লেভেল ৪ হতে আমার অর্জন-by @nilooy

in hive-129948 •  6 months ago 
আসসালামু আলাইকুম


আশা করি সৃষ্টিকর্তার রহমতে ভালোই আছেন সবাই। আলহামদুলিল্লাহ, আমিও যথেষ্ট ভালো আছি। আমার আজকের পোস্টটি হচ্ছে,আমার বাংলা ব্লগ লেভেল-৪ হতে যে সকল বিষয় অর্জন করতে পেরেছি তার উপর।মূলত এই পোস্টে আমি লেভেল-৪ হতে অর্জিত জ্ঞানের উপর পরীক্ষা দিতে চলেছি।

20240518_082700.png

সোর্স

শুরুতেই ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের লেভেল-৪ এর প্রফেসর @rupok ভাইয়াকে।তিনি বেশ সুন্দর, সাবলীলভাবে আমাদের লেভেল-৪ এর বিষয়বস্তু সম্পর্কে বুঝিয়েছেন। তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার আজকের পোস্টটি শুরু করছি।

আমার বাংলা ব্লগ লেভেল-৪ এর ক্লাস করার পর আমি p2p এর মাধ্যমে Steem/Sbd/Trx Transfer,Internal Market এ SBD থেকে Steem এ Convert করা,External Market এ Steem এবং TRX Exchange করা এ সকল বিষয়বস্তু সম্পর্কে জানতে পেরেছি। এ সকল বিষয় সম্পর্কে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর নিচে দেয়া হল :

p2p কি?

উত্তর:
p2p অর্থ হলো পারসন টু পারসন ট্রান্সফার। অর্থাৎ কোন ইউজার অপর একজন ইউজারের ওয়ালেটে STEEM, SBD অথবা TRX পাঠালে সেটাকে p2p ট্রান্সফার বলে।

P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তর:

20240517_224849.jpg

প্রথমে স্টিম ওয়ালেটে লগইন করবো। তারপর SBD অপশনে যাব। এরপর ড্রপডাউনে ক্লিক করে ট্রান্সফার অপশনটি সিলেক্ট করবো। এরপর To লেখা ঘরে level4test লিখবো। এমাউন্টের ঘরে 0.001 SBD লিখবো। এরপর নেক্সট বাটনে ক্লিক করবো। সবকিছু ঠিক আছে কিনা দেখে নিয়ে ok বাটনে ক্লিক করবো। এরপর প্রাইভেট অ্যাক্টিভ কী দিয়ে সাবমিট করে দিব।

P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তর:

20240517_224457.jpg

প্রথমে স্টিম ওয়ালেট লগইন করে STEEM অপশনটি সিলেক্ট করবো। এরপর ড্রপডাউনে ক্লিক করে ট্রান্সফার অপশনটি সিলেক্ট করবো। এরপর To লেখা ঘরে level4test লিখবো। এমাউন্টের ঘরে 0.001 Steem লিখবো। এরপর নেক্সট বাটনে ক্লিক করব। সবকিছু ঠিক আছে কিনা দেখে নিয়ে ok বাটনে ক্লিক করবো। এরপর প্রাইভেট অ্যাক্টিভ কী দিয়ে সাবমিট করে দিব।

Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তর:

20240517_230152.jpg

প্রথমে স্টিম ওয়ালেটে লগইন করবো। তারপর প্রোফাইলের একদম ডানপাশে থ্রি লাইনের আইকনে ক্লিক করবো।তারপর সেখান থেকে currency market এ যাবো। প্রথমে কারেন্ট মার্কেট প্রাইস টা সিলেক্ট করে নিব। এরপর Total এর ঘরে 0.1 বসাবো তারপর Buy Steem এ ক্লিক করবো এবং সবকিছু আরেকবার দেখে নিয়ে ওকে করলে কাজ সম্পূর্ণ হয়ে যাবে।

Poloniex Exchange site এ একটি Account Create করুন।

উত্তর:

20240518_084720.jpg

প্রথমে Poloniex এর অফিসিয়াল ওয়েবসাইট পেইজে যেতে হবে। এরপর একটি ফর্ম দেখতে পাওয়া যাবে। সেখানে email/gmail দিতে হবে এবং একটি পাসওয়ার্ড ও দিতে হবে নিরাপত্তার জন্য । মনে রাখতে হবে পাসওয়ার্ডটিতে অবশ্যই মিনিমাম এইট ক্যারেক্টারের হবে,একটি আপার কেস,একটি লোওয়ার কেস,একটি সংখ্যা থাকতে হবে। এরপর Create Account এ ক্লিক হবে। এ পর্যায়ে একটি ক্যাপচা আসবে সেটি পূরণ করতে হবে তারপর ভেরিফিকেশন কোডের একটি ফর্ম আাসবে এবং একটি কোড আমাদের ইমেইল/জিমেইলে যাবে। কোডটি ভেরিফিকেশন কোডের জায়গায় বসাতে হবে। তারপর কনফার্ম করলেই একাউন্ট তৈরি সম্পন্ন হবে।

এরপর প্রোফাইল সাজানো এবং আইডেন্টিটি সাবমিট করে সিকিউরিটি স্ট্রং করার জন্য আরো কিছু ধাপ রয়েছে।

আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন।

উত্তর:

20240517_231459.jpg

প্রথমে poloneix account এ গিয়ে ওয়ালেটে ক্লিক করতে হবে।এরপর deposit অপশনটিতে ক্লিক করতে হবে ।এবার search option এ গিয়ে steem search করলে steem সাজেস্ট করবে। এরপর সেখানে ক্লিক করলে নেটওয়ার্ক সিলেক্ট অপশন আসবে।নীচে লেখা steem network এর উপর ক্লিক করতে হবে।এবার address and memo কপি করতে হবে।এবার steemit ওয়ালেটে ঢুকে steem এর পাশে ড্রপডাউন মেনুতে ক্লিক করে ট্রান্সফারে ক্লিক করতে হবে।এবার To তে যাকে পাঠাবো সেটা লিখতে হবে,amount বসাবো আর copy করা address and memo বসাবো । তারপর next বাটনে ক্লিক করবো।সব কিছু ঠিক আছে কিনা দেখে নিয়ে ok বাটনে ক্লিক করবো।

Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তর:

20240518_004209.jpg

প্রথমে poloneix account এ লগইন করে trade এ ক্লিক করবো। এরপর সেখান থেকে spot এ ক্লিক করবো। তারপর search এর অপশন আসবে সেখানে steem search করে steem/USDT pair টি সিলেক্ট করবো।এবার sell এ ক্লিক করে price আর amount লিখবো। এরপর sell steem এ ক্লিক করবো।

___________________



লেভেল ৪ এর ক্লাস থেকে আমার অর্জিত জ্ঞানের উপর পরীক্ষাটি দেওয়ার চেষ্টা করলাম।আমার কোনো উত্তরে যদি কোন ভুল থাকে আশা করি তা ধরিয়ে ভুল শুধরানোর সুযোগ দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

আল্লাহ হাফেজ

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png





Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

লেভেল ৪ হতে আপনি আপনার উপার্জিত অর্থ কিভাবে উইথড্র করবেন সেই বিষয়ে ক্লিয়ার ভাবে বোঝানো হয়।এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার জন্য শুভ কামনা রইলো এগিয়ে যান আমার বাংলা ব্লগের সাথেই।

হ্যাঁ ভাইয়া। সবকিছু ঠিকভাবে করে দিনশেষে লেনদেনের বিষয়ে সমস্যা হলে সকল কষ্টই বৃথা। আর এই কষ্ট যেনো বৃথা না যায় সেজন্য এই লেভেলটি খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপনাকে সুন্দর মতামতের জন্য।

আপনি লেভেল ফোর এর লিখিত পরীক্ষা দিয়েছেন দেখে ভালো লাগলো। আশা করি আস্তে আস্তে ভেরিফাইড মেম্বার হয়ে যাবেন। আর আমার বাংলা ব্লগের ভেরিফাইড মেম্বারদের আলাদা একটা ভ্যালু রয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।

জ্বি আপু।আমিও আশা করছি খুব শীঘ্রই ভেরিফাইড মেম্বার হতে পারবো। ধন্যবাদ আপনাকে।

অনেকটা ভালো লাগতেছে আজকে আপনি লেভেল ৪ লিখিত এক্সাম দিয়েছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য। দারুন বিস্তারিত তুলে ধরার জন্য।

  ·  6 months ago (edited)

ধন্যবাদ আপনাকে। আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য।

স্টিমিট প্লাটফর্মের মধ্যে কাজ করা সকল মেম্বারদের জন্য লেভেল খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। লেভেল ফোরের মধ্যে লেনদেন বিষয়ে বেশ ভালো ভাবে আলোচনা করা হয়েছে। আপনি আজকে লেভেল ফোরের লিখিত পরীক্ষা দিয়েছেন। আপনার লিখিত পরীক্ষা দেখে মনে হচ্ছে আপনি লেভেল ফোরের বিষয় গুলো ভালো ভাবে বুঝতে পেরেছেন।তবে, এই বিষয় সব সময় মনে রাখার চেষ্টা করবেন। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

জ্বি,ভাইয়া। আপনি ঠিক বলেছেন। ধন্যবাদ আপনাকে মতামত জানানোর জন্য।

আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে বিষয়গুলো আপনি ভালই বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপনাকে।

জ্বী ভাই। আপনার সার্বক্ষণিক সহযোগিতামূলক পদক্ষেপ গুলো অনেকটা উপকার করেছে।