কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমরা দেখতে দেখতে প্রায় কমপ্লিট করে ফেলতে চলেছি বারাসাতের এই কালীপুজোর প্যান্ডেল। আর হাতেগোনা কয়েকটি প্যান্ডেল আছে যেগুলো দেখা বাকি। আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম আর একটি প্যান্ডেলের সামনে, এই প্যান্ডেলটিতে ঢোকার সময় দেখতে পেলাম ডানদিকে একটি ছোট পুকুর আছে এবং তার পাশে একটি বড় স্ক্রিন করা আছে সাদা কাপড় দিয়ে যেখানে নৌকা চালানোর বিভিন্ন দৃশ্য দেখানো হচ্ছে। আমি আর আমার বর মশাই এই দৃশ্যটা দেখেই বুঝতে পেরেছি যে এরকমই কিছু থিম হয়তো ভেতরে করা হয়েছে। তারপর আরো একটু হেঁটে যেতে যেতে দেখতে পেলাম যে রাস্তা দিয়ে আমরা প্যান্ডেলের মধ্যে ঢুকছি সে রাস্তাটির দুই পাশে এবং মাথার ওপরে লাইটিং করা হয়েছে আর পুরো রাস্তাটা এত পরিমাণ আলোকিত হয়ে গেছে যে একটা ছোট পিঁপড়ে অব্দি যেন দেখা যাবে। এই রাস্তায় এসেই আমার মনটা খুব ছটফট করতে লাগলো যেন নাচ করতে ইচ্ছা করছিল। আমরা একটু লাইনের পেছনে এসে কয়েকটি সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম।
তারপর ভেতরের দিকে যেতেই বুঝতে পারলাম আমাদের পায়ের নিচে পাটাতন মত করা আছে। আমাদের পা আর মাটির উপর নেই। আরেকটু এগোতেই বুঝতে পারলাম যে আমরা কোন একটি নৌকার উপরে উঠে চলেছি। দুই পাশে দেখতে পারছি গ্রামে যেমন হাট বসে তেমনি যেন এখানেও হাট বসেছে। বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের জিনিস এখানে বিক্রি করতে বসেছেন। কেউ খাবার জিনিস যেমন মিষ্টি জিলাপি জাতীয় খাবারের দোকান দিয়েছে কেউ আবার ফলমূলের দোকান দিয়েছে, কেউ কেউ আবার সংসারের প্রয়োজনীয় আসবাবপত্রের দোকান দিয়েছে। এইসব দোকানপাট দেখতে দেখতে আমরা প্রায় উঠে গেলাম নৌকার উপরে। নৌকাতে উঠেই দেখতে পারছি ডান দিকে একজন নৌকা চালাচ্ছে। প্রথমে ভেবেছিলাম যিনি নৌকা চালাচ্ছেন তিনি হয়তো কোন মূর্তি অথবা এই দোকানপাট বসানো হয়েছে যেমন করে সেরকমই কোন ভাবে হয়তো তাকে তৈরি করা হয়েছে। কিন্তু কিছুক্ষণ পর ভালো করে দেখে বুঝতে পারলাম যে নৌকা চালাচ্ছে তিনি আসল মানুষ।
তবে এইভাবে স্থির মূর্তির মত দাঁড়িয়ে থাকতে কিন্তু অনেক কষ্ট হয়। আমরা আবার এগিয়ে যেতে যেতে দেখতে পেলাম মা কালীর প্রতিমার উপরে আগেকার গ্রাম গঞ্জের কিছু ছবি তুলে ধরা হয়েছে। আগে যেমন বিভিন্ন মালপত্র ঠেলাগাড়িতে করে নিয়ে যাওয়া হতো এখানেও তেমনি ছবিতে দেখানো হয়েছে। এছাড়াও আগে যেমন পালকির ব্যবহার ছিল সেটা এখানে দেখানো হয়েছে। এখনো অবশ্য কিছু কিছু জায়গায় পালকি দেখা যায় কিন্তু সেটা খুবই কম বললেই চলে। আমরা আরো এগিয়ে এবার মায়ের প্রতিমার সামনে দাঁড়ালাম। মায়ের প্রতিমার বাঁ দিকে রাখা আছে অনেকগুলি ট্রফি যেগুলি হয়তো এ ক্লাবের সদস্যরা মা কালীর পূজার থিম প্যান্ডেল তৈরি করার জন্য উপহার জিতেছেন। কালী মায়ের চারপাশের কারুকার্য এখানে খুবই নতুনত্ব ভাবে করা হয়েছে। আর কি দিয়ে করা হয়েছে? সেটা বোঝা খুবই কষ্টকর কাজ হয়ে দাঁড়িয়েছে, দেখে বোঝা যাচ্ছে না এই কারুকার্য কি দিয়ে কিভাবে করা।
প্রথমে তো দেখে মনে হচ্ছে সিঁড়ি করা হয়েছে আর তার পাশে নিচের দিকে ছোট ছোট জানলার মত করা হয়েছে এবং সে জানলার মধ্যে প্রদীপ জ্বলছে। এবং মায়ের চারিপাশে দেখে মনে হচ্ছে সরু সরু করে বাঁশের কঞ্চি কেটে সেগুলিকে বেঁধে মায়ের সামনে গেটের মত সুন্দর করে কারুকার্য করা হয়েছে। এখানে কালী মায়ের প্রতিমাটি অনেক সুন্দর এবং বড় করে করা হয়েছে। মায়ের সামনের দিকে মাথার উপরে অনেক বড় একটি ফুলের কারুকার্য দেখা যাচ্ছে। কিন্তু এই ফুলের কারুকার্যটাও যে কিভাবে করা হয়েছে দেখে বোঝার উপায় নেই। এই প্যান্ডেলটি অনেক সুন্দর করেছে এবং খুবই নতুনত্ব করে করার চেষ্টা করা হয়েছে। তবে এই অব্দি যে কটা প্যান্ডেল দেখেছি সব প্যান্ডেলের কালী মায়ের প্রতিমা ছাড়াও সামনে আরেকটি ছোট কালী মায়ের প্রতিমা ছিল এবং সেখানেই পূজা করা হয়েছিল। কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই বড় কালী মায়ের প্রতিমাতেই পূজো করা হয়েছে। এখানে দাঁড়াতে দিচ্ছিল না ভলেন্টিয়াররা প্রতিনিয়ত বাঁশি বাজিয়ে আমাদের হাঁটতে হাঁটতে প্রতিমা দর্শন করতে বলায় আমরা একটু না দাঁড়িয়ে হাঁটতে হাঁটতেই প্রতিমা দর্শন করে বেরিয়ে এলাম।
ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কালী পুজো সংক্রান্ত আগেও কিছু পোস্ট দেখেছি। এবং আপনি অনেক ছবি শেয়ার করছেন। আপনার ছবি এবং বিবরণ পড়ে স্পষ্টই বোঝা যাচ্ছে আপনি এ বছর কালীপুজো বেশ ভালোই উপভোগ করছেন। ছবিগুলো ভালো হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধর্মীয় উৎসব কালীপূজা সম্পর্কে আপনার 15 তম পর্বের লেখাগুলো পড়ে বেশ ভালো লেগেছে আমার। কালী পূজা উপলক্ষে লাইটিং করাটা অত্যন্ত আকর্ষণীয় হয়েছে। লাইটগুলো জ্বলন্ত অবস্থায় পরিবেশটা দেখতে আরো বেশি সুন্দর লাগে। যাহোক অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit