চিঁড়ের পোলাও রেসিপি।

in hive-129948 •  3 months ago 

কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


1000022587.jpg



অনেকেই আছে একটু স্বাস্থ্যবান অর্থাৎ চলতি ভাষায় যাকে বলে একটু মোটাসোটা, আর সেই জন্যই চিন্তা করে যে একটু খাওয়া-দাওয়া কন্ট্রোল করে বা একটু স্বাস্থ্যকর খাবার খেয়ে শরীর ফিট করবে। কিন্তু কোন ভাবেই বোঝাটা সম্ভব হয়না সব সময় যে, কোন খাবার খেলে শরীরের মেদ জমে না আবার পেটটাও ভরা থাকবে। আসলে এই যে শীতকাল সময়টা এটা কিন্তু শরীর স্বাস্থ্য ঠিক রাখার এবং ওজন কমানোর একদম সঠিক সময়। কারণ এই সময়ে আমরা অনেক বেশি ছোটাছুটি করতে পারি ব্যায়াম করতে পারি কারণ শীতে ঠান্ডার জন্য আমাদের কষ্ট কম হয় আর ঘাম হয় না। যেটা গরম কালে একটু ব্যায়াম করতে না করতেই ভীষণ গরম লেগে যায় আর খুব কষ্ট হয়। তবে এই শীতের সময়টা ওজন কমানোর সঠিক বলে আমার মনে হয় এই কারণে যে, এই সময় যেহেতু প্রচুর পরিমাণে শাকসবজি পাওয়া যায়, তাই সেটা আমরা খেয়ে থাকতে পারি।



এছাড়া এই শাকসবজি দিয়ে আমরা বিভিন্ন রকমের রেসিপি তৈরি করে খেতে পারি। আর এই বেশি পরিমাণে সবজি খাওয়ার কারণে আমাদের ওজন খুব তাড়াতাড়ি কমে যেতে পারে। আসলে ওজন কমাতে গেলে এবং আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখতে হলে প্রচুর পরিমাণে সবজি এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া প্রয়োজন। আর তিন বেলা যে ভাত খেতে হবে এর কোন মানে নেই। কারণ ভাত আমাদের শরীরে খুব বেশি দরকারি এমনটা নয়। আর এই শীতকালে পাওয়া সবজির সহযোগিতায় আমিও একটু আমার ওজন কমানোর উদ্যোগ নিয়েছি। আর সেই কারণেই ভেবেছি ভাত কম খেয়ে এই শীতের সময় যেহেতু অনেক ভালো শাকসবজি পাওয়া যায় সেগুলোই বিভিন্নভাবে খাওয়ার চেষ্টা করব। তাই আজ সকাল বেলার খাবারে চিঁড়ের পোলাও করলে সকালের খাবারটা বেশ জমে যাবে। তাহলে শুরু করা যাক চিঁড়ের পোলাও রান্না।

1000022559.jpg


-:উপকরণ:-

চিড়ে
ফুলকপি
বিন
ক্যাপসিকাম
গাজর
আলু
মটরশুটি
কাঁচা বাদাম
পেঁয়াজ
কাঁচা লঙ্কা
হলুদ
লবণ
সরষে

1000022567.jpg


-:চিঁড়ের পোলাও রেসিপি:-

প্রথমে আমি ফুলকপি, বিন, ক্যাপসিকাম, গাজর, আলু ভালো করে জল দিয়ে ধুয়ে সমান করে ছোট ছোট আকারে সবকটি সবজি কেটে নিলাম। এইসব সবজির একই পরিমাণ মত কিছু মটরশুঁটি বেছে নিলাম। একটু ছোট আকারের একটি পেঁয়াজ কুচি করে নিলাম। একই সাথে দুটি কাঁচা লঙ্কা কুচি করে নিলাম। অল্প কয়েকটি কাঁচা বাদাম ধুয়ে নিলাম একটি বাটিতে করে। সব সবজির পরিমাণ বুঝে পরিমাণ মতো চিড়ে নিয়ে ভালো করে দু এক বার ধুয়ে নিলাম। এবার একটি ঝাজরিতে ওই চিড়েগুলো জল ঝরাতে রেখে দিলাম। সব উপকরণ সুন্দর করে গুছিয়ে নিয়ে এবার শুরু করে দেবো আমাদের আসল রান্না। একটি কড়াইতে দুই চামচ মত সাদা তেল নিয়ে নিলাম। কড়াইতে তেল একটু ভালো করে গরম হয়ে আসলে ধুয়ে রাখা কাঁচা বাদামগুলি দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার কাঁচা বাদাম গুলি একটু সময় ধরে ভেজে নিলাম যতক্ষণ না বাদামের রং একটু গাঢ় হয়ে উঠল। একটি বাটিতে আলাদা করে ভাজা বাদাম গুলি তুলে রেখে দিলাম।

1000022575.jpg


1000022568.jpg



এখনো কড়াইতে বেশ খানিকটা তেল আছে আর আমি অল্প তেলেই পুরো রান্নাটা করব। তাই অবশিষ্ট যেটুকু তেল আছে সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম পরিমাণ মতো সরষে ফোড়ন। এখানে অনেকে সরষের সাথে শুকনো লঙ্কা ফোড়ন দেয়।কিন্তু আমি যেহেতু এই রান্নাটির স্বাস্থ্যকর ভাবে করবো তাই এখানে শুকনো লঙ্কা ফোড়ন দেব না। সরষে কয়েক সেকেন্ড ভাজা হলেই দিয়ে দিলাম কুচি করে কাটা পেঁয়াজ। এবার এই পেঁয়াজ কিছুক্ষণ নাড়াচাড়া করে সব সবজি একসাথে দিয়ে দিলাম কড়াইতে। যেহেতু সব সবজিগুলো একই রকম ভাবে একই আকারে কেটেছি সেহেতু সব সবজি একসাথেই সেদ্ধ হয়ে যাবে। তাই সব সবজি একসাথেই কড়াইতে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দু চার মিনিট পর ঢাকনা খুলে আরেকটু নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে দিলাম আর একই সাথে দিয়ে দিলাম কুচি করে রাখা কাঁচা লঙ্কা। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে সবজির মধ্যে হলুদ লবণ ভালো করে মিশিয়ে দিলাম।


1000022569.jpg


1000022571.jpg


এবার আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম যেন সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। তবে মাঝেমধ্যে ঢাকনা তুলে নাড়াচাড়া দিয়ে দেখতে হবে যেন কড়াইতে সবজিগুলো পোড়া লেগে না যায়। ঢাকা দিয়ে দিয়ে ভালো করে সবজিগুলো ভেজে নিলাম। কিছুক্ষণ পর দেখলাম সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং ভালো করে ভাজাও হয়ে গেছে। এবার ওই সবজি গুলোর মধ্যে আমি আগে থেকে জল দিয়ে ধুয়ে রাখা চিড়ে দিয়ে দিলাম। এবং তার সাথে ভেজে রাখা বাদামও দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে ভাজতে লাগলাম। সব উপকরণ ভালো করে মিশে গিয়ে সুন্দর করে ভাজা হলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এবার পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে চিঁড়ের পোলাও। এই রান্নাটি খুব সহজে এবং খুব অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। তাই সকালের খাবারের জন্য অথবা স্কুল এবং কলেজের টিফিনে দেওয়ার মত খুবই স্বাস্থ্যকর এবং তাড়াতাড়ি হয়ে যাওয়া খুবই ভালো একটি রেসিপি।

1000022572.jpg


1000022577.jpg


1000022589.jpg


ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

চিঁড়ের পোলাও রেসিপি দুর্দান্ত হয়েছে। শীতের সময় বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়। আর টাটকা শাকসবজি খেতেও ভালো লাগে। আপনি এত সুন্দর করে চিঁড়ের পোলাও রেসিপি তৈরি করে উপস্থাপন করেছেন দেখে অনেক ভালো লাগলো।

যেন ভিন্ন স্বাদের এক রুচিশীল খাবার আমাদের মাঝে নিয়ে উপস্থিত হয়েছেন। অনেক ভালো লাগলো আপনার আজকের এই চিড়ার পোলাও রেসিপি তৈরি করতে দেখে। আশা করি অনেক অনেক সুস্বাদু ছিল।

চিঁড়ের পোলাও রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশন আমার অনেক ভালো লেগেছে, শেয়ার করার অসংখ্য ধন্যবাদ।

চিঁড়ের পোলাও দেখে তো রীতিমতো লোভ লেগে গেলো।সুস্বাদু স্বাদে দারুণভাবে চিঁড়ের পোলাও তৈরি করেছেন। আমার তো এরকম মুখরোচোক খাবার খেতে খুব ভালো লাগে। এসব খাবার দেখলে লোভ সামলানো মুশকিল। সুস্বাদু রেসিপিটির প্রতিটি ধাপ বিস্তারিতভাবে আমাদের সাথে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। সুন্দর রেসিপিটি শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

চিংড়ি পোলাও অসাধারণ সুন্দর একটি লোভনীয় সুস্বাদু রেসিপি।চিংড়ি পোলাও খেতে দারুণ লাগে।আপনি আজকে খুব সুন্দর করে চিংড়ি পোলাও করেছেন ও চিংড়ি পোলাও রন্ধন প্রনালী আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু রেসিপিটি ধাপে ধাপে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

চিড়া ব্যবহার করে পোলাও রেসিপি তৈরি করা যায়, তা আসলে আমার জানা ছিল না। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে চিঁড়ের পোলাও রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা পোলাও রেসিপি টি দেখে লোভ লেগে গেল আপু। আপনি প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন। রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল।

চিড়ার পোলাও এই রেসিপি টা আগে কখনও দেখিনি। সত্যি দারুণ তৈরি করেছেন আপু। বেশ অনেক ধরনের উপকরণ প্রয়োজন হয় দেখছি। চমৎকার উপস্থাপন করেছেন রেসিপি টা। সবমিলিয়ে অসাধারণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে রেসিপি টা শেয়ার করে নেওয়ার জন্য।।