আবেগ বিসর্জন ( প্রথম পর্ব )

in hive-129948 •  3 months ago 

আশাকরি ‘’ আমার বাংলা ব্লগ “ পরিবারের সবাই ভালো আছেন । আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি । আমি ” আমার বাংলা ব্লগ “ পরিবারের এক নতুন সদস্য । আজ আমি আপনাদের মাঝে আবেগ বিসর্জন নিয়ে একটি সত্য ঘটনা পোষ্ট করলাম ।

20240629_101506.jpg

জীবনে বেঁচে থাকার জন্য আবেগ বিসর্জস দেওয়া অত্যন্ত জরুরী :

আমাদের এ বিশাল পৃথিবীতে কত ধরনের মানুষ আছে, একেক মানুষের বৈশিষ্ট্য একেক রকম। কেউ আবেগ নিয়ে বেঁচে থাকে আবার কেউ বাস্তবতার সাথে লড়াই করে ক্লান্ত হয়ে পড়ে । এমনি কিছু চরিত্রের কথা এখানে বলবো, সাথেই থাকুন ।

আবেগ আছে বলেই তো মানুষ স্বপ্ন দেখে, আবেগ আছে বলেই তো মানুষ ভালোবাসে, আবেগ আছে বলেই তো মানুষ ঘর বাধে, সংসার করে আর এ আবেগ যদি সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়ে অন্য রুপে বদলে যায় তখন মানুষের জীবন হয়ে ওঠে দুর্বিসহ যা মৃত্যুর চেয়ে অনেক ভয়াবহ । ঠিক এই আবেগের বসে পড়েই একটা ছেলে নাম; আসিফ ভালোবাসে সোনিয়া নামের একটি মেয়েকে । মেয়েটা সবেমাত্র চাকরীতে জয়েন করেছে আর সেখানকার অফিসের কলিগ হলো আসিফ । আসিফ প্রথম দেখোতেই সোনিয়ার প্রেমে পড়ে যায় , আর তার মধ্যে সবসময় সোনিয়াকে হারানোর ভয় কাজ করে । আসিফ সোনিয়াকে তার ভালোবাসার কথা বলে না । আর সোনিয়া ও সেটা বুঝতে পারে না ।

সোনিয়ার অফিসের সবাই সোনিয়াকে খুব ভালোবাসতো কেননা সোনিয়াে একটু অন্যরকম ছিল খুব সহজেই সবাইকে আপন করে নিতে পারতো । সোনিয়া ছিল একটু চাপা স্বভাবের কষ্ট পেলেও সবাইকে তা বুঝতে দিত না হাসিমুখে সব মেনে নিতো । সোনিয়া যখন ফিল্ডে যেত তখন আসিফ তাকে এগিয়ে দিত, আসিফ ফিল্ড শেষ করে আবার সোনিয়ার ফিল্ডে গিয়ে সোনিয়াকে নিয়ে আসতো । যেহেতু আসিফের বাইক ছিল সেহেতু সোনিয়া কাজ শেষ করে আসিফের সাথে চলে আসতো । যেহেতু এসব বিষয়ে সোনিয়া একটু বোকা ছিল তাই আসিফের এসব পাগলামি সে বুঝতো না । সে মনে করতে যে তার অফিসের বড় ভাই তাকে সাহায্য করছে । সোনিয়া এসব বিষয় ক্ষতিয়ে ভাবেনি ।

সোনিয়া জীবনে প্রথম বাহিরের জগতে একা এসে চাকরী করছে এর আগে সে কোথাও একা একরাতও পার করেনি তাই বাহিরে এসে একা চলতে সে একটু ভয় পাচ্ছিল । যেহেতু আসিফ তার সব কাজ কর্মে সহযোগীতা করছিল তাই সোনিয়ার তেমন একটা অসুবিধা হতো না । আর অফিসের বসও বলে গেছিল যাতে সবাই সোনিয়াকে সহযোগীতা করে তাই সোনিয়ার তেমন ভয় লাগতো না । সোনিয়া আসিফের এমন ব্যাবহারের জন্য খুব খুশি ছিল । সোনিয়া ভাবতো আসিফ অনেক ভলো যে তাকে সবসময় সাহায্য করে কিন্তুু সোনিয়া তো জানতো না যে আসিফের আসল উদ্দেশ্য কি !

আশাকরি আমার এই পোষ্টটি আপনাদের সবার ভালো লেগেছে । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।

আজ এই পর্যন্ত, সবাই ভরো থাকবেন সুস্থ থাকবেন । আগামীপর্বে আরও বিস্তারিত থাকছে সে পর্যন্ত সাথেই থাকুন……….

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!