কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম । আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
আসলে আজকের কবিতাটি আমার প্রধানত দাদা বৌদিকে নিয়ে লেখা একটা কবিতা। আসলে আমরা সবাই জানি যে আজ দাদা বৌদির বিবাহ বার্ষিকী। প্রতিবারের মতো এবারও সেই দিনটি ফিরে এলো দাদা বৌদির জীবনে। আসলে আমার জীবনে দাদা বৌদির মত এমন দুজন ব্যক্তির কাছে থাকতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। কারণ আমার জীবনে এই দাদা বৌদির অবদান কিন্তু অনস্বীকার্য। যখন আমি কোন ভুল করি তখন এই দাদা বৌদি কিন্তু আমার এই ভুলকে ধরিয়ে দেয়। এছাড়াও আমি যদি কোন ভুল কাজ করি এই দাদা বৌদি কিন্তু আমাকে আমার এই ভুল সংশোধন করে কাছে টেনে নেয়।
আজ এই বিবাহ বার্ষিকী উপলক্ষে আমার এই কবিতাটি দাদা বৌদিকে নিয়ে লেখা। আসলে কবিতাটি কেমন হয়েছে আপনারা আজকের এই পোস্টটিতে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই দুই ভালোবাসার মানুষের উদ্দেশ্য আজকের এই পোস্টটি। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে।
✠ প্রিয় @rme দাদা এবং @tanuja বৌদি ✠
তোমার ছবি যখন আমি প্রথম দেখেছি,
তোমায় নিয়ে বুকের মাঝে বাঁসা বেঁধেছি।
আমার চোখে তুমি ছিলে সব থেকে সুন্দরী,
তোমার কথা ভেবে ভেবে ঘুমাতে না পারি।
প্রথম যখন তোমার সাথে ফোনে কথা বলা,
মনে হল তুমি আমার বহু দিনের চেনা।
ঘুমের মাঝে তোমায় নিয়ে কত স্বপ্ন দেখি,
কবে তোমায় পাবো কাছে অপেক্ষায় আমি থাকি।
অপেক্ষার প্রহর কেন জানি হয় না তো আর শেষ,
সময় যেন থমকে গেছে, কাটছে না তোমার রেশ।
কিছুই তো আর ভালো লাগেনা তোমাকে ছাড়া,
কবে আসবে আমার জীবনে সেই হয়ে ধ্রুবতারা।
প্রথম যখন দেখেছিলাম তোমায় আমি সামনে,
মুখের ভাষা হারিয়ে ফেলেছিলাম তোমায় দেখে।
তোমার এই মুখ আগে কোথাও হয়তো আমি দেখেছি,
আগের জন্মে হয়তো তুমি ছিলে আমার সাথী।
জন্ম, মৃত্যু, বিয়ে শুনেছি নাকি তিন বিধাতা নিয়ে,
পূর্ব জন্মের মতো আবার জন্মেছি দুজন এই ভুবনে।
তোমায় যে কতটা ভালোবাসি বলতে নাহি পারি,
তোমায় ছাড়া একা লাগে আমার এই মন খানি।
আজকের এই দিনটি যখন এলো আমাদের জীবনে,
সাত পাকেতে বাঁধা পড়লাম দুজন এই ভুবনে।
চার হাত যখন এক হল এতদিনের অপেক্ষায়,
এত ভালো আগে লাগেনি কখনো, তোমাকে পাওয়ায়।
সুখ দুঃখের সাথী তুমি, আমার চোখের মনি,
ভালোবাসার মানে আমার কাছে শুধুই যে তুমি।
শত কষ্টের মাঝে কখনো ছাড়বো না তোমার হাত,
মনের ভুলে কষ্ট দিলে হবেনা আমার উপর রাগ।
আমার মনের যত কথা তোমায় আমি বলি,
তোমায় কাছে পেয়ে জীবনে ধন্য হলাম আমি।
প্রতি বারের মত আজকের দিনটা যখন এলো ফিরে,
মনে হয় না এতটা দিন পার করেছি আমরা দুজনে।
এভাবেই দুজন কাটাতে চাই সারা জীবন ভর,
অসুখে তোমার পাশে থাকবো, জাগব রাতভর।
তোমায় নিয়ে হারিয়ে যেতে চাই দূর দেশান্তরে,
কিন্তু নাহি পারি কারণ টিনটিন বাবু এলো ঘরে।
আমাদের কাছে টিনটিন বাবু হলো সাত রাজার ধন,
তাকে নিয়েই যত চিন্তা আমাদের দিনভর।
কবে টিনটিন বড় হবে এই ভুবনের মাঝে,
শেষ বয়সে হাতের লাঠি সে আমাদের হবে।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তোমার কবিতা খুব ভালো লেগেছে। সত্যি তোমার কবিতার প্রতিটি লাইন মিলে গেলো। তোমার কবিতা শুনে আগের দিন গুলোর কথা মনে পড়ে গেল। তোমার কবিতা যত শুনছিলাম মনে হচ্ছিলো এই তো কিছুদিন আগের কথা। দুজন দুইজনের ছবি দেখা, তারপর কথা বলা, সাথ পাকে বাঁধা পড়া এই তো সেদিনের কথা। সত্যি ভাই তোমার কবিতা অনেক সুন্দর হয়েছে। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা লেখার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার জীবনে এই বড় দাদা এবং বৌদির অবদান অনেক বেশি জেনে খুশি হলাম। দাদা এবং বৌদির জন্য অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন। এধরনের কবিতা গুলো পড়লে যেনো একটু বেশি ভালো লাগে। আশাকরি আপনার কবিতা পরে দাদা এবং বৌদি খুশি হবেন। শুভ কামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit