আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন । আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি । আজ আমি আপনাদের মাঝে আষার শ্রাবন মাসে গ্রামের মাঠ ঘাটের অবস্থা নিয়ে পোষ্ট করলাম ।
আষার শ্রাবন মাসে মনে পড়ে যায় বর্ষার প্রথম অনুভূতি । যে অনুভুতির প্রথম বর্ষার ছোয়া গায়ে লাগলে মনটা ভরিয়ে যায় । সমস্থ কষ্ট হারিয়ে যায় অজানা কোন এক আনন্দে, অজানা ভালোলাগায়, যে ভালোলাগা দীর্ঘ্য এক বছর মনের গভীরে লুকিয়ে হাতছানি দিয়ে ডাকে বর্ষাকে।
প্রথম বর্ষার শুরুতে মাঠে ঘাটে ব্যাংঙের ডাকে মন ভরিয়ে যায় সকালে ঘুম থেকে উঠতে যেন মন সায় দেয় না । মনে হয় ব্যাঙ গুলো যেন দীঘ্য একবছর এই বর্ষার জন্যই অপেক্ষা করছে তাই প্রথম বর্ষাতেই তারা গর্ত থেকে বেড়িয়ে মনের আনন্দে গান গাইতে শুরু করে তাদের সেই আনন্দে আমাদের মনগুলোও আনন্দে ভরে যায়।
বর্ষায় মাঠ ঘাট পানিতে থৈ থৈ করে শুরু হয় কৃষকের ব্যস্থতার পালা । কৃষকেরা নেমে পড়ে মাঠে। প্রস্তুুতি নেয় নতুন ধানের বীজ বোপন করার । বর্ষার পানিতে ভিজে নতুন ধানের বীজ বোপন করার জন্য মাঠে নেমে পড়ে কৃষক । বীজ বোপন করার জন্য জমি চাষ করতে শুরু করে এবং সেই বর্ষাতে ভীজে তারা বীজ বোপন করে এসময় যেন তাদের কোন অবসর নাই ।
বর্ষায় মাঠ ঘাট পানিতে থৈ থৈ করে । মাঠ ঘাট নদী নালা বর্ষার পানিতে ভরে যায় মাছ ধরার জন্য মানুষ ব্যস্থ হয়ে পড়ে । অনেকে জাল দিয়ে মাছ ধরে আবার অনেকে বর্শি দিয়ে মাছ ধরে আর এ মাছ ধরা দেখার জন্য অনেক মানুষ ভীর জমায় । মাছ ধরার জন্য অনেকে আবার রাতে বর্শি দিয়ে আসে নদীতে আর সেই বর্শিতে সকালে যখন বোয়াল মাছ ধরে তখন যেন তার আনন্দের সীমা থাকেনা । আর এ মাছ বিক্রী করে তারা তখন সংসার চালায় । বর্ষা যেন তখন তাদের আশির্বাদ হয়ে ওঠে ।
আশাকরি আমার এই পোষ্টটি আপনাদের সবার ভালো লেগেছে । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
এরপর নিয়ে আসবো নতুন কোন পোষ্ট নিয়ে, সাথেই থাকুন…..
বর্ষার সময় চারপাশের চিত্র বদলে যায়। চারপাশ পানিতে ভরে ওঠে। আর রাস্তাঘাট কাদামাটিতে ভরে উঠে। বর্ষার চিত্র দেখতে অনেক ভালো লাগে। আপু আপনার পোস্ট দেখে খুবই ভালো লাগলো। আপনি অনেক সুন্দর করে নিজের অনুভূতি সবার মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit