আজকের ফটোগ্রাফি ★★ ০৩ জানুয়ারি ২০২২ ★★ ★ 10% beneficiaries for @shy-fox

in hive-129948 •  3 years ago 

★★ আমার বাংলা ব্লগ★★

★ আজকের ফটোগ্রাফি ★

★ বাংলাদেশ ★

IMG20220103123302_00.jpg

আজকের ফটোগ্রাফি ব্লগ-এ সবাইকে স্বাগতম ! আশা করি সবাই ভালো আছেন ! আমিও খুব ভালো আছি ! "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে প্রতিদিনের মতো আজকেও কিছু ফটোগ্রাফি শেয়ার করবো ! আশা করি আপনাদের ভালো লাগবে আমার মোবাইল ফটোগ্রাফি গুলো ! আজ সোমবার জানুয়ারি মাসের তিন তারিখ ! যদিও শীত অনেক আগে থেকে পড়া শুরু করেছে তবে আজকে একটু বেশিই শীত পড়েছে , এতো দিনের থেকে ! আজ সকাল বেলা ঘুম থেকে উঠে দেখি চার দিকে অনেক কুয়াসা ! কুয়াসা এতো বেশি যে মনে হচ্ছে আমি ছোট একটা পৃথিবীতে দারিয়ে আছি, আর চারদিকে সাদা আকাশ ঘিরে আছে আমাকে ! সকাল বেলা ঠান্ডা ঠান্ডা অনুভূতি নিয়ে সময় চলে যায় ! দুপুর বেলা সূর্যমামা আকাশে উকি মারে ! তখন মনে হচ্ছে সকাল বেলার সূর্য উঠতেছে !দুপুর বেলা আকাশে সূর্য উঠলেও হালকা বাতাস বয়ে যাচ্ছে ! যার কারণে প্রচুর ঠান্ডা লাগতেছে ! তো এতো ঠান্ডার মাঝে আমি কিসের ছবি তুলবো ভেবে পাচ্ছি না ! মোবাইল হাতে নিয়ে এদিক সেদিক ঘুরাঘুড়ি করতেছি কিন্তু মাথায় কিছু আসতেছে না ! অনেকক্ষণ ধরে এদিক সেদিক ঘুরাঘুড়ি করার পর বাড়ির ফুলের গাছটা চোখে পড়ে ! যদিও এই ফুলের ছবি এর আগেও একবার তুলেছি ! তারপরও আবার এই ফুলেরি ফটোগ্রাফি করতে শুরু করলাম ! এবং ভাবলাম যে আজ কিছু ফুলের ছবি প্রকাশ করি ! যেই ভাবা সেই কাজ এদিক সেদিক ঘুরাঘুড়ি করে কয়েকটা ছোট বড় ফুলের ছবি তুলাম ! আসলে ফুলের ফটোগ্রাফি করলে অনেক সুন্দর হয় ! ফুল যেহেতু এক জায়গায় দারিয়ে থাকে সেহেতু বিভিন্ন ভাবে বিভিন্ন দিক দিয়ে ফুলের ছবি তোলা যায় ! এবং মোবাইল দিয়ে ফুলের ছবি তুললে খুব সুন্দর ভাবে তোলা যায় ! আমার মোবাইলের ক্যামেরা ততটা ভালো না ! এজন্য ফুল কিংবা কাছের ছোট জিনিসের ফটোগ্রাফি করতে হয় ! আমি এমনিতেও ফটোগ্রাফি করতে অনেক ভালোবাসি ! যদিও ক্যামেরার জন্য করতে পারি না ! তবুও চেষ্টা করি ভালো কিছু সবার সাথে শেয়ার করতে ! আজকের ফটোগ্রাফি ছিলো ফুলের ফটোগ্রাফি !

PicsArt_01-03-02.44.30.jpg

IMG20211227122642_00.jpg

IMG20220102135613_00.jpg

IMG20220103151135_00.jpg

IMG20220103141023_00.jpg

PicsArt_01-03-03.45.31.jpg

মোবাইলফটোগ্রাফি
ডিভাইসrealme C11
ক্যামেরা8 megapixel
ছবি লোকেশনW3W
তারিখ০৩ জানুয়ারি ২০২২

হ্যালো বন্ধুরা আজকের ফটোগ্রাফি আপনাদের কেমন লেগেছে মন্তব্য করে জানাবেন ! আজকের ফটোগ্রাফি ছিলো ফুলের ফটোগ্রাফি ! ফুল সৌন্দর্যের প্রতীক এবং প্রবিত্র একটি জিনিস ! আমি যে ফুলের ছবি প্রকাশ করেছি সব ফুল না ,,
এর মাঝে ঘাস ফুলও রয়েছে ! আমি এই সব ফুলের নামও জানি না দু একটা ব্যতিত ! তারপরও ফুলের ছবিগুলো আমার ভালো লেগেছে ! আপনাদের কেমন লাগবে জানি না ! আশা রাখি আপনাদেরও ভালো লাগবে ! তো এটুকুই ছিলো আজকের ফটোগ্রাফি পোষ্ট..

★★ ধন্যবাদ সবাইকে ★★

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ফটোগ্রাফি গুলো আপনি চমৎকার ভাবে উপস্থাপন করেছেন ‌ আমার কাছে ব্যক্তিগতভাবে ফুলগুলোর ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে ।আমি ফুল অনেক ভালোবাসি ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে নতুন বছরের শুভেচ্ছা।

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য ! এবং আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা !