আসসালামু আলাইকুম , আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন । আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি । আজ আমি আপনাদের মাঝে বর্ষায় একটি গ্রমীন বাড়ীর অবস্থা নিয়ে পোষ্ট করলাম।
বর্ষায় একটি গ্রামীন বাড়ীর করুন অবস্থা :
একটি গ্যামীন বাড়ী যার চারদিকে অনেক গভীরতা মাঝখানে রয়েছে বাড়িটি । ঐ বাড়ীতে বাস করে চারজন সদস্য । দুইটা মেয়ে আর দুজন বয়স্ক মা বাবা , তাদের মধ্যে একজন আবার কানে শোনেনা।বর্ষায় বাড়ীর উঠানসহ চারদিক পানিতে ভরে গেছে যেন সেখান থেকে বেঢ় হবার আর কোন উপায় নাই। মানুষগুলো অসহায় হয়ে পড়েছে যে কিভাবে এই পানিগুলো ভেদ করে রাস্তায় ওঠা যাবে। কারন পানিগুলো অনেক নংরা ড্রেন আর নর্দমার পানিগুলো বের হতে না পেরে তাদের উঠানে একসাথে জমা হয়েছে । কারন পানি বের হবার রাস্তাগুলো মানুষ বন্ধ করে ফেলেছে ।
উঠানের পানি বেড় করার জন্য বয়স্ক লোকদুটো অনেক চেষ্টা করছিল কিন্তুু কোথায় পানিগুলো বের করবে তার কোন উপায় পাচ্ছিল না ।পানিগুলো বের করে দেওয়ার মতো কোন রাস্তা ছিল না তাই তারা অসহায়ের মতো সময় পার করছিল। যেহেতু তাদের বাড়িটি ছিল মাটির এবং চারদিক পানি জমার কারনে তা ভেঙ্গে যাবার আশংকা রয়েছে যার কারনে মানুষগুলোকে অসহায় দেখাচ্ছিল। মানুষটা অনেক গরীব বাড়ীভেঙ্গে গেলে মেয়েদুটো নিয়ে কোথায় যাবে ।
বাড়ির চারপাশ পানিতে ভরা তাই তারা কোথাও বের হতে পারছে না । এদিকে রান্নার ঘর টিউবয়েল নংরা পানিতে ভরে গেছে রান্না করে খাওয়ার মতোও কোন উপায় নাই তাই নংরা পানি ভেদ করে পাশের বাড়ি থেকে পানি এনে ঘরের ভিতরে চুলা বসিয়ে রান্না করে খেতে হচ্ছে । মানুষগুলো খুব অসহায়ের মতো দিন কাটাচ্ছিল অথচ তাদের সাহায্য করার কেউ নাই।
আমরা একটা কথা শুনেছি যে, কারও পৌষ মাস আবার কারও সর্বনাশ এই বর্ষা যেন তারই একটি প্রতিচ্ছবি । যে বর্ষার জন্য আমরা অপেক্ষা করি যে কখন বর্ষা আসবে কখন চারদিক পানিতে ভরে যাবে কৃষকেরা মাঠের কাজে নেমে পড়বে, অথচ আমরা কেউ কখনও চিন্তা করিনা এই বর্ষায় অসহায় গরীব মানুষগুলোর কি হবে ? ভাববেই বা কি করে আসলে বর্ষা ছাড়াও যে মানুষের বেঁচে থাকাটা অসম্ভব হয়ে পরে । কেননা এই বর্ষার ওপর নির্ভর করে হাজার হাজার কৃষক কারন সারা বছরের খাবারের জন্য বীজ বোপন করতে হয় এই বষারই সময় । তাই কিছু ক্ষতি হলেও বর্ষা যেন সকলের জন্য আশির্বাদ বয়ে আনে ।
আশাকরি আমার এই পোষ্টটি আপনাদের সবার ভালো লেগেছে । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
এরপর নিয়ে আসবো নতুন কোন পোষ্ট নিয়ে, সাথেই থাকুন…..