কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমরা অনেকেই অনেক রকম মাখা ভর্তা রেসিপি অনেক বেশি পছন্দ করে থাকি। তবে আজকে আমি যে মাখা পদ্ধতিটা শেয়ার করতে চলেছি সেটা আমার মনে হয় অনেকেই খেয়ে দেখেনি, আবার অনেকেই মাখাটা অনেক বেশি পছন্দ করে থাকে। আজকে অনেকদিন পর আমারও ইচ্ছা হল এই টমেটো মাখা করে খেতে। আসলে এই শীতের সময় রোদে বসে দুপুর বেলা এরকম এক বাটি টমেটো মাখা নিয়ে বসলে দুপুরবেলাটা পুরোই জমে যাবে। আর এই মাথাটা খেতে এতটাই বেশি সুস্বাদু লাগে যে একবার খেলে প্রতিদিন খেতে ইচ্ছা করবে। এই টমেটো মাখা টা দেখতে যতটা লোভনীয় খেতে আরো অনেক বেশি সুস্বাদু পুরো জিভে জল চলে আসার মত। সুন্দর টক ঝাল মিষ্টি স্বাদের হয় এই টমেটো মাখা। তাহলে দেরি না করে টমেটো মাখা শুরু করা যাক।
-:উপকরণ:-
টমেটো
কাঁচা লঙ্কা
লবণ
চিনি
তেঁতুল
সরষের তেল
-:টমেটো মাখার পদ্ধতি:-
প্রথমে আমি ছয়টি টমেটো মাঝারি আকারের নিয়ে নিলাম। আমি যে টমেটোগুলো নিয়েছিলাম সেটা একটু শক্ত ছিল। তবে ভালো পাকা টমেটো হলে আরো বেশি সুস্বাদু হয় খেতে। এই টমেটোগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। এবার লম্বা লম্বা আকার করে সবকটা টমেটো কুচি করে নিলাম। এবার কাঁচা লঙ্কাগুলো একটু কুচি করে নিলাম। বড় বাটিতে নিয়ে নিয়েছি যেন মাখতে সুবিধা হয়। এবার এই কুচি করা টমেটো গুলোর মধ্যে একে একে দিয়ে দিলাম লবণ, চিনি, এবং তেঁতুল। এই সব কিছুর মধ্যেই লঙ্কা কুচি গুলো দিয়ে ভালো করে চটকে লঙ্কাগুলি মাখিয়ে নিলাম। অনেকেই টমেটোর মধ্যে তেঁতুল দিয়ে মাখায় না, সাধারণভাবে টমেটো মাখায়, তবে তেঁতুল দিলে তেঁতুলের যে টক তাতে টমেটো মাখার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আর এই টমেটো মাখার মধ্যে একটু ধনেপাতা কুচি করে দেওয়া যায় এবং এভাবেও খেতে অনেক সুস্বাদু লাগে। কিন্তু আমাদের বাড়ি কেউ ধনেপাতা খায় না কারণ ধনেপাতার আলাদা গন্ধ এবং স্বাদ আছে যা তারা পছন্দ করে না। সেই জন্য এখানে আমি ধনেপাতার ব্যবহার করিনি।
এরপর সব উপকরণ দিয়ে ভালো করে কিছুক্ষণ মাখার পর চিনি গোলে এবং সব উপকরণ গোলে টমেটোর সাথে মিশে গেলে দেখা যায় তেঁতুলের জন্য টমেটোর রঙ একটু কালচে হয়ে যায়। এবার ভালো করে মাখা হয়ে গেলে এক চামচ সরষের তেল ওই টমেটো মাখার মধ্যে দিয়ে আরেকবার ভালো করে টমেটোটাকে সুন্দর করে মাখিয়ে সরষের তেল মিশিয়ে নিতে হবে। আসলে সরষের তেলের যে ঝাঁজ তাতে টমেটো মাখার স্বাদ আরো অনেক গুণ বেড়ে যায়। এবার আমার টমেটো মাখা একদম তৈরি হয়ে গেছে খাওয়ার জন্য।এই পদ্ধতিতে টমেটো মাখলে খুবই বেশি সুস্বাদু লাগে খেতে। আর এইভাবে টমেটো মাখলে এমনি খেতে যেমন সুস্বাদু লাগে, ভাতের সাথে মেখে খেতেও তেমন অনেক সুন্দর লাগে। অথবা চাইলে আলু ভর্তার সাথেও এমন করে টমেটো মাখা করে একসাথে ভাত দিয়ে মাখিয়ে খেতেও অনেক বেশি সুস্বাদু লাগে। এমনকি মুড়ির সাথে মেখে খেতেও অনেক বেশি সুস্বাদু লাগে। আর এইভাবে টমেটো মাখা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে।
ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।
টমেটো মাখা রেসিপি অনেকবার দেখেছি তবে কখনো নিজে ট্রাই করে খাওয়া হয়নি। আপনি দেখছি লোভনীয় টমেটো মাখা রেসিপি শেয়ার করেছেন। দেখে তো মনে হচ্ছে খুব মজা হয়েছিলো।তেতুল দিয়ে টমেটো মাখা করেছেন জন্য হয়তো খেতে একটু বেশি ভালো লেগেছিল। টমেটো যে তেতুল দিয়ে এভাবে মাখতে হয় আমি আসলে এটা জানতাম না। দারুন একটি রেসিপি শিখলাম আপনার কাছ থেকে। রেসিপিটি শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টমেটো আমার কাছে খুব ভালো লাগে। বাজারে পাকা টমেটো পাওয়া যায়। আমি প্রায় মাঝেমধ্যে এগুলো কিনে আনি এবং সালাদ করে খায়। এগুলো আমাদের খাবারের প্রতি আরও রুচি সৃষ্টি করে। আপনি অনেক সুন্দর করে তেঁতুল দিয়ে মাখিয়েছেন দেখে যেন অনেক লোভনীয় লোভনীয় মনে হল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক রুচি সম্মত একটা রেসিপি তৈরি করেছেন আপু। টমেটো পছন্দ করে না এমন মানুষ খুব কম রয়েছে। এটাতো আমার কাছে অনেক ফেভারিট একটা সবজি। তরকারির মধ্যে রান্না করলেও যেমন খেতে ভালো লাগে। এমনিতেই টমেটোর চাটনি তৈরি করে খেতেও ভালো লাগে আমার। অনেক সুন্দর সুস্বাদু রেসিপি করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কথাই ঠিক আপু আপনার টমেটো মাখা দেখে আমার জিভে জল চলে এসে গেছে। ঠিকই বলেছেন আপনি এরকম টমেটো মাখা নিয়ে দুপুর বেলা রোদে বসলে পুরো জমে যাবে দুপুর টাইম। খুবই লোভনীয়ভাবে তৈরি করেছেন টমেটোর মাখাঁ টি। দেখে তো খাওয়ার লোভ লেগে গেলো। যেহেতু টমেটো মাখা টি তৈরি করার নিয়ম গুলি বলে দিয়েছেন তাই আগামী কালকেই চেষ্টা করবো বাসায় তৈরি করে খাওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এরকম টমেটো মাখা প্রায় সময় খাওয়া হয়। তবে আপনি একটু ভিন্নভাবে টমেটো মেখেছেন। তেতুল দিয়ে টমেটো মাখা ভালই লাগে খেতে। তবে আমরা কখনো এর সাথে চিনি ব্যবহার করি না। যাই হোক এটা দেখতে বেশ লোভনীয় লাগছে। ধন্যবাদ আপু মজার একটা টমেটো মাখা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে এখন পর্যন্ত কোন দিন সুস্বাদু টমেটো মাখা রেসিপি খাওয়া হয়নি। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সুস্বাদু টমেটো মাখা রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আসলে এধরনের রেসিপি গুলো খেতে অনেক মজা লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শুকনো মরিচ আর ধনিয়া পাতা দিয়ে টমেটো মাখা হলে খেতে খুব ভালো লাগে। আপনার সুস্বাদু টমেটো মাখা দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। তেঁতুল দেওয়াতে খেতে নিশ্চয় খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এতো মজাদার এবং সুস্বাদু টমেটো মাখা রেসিপি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার টমেটো মাখা দেখে জিভে জল চলে আসলো। এভাবে টমেটো মাখা কখনও খাওয়া হয়নি। ঠিক বলেছেন আপু শীতের দুপুর বেলা রোদে বসে এমন এক বাটি টমেটো মাখা খেলে দুপুরবেলাটা খুব ভালো জমে উঠবে। আমি টমেটো খেতে খুব পছন্দ করি। আপনার উপস্থাপনা লোভনীয় হয়েছে। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেখেই তো বুঝা যাচেছ যে আপনার বানানো টমেটো মাখা মনে হয় বেশ সুস্বাদু হয়েছিল। আর এমন করে মজা করে টমেটো ভর্তা করে খেতে আমার নিজের কাছেও বেশ ভালো লাগে। আপনার আজকের রেসিপিটি আমার কাছে দারুন লেগেছে। ধন্যবাদ সুন্দর এই পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভর্তা বা মাখা আমার বেশ পছন্দের। মরিচ পিয়াজ দিয়ে টমেটো মাখা খেয়েছি। কিন্তু চিনি দিয়ে কখনও ট্রাই করা হয়নি। আপনার টমেটো মাখা দেখে বেশ লোভনীয় লাগছে। বেশ দারুণ তৈরি করেছেন আপু। পাশাপাশি পোস্ট টা খুবই সুন্দর উপস্থাপন করেছেন।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এভাবে কখনো টমেটো মাখা খাওয়া হয়নি তবে আপনার রেসিপিটি অনেক লোভনীয় হয়েছে এবং দেখেই বানিয়ে খেতে মন চাচ্ছে। তেঁতুল দেয়ার কারনে টমেটো মাখাটির স্বাদ বাড়িয়ে গেছে নিশ্চয়ই। ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি কখনো এভাবে টমেটো মেখে খাইনি। তবে আপনার টমেটো মাখা দেখে খেতে ইচ্ছে করছে।আমি মাঝে মধ্যে টমেটোর সালাদ খাই । কিন্তু এভাবে কখনো খাওয়ার সুযোগ হয়নি। তবে আপনার রেসিপিটি দেখে লোভনীয় লাগছে খেতে ও মনে হয় অনেক মজাদার হয়েছিল। ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর একটি রেসিপি পোষ্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit