আশাকরি ‘’ আমার বাংলা ব্লগ “ পরিবারের সবাই ভালো আছেন । আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি । আমি ” আমার বাংলা ব্লগ “ পরিবারের এক নতুন সদস্য । আজ আমি আপনাদের মাঝে আবেগ বিসর্জন নিয়ে একটি সত্য ঘটনা পোষ্ট করলাম ।
জীবনে বেঁচে থাকার জন্য আবেগ বিসর্জস দেওয়া অত্যন্ত জরুরী :
আমাদের এ বিশাল পৃথিবীতে কত ধরনের মানুষ আছে, একেক মানুষের বৈশিষ্ট্য একেক রকম। কেউ আবেগ নিয়ে বেঁচে থাকে আবার কেউ বাস্তবতার সাথে লড়াই করে ক্লান্ত হয়ে পড়ে । এমনি কিছু চরিত্রের কথা এখানে বলবো, সাথেই থাকুন ।
আবেগ আছে বলেই তো মানুষ স্বপ্ন দেখে, আবেগ আছে বলেই তো মানুষ ভালোবাসে, আবেগ আছে বলেই তো মানুষ ঘর বাধে, সংসার করে আর এ আবেগ যদি সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়ে অন্য রুপে বদলে যায় তখন মানুষের জীবন হয়ে ওঠে দুর্বিসহ যা মৃত্যুর চেয়ে অনেক ভয়াবহ । ঠিক এই আবেগের বসে পড়েই একটা ছেলে নাম; আসিফ ভালোবাসে সোনিয়া নামের একটি মেয়েকে । মেয়েটা সবেমাত্র চাকরীতে জয়েন করেছে আর সেখানকার অফিসের কলিগ হলো আসিফ । আসিফ প্রথম দেখোতেই সোনিয়ার প্রেমে পড়ে যায় , আর তার মধ্যে সবসময় সোনিয়াকে হারানোর ভয় কাজ করে । আসিফ সোনিয়াকে তার ভালোবাসার কথা বলে না । আর সোনিয়া ও সেটা বুঝতে পারে না ।
সোনিয়ার অফিসের সবাই সোনিয়াকে খুব ভালোবাসতো কেননা সোনিয়াে একটু অন্যরকম ছিল খুব সহজেই সবাইকে আপন করে নিতে পারতো । সোনিয়া ছিল একটু চাপা স্বভাবের কষ্ট পেলেও সবাইকে তা বুঝতে দিত না হাসিমুখে সব মেনে নিতো । সোনিয়া যখন ফিল্ডে যেত তখন আসিফ তাকে এগিয়ে দিত, আসিফ ফিল্ড শেষ করে আবার সোনিয়ার ফিল্ডে গিয়ে সোনিয়াকে নিয়ে আসতো । যেহেতু আসিফের বাইক ছিল সেহেতু সোনিয়া কাজ শেষ করে আসিফের সাথে চলে আসতো । যেহেতু এসব বিষয়ে সোনিয়া একটু বোকা ছিল তাই আসিফের এসব পাগলামি সে বুঝতো না । সে মনে করতে যে তার অফিসের বড় ভাই তাকে সাহায্য করছে । সোনিয়া এসব বিষয় ক্ষতিয়ে ভাবেনি ।
সোনিয়া জীবনে প্রথম বাহিরের জগতে একা এসে চাকরী করছে এর আগে সে কোথাও একা একরাতও পার করেনি তাই বাহিরে এসে একা চলতে সে একটু ভয় পাচ্ছিল । যেহেতু আসিফ তার সব কাজ কর্মে সহযোগীতা করছিল তাই সোনিয়ার তেমন একটা অসুবিধা হতো না । আর অফিসের বসও বলে গেছিল যাতে সবাই সোনিয়াকে সহযোগীতা করে তাই সোনিয়ার তেমন ভয় লাগতো না । সোনিয়া আসিফের এমন ব্যাবহারের জন্য খুব খুশি ছিল । সোনিয়া ভাবতো আসিফ অনেক ভলো যে তাকে সবসময় সাহায্য করে কিন্তুু সোনিয়া তো জানতো না যে আসিফের আসল উদ্দেশ্য কি !
আশাকরি আমার এই পোষ্টটি আপনাদের সবার ভালো লেগেছে । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
আজ এই পর্যন্ত, সবাই ভরো থাকবেন সুস্থ থাকবেন । আগামীপর্বে আরও বিস্তারিত থাকছে সে পর্যন্ত সাথেই থাকুন……….