটে বেড়ায় তারা কিন্তু কখনো একটু সময় কাটানোর অবকাশ পায়না। কেননা তারা সবসময় চেষ্টা করে যে কি করে জীবনে সব কাজগুলো সমাধান করা যায় এবং শেষ সময়ে এসে আমরা ভাবতে পারি যে কোন কাজগুলো আমাদের দ্বারা ভালো হয়েছে এবং কোনগুলো আমাদের দ্বারা খারাপ হয়েছে।
আসলে এই পৃথিবীতে হিংসুক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মানুষ আমরা দেখতে পাই। আর এই মানুষগুলো তারা নিজেদের স্বার্থ ছাড়া আর কখনো অন্য কারো স্বার্থকে বড় করে দেখেনা। বরং তারা সবসময় চেষ্টা করেছে কি করে নিজেদের স্বার্থটা সিদ্ধি করে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে যারা এই পৃথিবীতে স্বার্থপর মানুষ তারা কখনো সঠিক ভালবাসা পায় না। অর্থাৎ তারা যেমন মানুষকে কখনো ভালবাসা না ঠিক তেমনি তারা কখনো মানুষের কাছ থেকে কোন ভালোবাসা পায় না। কিন্তু এভাবে যদি আমরা আমাদের সারা জীবনটা কাটিয়ে দিতে তাহলে কিন্তু আমরা কখনো সুখে শান্তিতে বসবাস করতে পারবো না। আসলে কাজ করার প্রধান উদ্দেশ্য হল যাতে করে আমরা একটু সুখে শান্তিতে থাকতে পারি।
একটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখি যে কিছু কিছু মানুষ যারা সব সময় চেষ্টা করে যে কি করে জীবনে উন্নতি লাভ করা যায় এবং জীবনের প্রধান প্রধান কাজ গুলো করা যায়। কিন্তু এই মানুষগুলোর মধ্যে খুব অল্প সংখ্যক মানুষ জীবনে তাদের প্রধান প্রধান কাজ গুলো সমাধান করতে পারে এবং অল্প কিছু কাজ বাকি থেকে যায়। আসলে এই পৃথিবীতে এমন কোন মানুষ নেই যারা কিনা তাদের জীবনের সকল কাজগুলো সমাধান করে দিতে পেরেছে। যাবার বেলায় আফসোস হয়েছে যে তারা যদি আরো কিছু কাজ যদি সমাধান করতে পারত তাহলে কত ভালো হতো। কিন্তু সময় বড় স্বার্থপর। এই স্বার্থপর সময় আমাদের জন্য মোটেও এক মুহূর্ত অপেক্ষা করে না। তাইতো সময় বুঝে আমাদের সব সময় কাজ করে যাওয়া উচিত।
✠ ০১ ✠
সময় কমে যায় জীবন থেকে,
কত কিছু আর দেখা হলো না।
আমাদের এই ছোট্ট জীবনে,
সব সাধ আর পূরণ হলো না।
তবুও যেটুকু দেখেছি জীবনে,
সব জায়গায় শুধু হিংসায় ভরা।
মানুষ মানুষকে আর ভালোবাসে না,
স্বার্থ ছাড়া কেউ কথা বলে না।
তবুও বসে মনে মনে ভাবি,
সব কি ভাল করেছি আমি।
অন্যের দোষ ধরার আগে,
নিজেই হলাম আমি আসামি।
✠ ০২ ✠
যা চেয়েছিলাম এই ছোট্ট জীবনে,
সব তো আর পূরণ হলো না।
পূরণ করতে গিয়ে মরীচিকা দেখেছি,
আশাগুলো আর দেখা হলো না।
কি এক আজব এই দুনিয়া,
কোন কিছু সহজে পাওয়া যায় না।
সবকিছুর জন্য পরিশ্রম করতে হয়,
পরিশ্রম ছাড়া কিছু নিজের আর হয় না।
তবুও চেষ্টা করেছি বারবার আমি,
বেঁচে থাকার জন্য লড়াই করেছি।
কখন যে জীবন থেকে সময় চলে গেল,
শেষ জীবনে আমি বসে বসে ভাবি।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনু কবিতা কিন্তু আমরা সবাই শিখে গিয়েছি। তাও আবার দাদার অনুপ্রেরনায়। আপনি কিন্তু দারুন দারুন কিছু অনু কবিতা লিখি শেয়ার করেছেন্। আপনার শেয়ার করা অনু কবিতাগুলো বেশ দারুন হয়ছ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া দুনিয়াতে যতদিন মানুষ বসবাস করবে ততদিনই এই স্বার্থের বিচার চলবেই। প্রতিটি মানুষই হিংসা বা ভালোর দিক থেকে নিজের স্বার্থের দিকে যায়। তবে অনেক সময় ভালোটা গ্রহণ করতে গেলে নিজের স্বার্থকে অন্যের হাতে তুলে দিতে হয়। যাইহোক আপনি খুবই সুন্দর সুন্দর কবিতা লিখে আমাদের মেসেজ শেয়ার করেছেন। কবিতা দুইটি আমার ভীষণ ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিদের মনের ছোট ছোট ভাব-আবেগ-অনুভূতি প্রকাশের ক্ষেত্রে অণু কবিতা সবচেয়ে ভালো মাধ্যম। শব্দের গাঁথুনি দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলেন কবিরা। আপনার অণু কবিতা দুটি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। বেশ ভালো লেগেছে আমার। অণু কবিতা দুটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যথেষ্ট সত্য কথা বলেছেন ভাই আমাদের সমাজে আসলেই এমন কিছু কিছু মানুষ রয়েছে যারা কেবলমাত্র নিজেদের চিন্তাই বিভোর থাকে। যারা কেবলমাত্র আত্মস্বার্থে বিভোর। যাই হোক আমাদের জীবনের প্রেক্ষিতে বাস্তবধর্মী কিছু কথা অনু কবিতার আকারে শেয়ার করেছেন। যা আমাদের বাস্তবিক জীবনের সাথে পরিপূর্ণ সামঞ্জস্যপূর্ণ। অনু কবিতা দুটি আমার ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনু কবিতাগুলো ছোট হলেও ব্যাপক অর্থ বহন করে। আপনার লেখা অনু কবিতা গুলো বরাবরই আমার ভালো লাগে। বেশ দারুন লিখেন দাদা।সত্যি সময় গুলো আমাদের জীবন থেকে চলে যায় সবার সব আশা পূরণ হয় না । অনেক ধন্যবাদ দাদা দারুন কিছু অনু কবিতা আমাদের মধ্যে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মনের অনুভূতি নিয়ে অনুকবিতা গুলো শেয়ার করেছেন দাদা।অনুকবিতা গুলো ভালো লাগলো। ছোট ছোট অনুকবিতা হলেও এর গভীরতা কিন্তু অনেক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার লেখা অনু কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগলো। অনু কবিতার ভাষাগুলো অসাধারণ হয়েছে শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হিংসা তো মানুষের সহজাত প্রবৃওি। তবে এটা একটা নির্দিষ্ট মাএা পযর্ন্ত ঠিক আছে। মানুষে মানুষে হিংসা এটা যেন মানুষ নিচু মানসিকতার পরিচয় দেয়। দারুণ লিখেছেন কবিতা টা ভাই। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনি সব সময় খুবই চমৎকার কবিতা লিখে থাকেন। আপনার লেখা কবিতাগুলো পড়তে ভীষণ ভালো লাগে। আজকের কবিতাগুলো বেশ সুন্দর লিখেছেন পড়ে ভালো লাগলো ধন্যবাদ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit