হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে একটি নাটকের রিভিউ শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷
আসলে নাটক দেখতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে ৷ আমি সময় পেলেই নাটক দেখার চেষ্টা করি ৷ গতকাল আমি একটি নাটক দেখেছি ৷ নাটকটির নাম তোমার অপেক্ষায় ৷ আমার কাছে এই নাটকের গল্পটা বেশ ভালো লেগেছে ৷ তাই আজ ভাবলাম এই নাটকের গল্পটা আপনাদের সাথে শেয়ার করি ৷ আপনাদেরও সবার ভালো লাগবে , এজন্য চলে আসলাম আজ আমি আপনাদের মাঝে ''তোমার অপেক্ষায়" নাটকের রিভিউ শেয়ার করতে ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ তো চলুন এবার শুরু করা যাক..
নাটক | তোমার অপেক্ষায় |
---|---|
পরিচালক | প্রীতি দত্ত |
শিল্পী | মুশফিক আর. ফারহান, আইশা খান এবং আরো অনেকেই |
গল্প | প্রীতি দত্ত |
ভাষা | বাংলা |
দৈর্ঘ্য | ৫১ মিনিট |
প্রকাশ | ইউটিউব , ২৩ আগস্ট ২০২৪ ইং |
এই নাটকের গল্পটা শুরু হয় গল্পের নায়ক মুশফিক আর ফারহানের মাধ্যমে ৷ শুরুতে দেখা যায় নায়ক নতুন বিয়ে করে নতুন বৌউকে সাথে নিয়ে বাসায় ফিরতে ৷ নতুন বৌউকে দেখে তার পরিবারের সবাই অনেক খুশি হয় ৷ বিশেষ করে নায়ক নিজেও তার বৌউকে দেখে অনেক বেশি খুশি হয় ৷ খুবই সুন্দর এবং মিষ্টি ছিলো মুশফিক আর ফারহানের বৌউ, এই গল্পের নায়িকা আইশা খান ৷ যাই হোক , নতুন বিয়ে করে সময়টা বেশ ভালোই কাটাচ্ছে নায়ক ফারহান এবং তার পরিবারের সবাই ৷ বিয়ের পর ফারহানের মাঝে বিশেষ কিছু পরিবর্তন এসেছে ৷ সে সব সময় তার বৌউকে কাছে পেতে চায় এবং বৌউয়ের পাশাপাশি থাকার চেষ্টা করে ৷ বৌউপাগল যাকে বলা হয় ৷ যাই হোক ,ফারহান তার বৌউকে অসম্ভব ভালোবাসে ৷ আইশাও তাকে ভীষণ ভালোবাসে ৷ স্বামী স্ত্রীর মাঝে যে সুন্দর সম্পর্ক এবং ভালোবাসাটা থাকা দরকার সেটাই তাদের মাঝে রয়েছে ৷
ফারহানের পরিবারের অনেকেই আছেন ৷ সবাই মিলে তারা সুন্দর ভাবে থাকেন ৷ ফারহান বেশ কিছু দিন হয়েছে বিয়ে করেছে ৷ সবটাই বেশ ভালো যাচ্ছে ৷ তবে এবার তাকে কর্মস্থলে যেতে হবে ৷ ফারহান বাইরে জব করেন , এবং বাইরেই থাকেন ৷ ছুটি শেষ তাই সে অফিসে আসেন কাজে ৷ কিন্তু কাজে এসে তার কিছুই ভালো লাগেনা ৷ সব সময় স্ত্রী এবং পরিবারের কথা মনে পড়ে ৷ তাই সে অফিসের বসের কাছে ছুটি নিয়ে আবার বাসায় আসেন ৷ বাসায় এসে পরিবারের কাছে মিথ্যা বলে বৌউকে নিয়ে ঘুরতে বের হয় ৷
সব মিলিয়ে নায়ক এবং নায়িকা অনেক সুন্দর কিছু মুহূর্ত কাটান একের পর এক ৷ যেগুলো দেখতেই বেশ ভালো লাগে ৷ তাদের কাটানো সুন্দর মুহূর্ত গুলো যেনো শেষ ই হচ্ছে না ৷ যাই হোক , পরিবারের সাথে বেশ ভালোই আছেন তারা দুজন ৷ কিছু দিন বাদে ফারহানের বাবার বন্ধু তাদের বাসায় ঘুরতে আসেন ৷ এরপর ফারহানের বোনের সাথে তাদের ছেলের সাথে বিয়ের কথাও বলেন ৷ ফারহানের পরিবার রাজি হয়ে যায় ৷ এবং ফারহানের বোনের বিয়ের কথা পাকাপাকি হয়ে যায় ৷ ফারহান তার বোনকে অনেক ধুমধাম করে বিয়ে দেবে এটা তার ইচ্ছে ৷ এভাবেই সময় ফুরিয়ে যায় এবং আবার ফারহানের ছুটি শেষ হয় ৷ তাই সে সবার কাছে বিদায় নিয়ে আবার কাজে ফিরে যান ৷
ফারহান বাইরে এসেও তার পরিবার এবং স্ত্রীর সাথে যোগাযোগ রেখেছেন ৷ বিশেষ করে নায়িকার সাথে তার ফোনে কথা হতো বেশ ৷ দূরে থেকেও তাদের ভালোবাসাটা ছিলো অসম্ভব ৷ এভাবেই যাচ্ছে সময়টা ৷ একদিন নায়িকা বুঝতে পারে সে মা হতে যাচ্ছে এবং ফারহান বাবা হতে যাচ্ছে ৷ এটা বোঝার পর সে ভীষণ খুশি হয় ৷ তার পরিবারের সবাই জেনে তারাও ভীষণ খুশি হয় ৷ কিন্তু ফারহান তখনও কিছু জানেনা ৷ নায়িকার ইচ্ছে তাকে এই খুশির খবরটা সামনাসামি দেবে ৷ তাই তাকে এ বিষয়ে কিছু জানানো হয় না ৷
কিছু দিন বাদে ফারহান ছুটি পায় ৷ তাই সে পরিবারের জন্য কিছু কেনাকাটা করে ৷ বোনের বিয়ে তাই তার জন্য লাল শাড়ি এবং স্ত্রীর জন্যেও লাল শাড়ি পছন্দ করে কিনে নেয় ৷ এরপর সব কিছু গুছিয়ে এক কলিগের সাথে বাসার উদ্দেশ্য বাইকে রওয়ানা দেয় ৷ এদিকে ফারহান বাসায় আসবে বলে তার পরিবারের সবাই অপেক্ষা করে ৷ বিশেষ করে আইশা ফারহানের জন্য দারুণ ভাবে অপেক্ষা করছে , তাকে খুশির খবর জানাবে বলে ৷ কিন্তু রাস্তায় ফারহান এবং তার কলিগ হঠাৎই বাইক এক্সিডেন্ট করেন ৷ ফারহান আর সুস্থ ভাবে বাসায় ফিরতে পারেনি , তাকে এম্বুলেন্সে করে নিয়ে আসা হয় বাসায় ৷ তাকে দেখে চমকে যায় আইশা এবং তার গোটা পরিবার ৷ কান্নায় ভেঙে পড়ে সবাই , কারণ ফারহান আর বেঁচে নেই ৷ এখানেই শেষ হয় গল্পটা ৷
রেটিং:-০৮
আমার মতামত:-
এই নাটকের গল্পটা একটু অন্যরকম ছিলো ৷ ভালোলাগার মতোই একটা গল্প ৷ তবে শেষটা যেনো ভীষণ বিচ্ছেদের ৷ যাই হোক ,নাটকে সবার অভিনয় ছিলো অসাধারণ ৷ নাটকের গল্পটা শুরু হয় সুন্দর কিছু অনুভূতি ভালোলাগা ভালোবাসার মাধ্যমে ৷ এরপর চলছে বেশ ভালোই পরিবার পরিজনদের সাথে ৷ তারপর হঠাৎ ই সব শেষ করে চলে গেলো নায়ক ৷ সবার অপেক্ষাকে মুল্যহীন করে দিয়ে ৷ যাই হোক , সব মিলিয়ে এই নাটকটি বেশ ভালোই হয়েছে ৷ সময় থাকলে নাটকটি দেখে আসতে পারেন , আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ নাটকের লিংক নিচে দেওয়া আছে ৷ ধন্যবাদ সবাইকে
নাটকের লিংক
https://twitter.com/Nirob7000/status/1829231422412050807?s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই নাটকের কাহিনী অনেকের বাস্তব জীবনের সঙ্গে মিলে যাবে। মাঝে মাঝে সড়ক দুর্ঘটনা মানুষের জীবনকে একেবারে এলোমেলো করে দেয়। এই নায়িকার সঙ্গে ঠিক তেমনি হয়েছিল। নায়ককে আর সুখবর দেয়া হলো না। এজন্য বাইক নিয়ে দূরের রাস্তায় যাওয়া ঠিক না। যাইহোক বেশ ভালো লাগলো নাটকের রিভিউ পড়ে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুন একটি নাটক রিভিউ করে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা নাটকটি সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে প্রত্যেকটা মানুষ তার ভালোবাসার মানুষের জন্য অনেক দিন পর্যন্ত অপেক্ষা করে। আসলে এই নাটকটি এখনো আমার দেখা হয়নি। চেষ্টা করব খুব দ্রুত আপনার শেয়ার করা এই নাটকটি দেখার জন্য। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নাটক দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি অনেক সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত তোমার অপেক্ষায় নাটকটি রিভিউ করেছেন। তবে আমার কাছে ফারহান এর নাটক খুব ভালো লাগে। এই ধরনের বিচ্ছেদের নাটক গুলো দেখতে যেমন ভালো লাগে আবার একটু খারাপ লাগে। তবে অনেক সুন্দর করে নাটকের রিভিউ এর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত সুন্দর করে আপনি এই নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। এ ধরনের সুন্দর সুন্দর নাটক গুলো খুব ভালো লাগে দেখতে। তোমার অপেক্ষায় নাটকটা সত্যি খুব সুন্দর ছিল। কিন্তু নাটকটার শেষ দেখে অনেক খারাপ লেগেছে। নাটকের শেষে এরকম কিছু হলে একেবারে ভালো লাগেনা। এই নাটকটা এখনো পর্যন্ত আমি দেখিনি। কিন্তু রিভিউটা পড়ে ভালো লেগেছে। তাই ভাবছি সময় পেলে নাটকটা আমি দেখবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অবশ্যই আপু সময় পেলে নাটকটি দেখবেন ৷ আশা করি আপনার কাছে ভালো লাগবে ৷ ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এরকম অসাধারণ একটি নাটকের রিভিউ দেখতে পেরে খুবই ভালো লাগছে৷ যেভাবে আপনি নাটক এর রিভিউ এখানে শেয়ার করেছেন তা বেশ অসাধারণ হয়েছে৷ একই সাথে এই নাটক দেখার জন্য ডাউনলোড করে রেখেছিলাম৷ তবে এখনো দেখে নিতে পারিনি৷ তবে অবশ্যই সময় করে নাটকটি দেখে নিব৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি খুব সুন্দর একটি নাটকের রিভিউ পোস্ট শেয়ার করেছেন।নাটকের কাহিনী পড়ে দেখার আগ্রহ বেড়ে গেল।সময় করে নাটকটি দেখে নিব।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit