স্পাইসি পাস্তা রেসিপি।

in hive-129948 •  7 days ago 

কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


1000023671.jpg



শীতকাল মানে প্রচুর শাকসবজি। আর এই শীতকালে আমি যা কিছু রান্না করি সব কিছুতে একটু বেশি সবজি দেওয়ার চেষ্টা করি। তাহলে রান্নাটা খুব স্বাস্থ্যকর হয় এবং অনেক বেশি সবজি খাওয়া হয়ে যায়। আজকে সকাল থেকেই কিছু মুখরোচক খেতে ইচ্ছা করছিল। তাই ভাবলাম একটু স্পাইসি করে পাস্তা রান্না করি। কিন্তু পাস্তা যেহেতু স্বাস্থ্যকর খাবার নয় সেই জন্য এটাকে স্বাস্থ্যকর করার জন্য প্রচুর পরিমাণে সবজি দিতে হবে। তাহলে এই খাবারটি একটু স্বাস্থ্যকর হয়ে উঠবে। সেটা ভেবেই আমি অনেক বেশি সবজি নিয়ে চলে এলাম পাস্তা রান্না করতে।

1000023633.jpg


-:উপকরণ:-

পাস্তা
মটরশুটি
বিন
গাজর
ক্যাপসিকাম
টমেটো
পেঁয়াজ
আদা
কাঁচা লঙ্কা
হলুদ
লবণ
ম্যাগি মসলা
টমেটো সস

1000023637.jpg

1000023636.jpg


-: পাস্তা রান্নার পদ্ধতি:-

প্রথমে আমি মটরশুটি গুলিকে বেছে একটি বাটিতে রেখে দিলাম। তারপর বিন, গাজর, ক্যাপসিকাম, টমেটো ভালো করে জল দিয়ে ধুয়ে একদম ছোট ছোট আকারে কেটে নিলাম। একই সাথে পেঁয়াজ, আদা, এবং লঙ্কা ভালো করে জল দিয়ে ধুয়ে একদম কুচি করে নিলাম। সবকিছু কাটাকাটি করে গুছিয়ে নিয়েছি। এবার আমি শুরু করব রান্না করা। প্রথমে আমি একটি কড়াইতে দুই চামচ পরিমাণ তেল নিয়ে নিলাম। কড়াইয়ের তেল একটু গরম হতে দিয়ে দিলাম আদা কুচি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে একটু বাদামী রং ধরতেই দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ। এবার আদা এবং পেঁয়াজ একসাথে ভালো করে ভাজতে লাগলাম।

1000023661.jpg


1000023662.jpg


1000023638.jpg


এক দুই মিনিট মত ভেজে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। আরো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে টমেটো ভালো করে নরম হয়ে আসলে দিয়ে দিলাম কেটে রাখা সমস্ত সবজিগুলো। ভালো করে সব মিশিয়ে নাড়াচাড়া করে সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম হলুদ, লবণ এবং লঙ্কা কুচি। এবার আরও একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম, তাহলে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। কড়াইয়ে ঢাকনা দিয়ে অন্যদিকে একটি পাত্রে এক বাটি মতো পাস্তা নিয়ে সেদ্ধ হতে দিয়ে দিলাম। কড়াইয়ে সবজি সেদ্ধ হতে হতে এদিকে পাস্তাও সেদ্ধ হয়ে যাবে। কড়াই থেকে ঢাকনা তুলে মাঝেমধ্যে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে যেন সবজি কড়াইতে লেগে পুড়ে না যায়। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার কারণে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে।

1000023664.jpg


1000023666.jpg



আর অন্যদিকে পাস্তাগুলিও আমি ঢাকা দিয়ে তাড়াতাড়ি সেদ্ধ করে নিয়েছি। পাস্তা সেদ্ধ হতে বেশি সময় লাগে না, এবার আমি পাস্তা থেকে জল ঝরিয়ে নিয়েছি। এবার ওই পাস্তাগুলি কড়াইতে দিয়ে দিলাম। ভালোভাবে সবজির সঙ্গে পাস্তাগুলি মিশিয়ে নাড়াচাড়া করতে লাগলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম প্যাকেট ম্যাগি মসলা এবং দুই চামচ মত টমেটো সস। এবার সব উপকরণ এবং মসলা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এক থেকে দুই মিনিট কড়াইতে জাল দিতে দিতে নাড়াচাড়া করতে লাগলাম। তারপর সবকিছু ভালো করে মিশে গেলে আগুন নিভিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের স্পাইসি পাস্তা। এবার পরিবেশনের জন্য একদম তৈরি।

1000023667.jpg

1000023669.jpg


ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাহ্ আজকে দেখছি আপনি কয়েক ধরনের সবজি দিয়ে পাস্তা রেসিপি করেছেন। আপনার প্রতিটি রেসিপি অনেক মজার হয়। খুবই সুন্দর ভাবে রেসিপিটি করে আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

image.png

স্পাইসি পাস্তা অনেক বেশি লোভনীয় হয়েছে দেখতে খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। স্পাইসি পাস্তা আমার অনেক পছন্দের একটি খাবার। রেসিপির প্রতিটি ধাপ ধারাবাহিকভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। মজাদার এই স্পাইসি পাস্তা রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

টমেটো আর গাজর ব্যবহার করেছেন তাই আশা করব অনেক সুস্বাদু হয়েছে এই পাস্তা রেসিপি। এখন বাজারে ব্যাপক পরিমাণ এই সমস্ত কাঁচামাল গুলো পাওয়া যাচ্ছে। আমি কিছুদিন আগে বাজারে লক্ষ্য করলাম বিভিন্ন রকমের পাস্তা বিক্রয় হচ্ছে। এগুলো কিনে এনে সুন্দরভাবে রান্না করা যায়। এখনই সময় টমেটোর সাথে রান্না করলে খেতে ভালো লাগবে।

কয়েক ধরনের সবজি দিয়ে পাস্তা রেসিপি তৈরি করেছেন দেখছি। সন্ধ্যার নাস্তায় পাস্তা খেতে বেশ ভালো লাগে। আমি তো মাঝে মাঝে রাতে নুডুলস কিংবা পাস্তা রান্না করে খেয়ে নিই। আপনার তৈরি পাস্তা রেসিপি বেশ লোভনীয় লাগছে। এরকম লোভনীয় রেসিপি দেখলে কি লোভ সামলে রাখা যায়? প্রতিটি ধাপে ধাপে রেসিপিটি শেয়ার করে নিয়েছেন দেখে ভালো লাগলো।

যেকোনো রকমের রেসিপি দেখলেই একেবারে লোভ লেগে যায়। আপনি তো আজ একেবারে আমার ফেভারিট স্পাইসি পাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলেন। এই রেসিপিটা আমার কত বেশি পছন্দের, এটা বলে বোঝাতে পারবো না। এরকম মজাদার রেসিপিগুলো ছোট বড় সবাই খুব ভালোবাসে খেতে। দেখেই বুঝতে পেরেছি , এই মজাদার স্পাইসি পাস্তা রেসিপিটা সবাই অনেক মজা করে খেয়েছিলেন।

বাহ্ আপনি দেখছি স্পাইসি পাস্তা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে অনেক লোভনীয় লাগছে ।পাস্তা নিজে হাতে কখনো রান্না করে খাওয়া হয়নি। আপনার পাস্তা রান্না পদ্ধতি দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

স্পাইসি পাস্তা রেস্টুরেন্টের মধ্যে বেশ কয়েকবার খাওয়া হয়েছিল। তবে, এখন পর্যন্ত কোন দিন বাসায় তৈরি করে খাওয়া হয়নি। আপনি দেখছি বাসায় বসে স্পাইসি পাস্তা রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে লোভ লেগে গেল আপু। আপনি প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।

স্পাইসি পাস্তা রেসিপি টা দেখে আমার তো অনেক লোভ লাগলো। এটা কিন্তু আমার অনেক বেশি ফেভারিট। এটা দেখলেই আমার অনেক খেতে ইচ্ছে করে। আর খুবই লোভ লেগে যায়। অনেক মজাদার হয়েছে রেসিপিটা তা দেখেই বোঝা যাচ্ছে। এখন যদি আমি এটা পেতাম, তাহলে তো অনেক মজা করে খেয়ে নিতাম।

রেসিপিটা দেখে তো জিভে জল চলে এলো। বিকেলের নাস্তায় এরকম পাস্তা হলে আর কিছুই লাগেনা। বেশ লোভনীয় লাগছে দেখতে। বিভিন্ন রকম সবজি এড করেছেন এটা নিশ্চয় সুস্বাদু হয়েছে। মজার এই রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

আপনার স্পাইসি পাস্তা রেসিপি বেশ দুর্দান্ত হয়েছে। মটরশুটি দেওয়াতে স্পাইসি পাস্তা খেতে খুব ভালো লাগে। আপনার রন্ধন প্রক্রিয়া বেশ দুর্দান্ত হয়েছে। ‌ আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন ‌। এই ধরনের রেসিপি আমার খুব পছন্দের। ধন্যবাদ আপনাকে রেসিপি পোস্টটি শেয়ার করার জন্য।

বাহ দেখে বেশ লোভনীয় লাগছে। বাড়িতে একটু আলাদাভাবেই তৈরি করেছেন পাস্তা টা। সাথে মটরশুটি গাজরের মতো উপকরণ গুলো ব‍্যবহার করেছেন। সবমিলিয়ে দারুণ ছিল আপনার রেসিপি টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

পাস্তা রেসিপি দুর্দান্ত হয়েছে আপু। দেখেই তো বোঝা যাচ্ছে খেতে খুবই মজার হয়েছিল। আর এত সুন্দর করে রেসিপি তৈরির পদ্ধতি তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। খুবই লোভনীয় একটি রেসিপি উপস্থাপন করেছেন আপনি।