নামঃ নিলয় নূর।
বয়সঃ ২৭
জাতীয়তাঃ বাংলাদেশী।
ইউজার আইডিঃ https://steemit.com/@niloynoor
রেফারারের নামঃ স্টিমিট এবং আমার বাংলা ব্লগে এ আমি একেবারেই নতুন। এখানে আমার কোনো পরিচিত কেও নেই। যদিও আমার বাংলা ব্লগ তাদের ভেরিফায়েড সদস্য ছাড়া কোনো নতুন মেম্বার নেয়ার ব্যাপারে যথেষ্ট শক্ত দৃষ্টিকোণ বজায় রাখে। তবুও আশা করছি নতুনদের নিত্যনতুন লিখা নিয়ে বিকশিত হবার সুযোগটা আমার বাংলা ব্লগ করে দেবে।
স্টিমিট ও আমার বাংলা ব্লগ সম্পর্কে যেভাবে জানাঃ ইউনিভার্সিটির ছোটো ভাই আরিফের থেকে এই প্ল্যাটফর্ম সম্পর্কে শোনা এবং এরপর এখানে আইডি খোলা। আমি আইডিটা খুলেছিলাম দু'তিন মাস আগে। কিন্তু একেবারেই অজানা ছিলো এর ব্যবহার সম্পর্কে। এরপর অনেক চেষ্টা করে আমার বাংলা ব্লগের মডারেটরের প্রোভাইড করা লিংক থেকে পড়ে পড়ে প্রতিটা স্টেপ ফলো করে একটা পোস্টও করেছিলাম। সেখানে আমাকে ডিসকর্ড এ জয়েনও করতে বলেছিলো। করেছিলামও। কিন্তু নিজের অজ্ঞানতা ও ডিসকর্ডের ব্যবহার না জানার ফলে ক্লাস ফলো করতে পারি নি। কিছু পারছি না বলে এক বুক হতাশা আর নিজের ওপর বিরক্তি নিয়ে গত একমাস ধরে এ পাড়ায় পা দেই নি আর। কিন্তু নিজের মূর্খতাকে আর সহ্য হচ্ছিলো না। একে এক কঠিন ধিক্কার দিয়ে আবার চলে এসেছি। বিনা যুদ্ধে নাহি দেব সূচ্যগ্র মেদিনী। এই জ্ঞান আমি এবার কব্জা করতে চাই। সে সুযোগ পাবো কি?
আসসালামু আলাইকুম সবাইকে। নিলয় নূর বলছি। আজ ‘আমার বাংলা ব্লগে’ নতুন সদস্য হিসেবে (২৮/১১/২০২২) আবেদন করেছি। ‘আমার বাংলা ব্লগে’ সত্যায়িতকরণ স্বরূপ নিজের সম্পর্কে লিখাটি লিখছি।
শুরু করছি শিক্ষাগত যোগ্যতা দিয়ে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং স্নাতক সবই করেছি ব্যবসায় শিক্ষা নিয়ে। বিজ্ঞান শাখায় পড়ার আগ্রহ থাকলেও কেন সে শাখায় পদচারণ পরলো না সে দুঃখজনক ঘটনা কখনো কোনো ব্লগে হয়তো বলা হবে। বর্তমানে পেশায় চাকুরিজীবী হিসেবে বাংলাদেশের অন্যতম শিল্প ‘তৈরি পোশাক শিল্প’ সেক্টরে সক্রিয় আছি।
মনে লালিত কিছু সখের মধ্যে সবচেয়ে প্রিয় বই পড়া। বই বলুন আর যে কোনো লিখা, পড়তে আমি ভীষণ রকম ভালোবাসি। বাংলা সাহিত্যের অমূল্য রত্নদের লিখা পড়তে বা শুনতে কার না ভালো লাগে! এছাড়াও নতুন লেখকদের লিখাও অনুসরণ করার চেষ্টা করি। ভালো লিখায় উৎসাহ দেয়া আমাদের কর্তব্য। আমি লিখতেও পছন্দ করি। তবে আমার লিখাগুলো ঠিক বড় গল্প আকারে হয় না। ছোটো করে স্মৃতিচারণমূলক লিখা বা মজার কিছু ছোটো গল্পাকারে লিখতে আমার ভালো লাগে।
অনুবাদ করতেও আমার ভালো লাগে। ভাষা শেখার ব্যাপারে ছোটোবেলা থেকেই আমার অনেক আগ্রহ। আমি বিশ্বাস করি মানুষের ব্যবহার, খাবার এবং ভাষাই মানুষকে অন্তরের একদম কাছে নিয়ে আসে। ইংরেজি, বাংলা, হিন্দি, উর্দু, যেকোনো স্পিচ বা লিখা অনুবাদ করতে পারি। এছাড়াও আজকাল কোরিয়ান, রাশিয়ান, জাপানিজ ভাষা শেখার ব্যাপারে বেশ সময় দিচ্ছি। যদিও তা কচ্ছপের গতিতে এগুচ্ছে। আসলে ইচ্ছে আছে উচ্চতর ডিগ্রিটা বিদেশ থেকে নেয়ার। কোভিডের কারণে পিছিয়ে আছি। তাই ভাষার স্রোতে ভাসিয়ে দিয়েছি নিজেকে।
এছাড়াও আমার আর্টস এন্ড ক্রাফটস ভালো লাগে। সাধারণত সুযোগ পেলে হাতে বানানো কার্ড তৈরিতে সব সময় মুখিয়ে থাকি। সেসব ছবি কখনো শেয়ার করবো আপনাদের সাথে। তবে আমি আমার এ সখগুলোকে কখনো বানিজ্যিকভাবে চিন্তা করি নি। ভালো লাগা এবং ভালোবাসাতেই রেখেছি তাদের।
নেচার ফোটোগ্রাফি, গ্রাম বাংলার দৃশ্য, পৃথিবীর একমাত্র ষড়্রঋতুর দেশ এই বাংলার মিষ্টি সৌন্দর্যের কিছু চোখে পরলেই চেষ্টা করি তা ধরে রাখতে। শহুরে জীবনে সামান্য ছুটিছাটায় গ্রামে গেলে ইন্টারনেটবিহীন এগুলো করেই সময়গুলো চলে যায়।
ঐ ফুডি বলতে যা বোঝায় আমি ঠিক তা না। অতিরিক্ত খাবার, রেস্টোরেন্ট বা রিভিউ দেখে খেতে যাওয়া মানুষ নই। তবে ভাই যখন আমাদের উত্তরবঙ্গের চাল, ডাল, সবজীর কথা আসে খাটি কৃষকের মত গামলা নিয়ে মাটিতে পাত পেতে বসে খাওয়া মানুষ আমি। হ্যা ভাই,
হামরা বোগড়ার ছৈল,
হামরা পুঁটিমাছ ধৈরব্যার যায়া
ধৈর্যা আনি বৈল।
মজা করলাম। আমার বাড়ি ঠিক বগুড়াতে না। যমুনা পাড় হলেই আমার বাড়ি শুরু হয়ে যায়। এরপর পুরো উত্তরবঙ্গ আমার বাড়ি।
সখের কথা তো বলে শেষ হবে না। মুভি দেখা, কার্টুন, সিরিজ, স্পিচেস সেটা যেকোনো ভাষার হোক, সাবটাইটেল থাকলে আমি সবই দেখি। আমি হলাম সর্বভূক। স্কিলের মধ্যে ইংলিশ ল্যাংগুয়েজ, কাস্টমার সার্ভিস, ডিজিটাল মার্কেটিং, কুইকবুক, ফোটোশপ ও ইলাস্ট্রেটর সম্পর্কে সময়ের অভাবে পিচ্চি ধরনের ট্রেনিং নেয়া আছে। মাইক্রোসফট অফিস সম্পর্কেও ধারণাটা খারাপ না। যেহেতু অফিসে পুরো সময়টা সেখানেই দিতে হয়। এমুহূর্তে আপনাদের জন্য অফিসে বসেই লিখছি। ফাঁকিবাজ বলবেন না কিন্তু। বস আসে নি কি না তাই আর কি।
আজ রাখছি কি বলেন? ভেরিফিকেশনে পাশ করে গেলে আশা করছি আবার কথা হবে আপনাদের সাথে। আচ্ছা ভালো কথা, পোস্টটা আমি আগেও করেছিলাম বলে তেমন নতুন কিছু আর সংযোজন করতে পারলাম না। বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখলে কৃতার্থ হবো।
আপনার সম্পর্কে জানতে পেরে বেশ ভালো লাগলো। তবে আপু এখন বাংলাদেশে ইউজার নেওয়া বন্ধ আছে। দাদা অনুমতি দিলে আশা করি খুব শীঘ্রই আপনি আমাদের সাথে কাজ করতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল। ভালোবাসা অবিরাম আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক দক্ষতার সঙ্গে আপনার পরিচিত মূলক পোস্ট উপস্থাপন করেছেন। আপনার পোস্ট পড়ে আপনার সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। তবে আপু আমার বাংলা ব্লগে এই মুহূর্তে বাংলাদেশি ইউজার নেয়া হচ্ছে না, আর যদি নেয়া হয় তাহলে অবশ্যই রেফারেন্স আপনার পরিচিত মুলক পোস্টে উল্লেখ করতে হবে।
আশা করি আপনি বুঝতে পেরেছেন তবে আমাদের আরও দুইটি কমিউনিটি আছে আপনি চাইলে সেখানে পোস্ট করতে পারেন।
কমিউনিটি লিংক ঃ Beauty of Creativity or Tron Fan Club,
https://steemit.com/trending/hive-144064
https://steemit.com/trending/hive-183397
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অনেক ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit