This is My Verification- 2 Post/ @nilufayeasmin

in hive-129948 •  6 months ago 

Hello Friends

This is @nilufayeasmin from Bangladesh

আশা করি আপনারা সবাই ভালো আছেন । আমি এখন স্টিমিট ভেরিফিকেশন- ২ এ কিছু বেসিক সিকিউরিটি নিয়ে আলোচনা করবো @nilufayeasmin

20240703_075915.jpg

প্রশ্ন : ১ আপনি কি আপনার স্টিমিটে সকল চাবী পেয়েছেন ?

উত্তর : আমি স্টিমিট একাউন্টে থাকা সমস্থ পাসওয়ার্ড পেয়েছি । আমি যখন প্রথম একাউন্ট তৈরী করেছিলাম তখন আমি এই পাসওয়ার্ডগুলো পেয়েছি এবং সংগ্রহ করে রেখেছি পিডিএফ আকারে ।

প্রশ্ন : ২ আপনি কি প্রতিটি পাসওয়ার্ড ফাংশন জানেন ?

হ্যাঁ, আমি স্টিমিট এর প্রতিটি ফাংশন কী এর কাজ জানি, এখানে ৪টি কি রয়েছে যা নিচে দেওয়া হলো :

১. পোস্টিং কী ।
২. মেমো কী ।
৩. সক্রিয় কী ।
৪. মালিক কী ।

বিস্তারিত ভাবে সমস্থ কী এর বর্ননা করা হলো

পোস্টিং কী : পোস্টিং কী হলো এমন একটি কী, যেটি একজন ব্যবহারকারিকে পোস্ট, মন্তব্য, ভোট, সম্মান, সম্পাদনা এবং অন্যান্য একাউন্ট অনুসরন করার অনুমতি দেয় । পোস্টিং কী ব্যবহার করে স্টিমিট একাউন্ট লগইন করা হয় ।

মেমো কী : মেমো কী এক একাউন্ট থেকে অন্য একাউন্টে অর্থ আদান প্রদানে সাহায্য করে ।

সক্রিয় কী : এই কী অত্যন্ত গুরুত্বপূর্ন কারন এটি একজন ব্যবহারকারীর পাওয়ার আপ বা পাওয়ার ডাউন করতে পারে । এটি একটি স্টিমিট একাউন্ট থেকে অন্য একটি স্টিমিট একাউন্টে অর্থ স্থানান্তর করতেও সাহায্য করে । এর মাধ্যমে স্টিমিট একাউন্ট থেকে অর্থ উত্তোলন করা যায় ।

মালিক কী : এটি আমাদের একাউন্টের কী গুলোর পাসওয়ার্ড পরিবর্তন করতে পারে । এর মাধ্যমে আমরা আমাদের একাউন্ট পুনুরুদ্ধার করতে পারি ।

প্রশ্ন : ৩ আপনি আপনার মাস্টার পাসওয়ার্ড কীভাবে রাখার পরিকল্পনা করেছেন ?

উত্তর : আমি আমার গুগল ড্রাইভ এবং কম্পিউটারে পিডিএফ আকারে পাসওয়ার্ড সংরক্ষন করেছি ।

প্রশ্ন : ৪ আপনি কি জানেন কিভাবে আপনার স্টিমিট টোকেন অন্য স্টিমিট ব্যবহারকারীর একাউন্টে সংরক্ষন করবেন ।

উত্তর : হ্যাঁ, আমি জানি ।

ধাপ ১ : প্রথমে স্টিমিট একাউন্ট লগইন করতে হবে ।
ধাপ২ :উপরের ডানকোনে ওয়ালেট একাউন্ট ক্লিক করে তারপর মুদ্রা হিসেবে Steem নির্বাচন করতে হবে । তারপর ড্রপডাউন বোতামটি ক্লিক করতে হবে ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!