'আমার বাংলা ব্লগ' লেভেল ৩ হতে আমার অর্জন।

in hive-129948 •  last month 

কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি লেভেল ৩ এর জ্ঞান অর্জন করেছি আমার প্রফেসরের কাছ থেকে। তিনি খুব ভালোভাবে আমাকে লেভেল ৩এর সবকিছু আমাকে সুন্দরভাবে বুঝিয়েছেন। তাই আমি যে জ্ঞান অর্জন করেছি তার ওপরে লিখিত পরীক্ষা দিতে চলেছি।

1000026128.jpg


১. মার্কডাউন কি?



উত্তর:- আমাদের যেসব মনের কথা, আবেগ অনুভূতি, অভিজ্ঞতা লেখার মাধ্যমে সুন্দর করে উপস্থাপন করতে চাইলে এবং লেখাগুলোকে সুন্দরভাবে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করতে হলে যে সকল কোড গুলো বা টেক্সট ফরম্যাট আমাদের ব্যবহার করতে হবে তাকে মার্কডাউন বলে।


২. মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ?



উত্তর:- আমরা সবাই প্রতিনিয়ত চেষ্টা করি সুন্দরভাবে পরিপাটি হয়ে থাকার। এবং বাইরে কোথাও ঘুরতে গেলেও চেষ্টা করি সুন্দর ভাবে পরিপাটি হয়ে বাড়ি থেকে বের হতে যেন সবার দৃষ্টি আকর্ষণ হয়। তেমনি আমাদের লেখা গুলো সুন্দর ভাবে উপস্থাপন করা এবং পাঠকের দৃষ্টি আকর্ষণ করার জন্য সুন্দরভাবে পরিপাটি করা প্রয়োজন। তাই আমরা নির্দিষ্ট কিছু লেখা বোল্ড করতে, ইটালিক করতে, কিছু পয়েন্ট হাইলাইট করতে, লেখার মাঝে ফটো দিতে, এবং লেখার হেডিং একটু বড় করতে চাইলে এই মার্কডাউন কোড ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। এই মার্কডাউন কোড ব্যবহারের ফলে আমাদের লেখা পোস্টটি সুন্দর ও আকর্ষণীয় হয়ে ওঠে।

৩. পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায়?



উত্তর:- পোস্টের মধ্যে মার্কডাউন এর কোড গুলো প্রতিফলন না ঘটিয়ে দৃশ্যমান করার জন্য টেক্সট ফরম্যাট শুরু করার আগে চারটি স্পেস দিয়ে তারপর লেখা শুরু করতে হবে। তাহলেই কোডটি দৃশ্যমান হবে।

৪. নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলি উল্লেখ করুন।



উত্তর:-
|user|posts|steem power|
|---|---|---|
|user1|10|500|
|user2|20|9000|

৫. সোর্স উল্লেখ করার নিয়ম কি?



উত্তর:- সোর্স উল্লেখ করার জন্য প্রথমে থার্ড ব্রাকেটের মধ্যে সোর্স লিখতে হবে এবং তারপর ফাস্ট ব্র্যাকেটের মধ্যে লিংক দিতে হবে।
[সোর্স] (লিংক) এভাবেই সোর্স উল্লেখ হয়ে যাবে। তবে দুটি ব্রাকেটের মাঝখানে কোন স্পেস দেওয়া যাবে না।

৬. বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।



উত্তর:-
# Header 1
## Header 2
### Header 3
#### Header 4
##### Header 5
###### Header 6


7. টেক্সট জাস্টিফাই মার্ক ডাউন কোডটি লিখুন।


উত্তর:-
1000026163.jpg


৮. কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত?



উত্তর:- কনটেন্টের টপিকস নির্বাচনে
•জ্ঞান
•অভিজ্ঞতা
•ও সৃজনশীলতার উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত।

৯. কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন?



উত্তর:- কোন টপিকস নিয়ে ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর আমাদের যথেষ্ট জ্ঞান থাকা খুবই প্রয়োজন। কারণ যদি আমাদের যথেষ্ট জ্ঞান না থাকে তাহলে আমরা সেই বিষয় সম্পর্কে অন্য কাউকে সঠিক তথ্য দিতে পারবো না। এবং আমরা সেই বিষয় সম্পর্কে ভালোভাবে উপস্থাপন করতে পারব না। তাই আমাদের যদি কোন বিষয় অর্থাৎ টপিকস নিয়ে যথেষ্ট জ্ঞান থাকে তাহলে আমরা সেই সম্পর্কে যথেষ্ট তথ্য দিতে পারবো এবং ভালোভাবে উপস্থাপন করতে পারব।

১০. ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন?



উত্তর:-আমি যদি $7 এর ভোট দিয়ে থাকি তাহলে তার অর্ধেক অর্থাৎ $3.5 সমমূল্যের Sp পাব।
আবার অন্যদিকে STEEM কয়েনের মূল্য $.50 হলে, সেক্ষেত্রে আমি Sp পাবো=(3.5÷.50)=7Sp.


১১. সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি?



উত্তর:- সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পেতে হলে আমাদের কোন পোস্ট পাবলিশ হওয়ার ৫ মিনিট পর থেকে ৬ দিন ১২ ঘন্টার মধ্যে ভোট দিতে হবে।


১২. নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে?



উত্তর:-নিজে কিউরেশন করার থেকে @Heroism কে ডেলিগেশন করলে আমি বেশি আর্ন করতে পারব। কারন আমার কাছে যে পরিমাণ স্টিম পাওয়ার রয়েছে সেটা খুবই সামান্য পরিমাণ। যা দিয়ে আমি কাউকে ভোট দিলে আমার হয়তো এক বা দুই সেন্ট রিওয়ার্ড হতে পারে। আর অনেক সময় বিভিন্ন কারণে এই রিওয়ার্ড ও আমি নাও পেতে পারি। কিন্তু আমি যদি @Heroism কে আমার এসপি ডেলিভেট করি তাহলে @Heroism তার ক্ষমতা অনেক গুনে বাড়িয়ে তুলতে পারবে। এবং সে একটি কোয়ালিটি সম্পন্ন পোস্টে ভালো পরিমাণ ভোট দিয়ে সেই ভোট থেকে যে পরিমাণ কিউরেশন রিওয়ার্ড অর্জন করবে সেটা থেকে আমার ডেলিগেশন করা এসপির ভিত্তিতে আমি ভালো পরিমান রেওয়ার্ড পেয়ে যাব।


আশা করি আজকে আমার লিখিত পরীক্ষায় আমি ভালোভাবে প্রতিটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছি। আজকের পোস্টটি আপনার ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। মহান সৃষ্টিকর্তা সবাইকে ভালো রাখুক।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

লেভেল তিন থেকে আপনার অর্জন গুলো দেখে আমার খুবই ভালো লেগেছে। আমি আশা করি আপনি প্রত্যেকটি লেভেল অত্যন্ত দক্ষতার সাথে কৃতকার্য হয়ে একজন ভেরিফাইড মেম্বার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন।

আপনি লেভেল তিন অতিক্রম করেছেন দেখে ভালো লাগলো। লেভেল তিন থেকে অনেক কিছু অর্জন করেছেন। আশা করছি পরবর্তী লেভেল গুলোতে অনেক কিছু অর্জন করবেন। খুব তাড়াতাড়ি লেভেল অতিক্রম করে ভেরিফাইড মেম্বার হিসেবে আমাদের সাথে কাজ করবেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

ধন্যবাদ আপু।

প্রথমে আপনার জন্য অনেক অনেক শুভকামনা জানাই। আপনি বেশ দারুণভাবে লেভেল তিনের পরীক্ষা দিয়েছেন। আপনার পরীক্ষার খাতা দেখে বুঝতে পারলাম খুব সুন্দর অ্যানসার করেছেন। আশা করব এভাবে আপনি ভেরিফাইড হওয়ার সুযোগ তৈরি করে নিবেন।

আপনার লেভেল তিনের লিখিত পরীক্ষা দেখে মনে হচ্ছে আপনি লেভেল তিনের বিষয় গুলো ভালো ভাবে বুঝতে পেরেছেন। আসলে লেভেল তিন স্টিমিট ব্লগারের জন্য খুবই উপকারী একটি ক্লাস। যাইহোক, আপনার জন্য শুভকামনা রইল আপু।

অনেক সুন্দর উপস্থাপনা দিদি। আপনি লেভেল ৩ থেকে যতটুকু জ্ঞান অর্জন করেছেন তার আঙ্গিকে আজকের টপিক গুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আশা করি খুব দ্রুতই পরবর্তী লেভেলে উত্তীর্ণ হতে পারবেন আপনার জন্য শুভকামনা রইল।