হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , দুটি মজাদার ভর্তা রেসিপি শেয়ার করার জন্য ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগে ৷
আজ শুরুতেই অসংখ্য ধন্যবাদ জানাবো প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটিকে , আমাদের মাঝে প্রতিবারের মতোই দুর্দান্ত একটি প্রতিয়োগিতার আয়োজন করার জন্য ৷ আপনারা সবাই হয়তো জানেন চলমান প্রতিয়োগিতার বিষয় ৷ তারপরও বলি , আমাদের সবার প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির চলমান প্রতিয়োগিতার বিষয় হলো শীতকালীন সবজির ভর্তা রেসিপি। এই শীতের মাঝে এমন দুর্দান্ত একটি বিষয়ে প্রতিয়োগিতা , বিষয়টা সত্যিই দারুণ এবং চমৎকার ৷ আসলে শীত মানেই সবজির মরসুম ৷ এ সময়ে অনেক প্রকার নতুন এবং তাজা সবজি পাওয়া যায় ৷ এসব সবজির মজাদার ভর্তা আর গরম গরম ভাত কিংবা বিকেলের নাস্তা , দারুণ জমে যায় শীতল-ঠান্ডা এই দিন গুলো ৷ আর ভীষণ উপভোগ্য হয়ে ওঠে ৷ যাই হোক , সব মিলিয়ে দারুণ ছিলো এবারের প্রতিয়োগিতার বিষয় ৷
আজ আমি এই চলমান প্রতিয়োগিতায় অংশগ্রহণের মাধ্যমে দু'টো মজাদার ভর্তা রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে ৷ প্রথমটা হবে ধুনিয়া পাতার মজাদার ভর্তা রেসিপি ৷ এবং দ্বিতীয়টা হবে নতুন আলু এবং ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের মজাদার ভর্তা রেসিপি ৷ আসলে শীতকালীন সময়ে মজাদার সবজি গুলোর মধ্যে ধুনিয়া পাতা অন্যতম ৷ শীত এলেই সেরা সবজির তালিকায় ধুনিয়া পাতা আসে ৷ আর আমার বিভিন্ন ভাবে ধুনিয়া পাতার স্বাদ গ্রহণ করে থাকি ৷ শীত মানেই সব খাবারে ধুনিয়া পাতার শু-মিশ্রন হয় অথবা করা যায় ৷ তাই বলাই যায় ধুনিয়া পাতা শীতকালীন সময়ে সেরা একটি সবজি ৷ যা অন্য সময়ে তেমন একটা পাওয়া যায় না ৷ তবে ডিম আলু বছরের সব সময় পাওয়া যায় ৷ এজন্য শুধু শীতকালীন সময়ে ধুনিয়া পাতা ভর্তা এবং সারা বছরের জন্য ডিম আলু ভর্তা করে খেতে পারেন ৷ অবশ্যই ভালো লাগবে এ দুটো ভর্তা রেসিপি ৷
আসলে আমি তেমন একটা রান্না-বান্না পারি নাহ ৷ যার জন্য এই প্রতিয়োগিতায় অংশগ্রহণও করা হয়নি আমার প্রথম সপ্তাহে ৷ এরপর যখন সময় আরো বৃদ্ধি করা হলো , তখন আমার মনে হলো-চেষ্টা করাই যেতে পারে ৷ যদিও আমি রান্নাবান্নার তেমন কিছুই জানিনা , অন্যদের ধারের কাছেও যেতে পারবো ৷ কারণ সবাই অনেক দক্ষ ৷ আমি কেবল ভালো লাগা থেকেই এই প্রতিয়োগিতায় অংশগ্রহণ করলাম ৷ এবং নিজের মতো করে সবটা উপস্থাপনের চেষ্টা করলাম ৷ আশা করি আমার এই ক্ষুদ্র চেষ্টা আপনাদের সবার ভালো লাগবে ৷ তো চলুন এবার সহজ সুন্দর এবং মজাদার রেসিপি গুলো দেখে আসি..
ধুনিয়া পাতা ভর্তা
১৷ | ধনিয়া পাতা | এক মুঠো |
---|---|---|
২৷ | সরিষার তেল | দুই চামুচ |
৩৷ | রসুন | দু'টো |
৪৷ | পেঁয়াজ | তিন টি |
৫৷ | কাঁচা মরিচ | তিন টি |
৬৷ | শুকনা মরিচ | তিন টি |
৭৷ | লবণ | স্বাদ মতো |
৮৷ | সয়াবিন তেল | পরিমাণ মতো |
ধাপঃ- ০১
করাই হলকা গরম করে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিতে হবে ৷
ধাপঃ- ০২
এরপর কিছু উপকরণ , যেমনঃ পিয়াঁজ কুচি , কাচা মরিচ , শুকনো মরিচ এবং রসুন করাইয়ে দিয়ে দিতে হবে ৷
ধাপঃ- ০৩
পিয়াঁজ মরিচ ভালো ভাবে ভেঁজে নিতে হবে , লালচে রং না আসা উব্দি ৷ এরপর ধুনিয়া পাতা তিন টুকরো করে কেটে তার মাঝে দিয়ে আরো ভাঁজতে হবে ৷
ধাপঃ- ০৪
এবার সব কিছুই একটু ভালো ভাবে ভেঁজে নিতে হবে ৷ এবং স্বাদ মতো লবণ দিয়ে আরো একটু ভেজে করাই থেকে সব তুলে নিতে হবে ৷
ধাপঃ- ০৫
এবার সব উপকরণ এক সাথে ব্লেন্ডার মেশিন অথবা সিল পাথর দিয়ে বেটে নিতে হবে ৷
ধাপঃ-০৬
সব শেষে দুই চামুচ সরিষার তেল দিয়ে ভালো ভাবে মেখে নিলেই হয়ে যাবে সুস্বাদু ধনিয়া পাতা ভর্তা ৷
এরপর নিজের মতো করে এটি পরিবেশন করতে পারেন ৷ যদিও আমি এসব ব্যাপারে দক্ষ নই ৷ তারপরও কিছু ফটোগ্রাফি মাধ্যমে ক্ষুদ্র চেষ্টা ৷
ডিম আলু ভর্তা
১৷ | ডিম | তিন টি |
---|---|---|
২৷ | আলু | তিন টি |
৩৷ | ধনিয়া কুচি | অল্প কিছু |
৪৷ | সরিষার তেল | দুই চামুচ |
৫৷ | সয়াবিন তেল | পরিমাণ মতো |
৬৷ | রসুন | দু'টো |
৭৷ | পেঁয়াজ | তিন টি |
৮৷ | কাঁচা মরিচ | তিন টি |
৯৷ | শুকনা মরিচ | তিন টি |
১০৷ | লবণ | স্বাদ মতো |
ধাপঃ-০১
শুরুতে ডিম এবং আলু পরিমাণ মতো পানিতে ভালো ভাবে সিদ্ধ করে নিতে হবে ৷
ধাপঃ-০২
এরপর করাই গরম করে পরিমাণ মতো তেল দিয়ে হবে অন্য সব উপকরণ ভেঁজে নেওয়ার জন্য ৷
ধাপঃ- ০৩
এবার কিছু উপকরণ , যেমনঃ পিয়াঁজ কুচি , কাচা মরিচ , শুকনো মরিচ এবং রসুন করাইয়ে দিয়ে দিতে হবে ৷ সাথে স্বাদ মতো লবণ ৷
ধাপঃ- ০৩
পিয়াঁজ মরিচ ভালো ভাবে ভেঁজে নিতে হবে , লালচে রং না আসা উব্দি ৷
ধাপঃ-০৪
সব উপকরণ ভালো ভাবে ভেঁজে নিয়ে নামিয়ে নিতে হবে এবং ধুনিয়া পাতা কুচি দিয়ে মেখে নিতে হবে ৷
ধাপঃ-০৫
এরপর ডিম এবং আলুও ভালো ভাবে মেখে নিতে হবে ৷
ধাপঃ-০৬
সব শেষে দুই চামুচ সরিষার তেল দিয়ে সব উপকরণ এক সাথে ভালো ভাবে মেখে নিলেই তৈরি হয়ে যাবে ডিম আলুর সুস্বাদু ভর্তা রেসিপি ৷
রেসিপি দু’টোর কিছু ফটোগ্রাফি |
---|
তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ আশা করি আমার এই ব্লগটি আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ব্লগটি ভিজিট করার জন্য ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন ৷ আজ এখানেই বিদায় নিচ্ছি ৷ আবার দেখা হবে নতুন আরো কোনো ব্লগে ৷ ধন্যবাদ সবাইকে , অসংখ্য ধন্যবাদ ৷ টা টা
ক্যামেরাঃ realme C11
রেসিপি/ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 21 January 2024
🙏 ধন্যবাদ সবাইকে 🙏
আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন। আসলে এই প্রতিযোগিতার আয়োজন না করলে হয়তো এত সুন্দর সুন্দর ভর্তার রেসিপি দেখতে পেতাম না। ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই , এজন্যই অসংখ্য ধন্যবাদ এই প্রিয় কমিউনিটিকে ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://twitter.com/Nirob7000/status/1749124464258982358?t=n4LgFW7BmqFxMYWbsVPV5w&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি বেশ দক্ষতার সাথে দুটি ভর্তা তৈরি করে দেখিয়েছেন। আমার কাছে প্রথম রেসিপিটি বেশি ইউনিক মনে হয়েছে। সত্যি বলতে শুধু এভাবে ধনিয়া পাতা ভর্তা করে খাওয়া হয়নি। যাইহোক অসংখ্য ধন্যবাদ ভাই চমৎকার রেসিপিগুলো শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধুনিয়া পাতার ভর্তা এভাবেও একবার করে খেতে পারেন ৷ আশা করি ভালো লাগবে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের সুন্দর ভর্তা রেসিপি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। যদিও ভ্রমণে থাকার কারণে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবো না। তবে এই প্রতিযোগিতায় আপনাদের রেসিপি পোস্টগুলো দেখে বেশ ভালো লাগছে। আপনি দুটি রেসিপি শেয়ার করেছেন সত্যিই অনেক সুন্দর লাগছে দেখতে। অসংখ্য ধন্যবাদ ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার অংশগ্রহণ দেখতে পারলে ভালো লাগতো দাদা ৷ তবে আপনি ভ্রমনে আছেন জেনে ভালো লাগলো ৷ আপনার ভ্রমন শুভ হোক ৷ আর সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আসলে সবাই নিজেদের ভালোলাগার থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রথম সপ্তাহে চেষ্টা না করলেও, দ্বিতীয় সপ্তাহে আপনি চেষ্টা করেছেন দেখে খুব ভালো লাগলো। আপনি দুই রকমের সবজি তৈরি করেছেন দেখে সত্যি ভালো লাগলো। ধনিয়া পাতার ভর্তা এবং ডিম আলুর ভর্তা নিশ্চয়ই মজা করে খেয়েছিলেন। সব মিলিয়ে পুরোটা খুব ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আপু , যদিও রান্না করতে পারি না ৷ তবে সেদিনের ভর্তা গুলো বেশ ভালোই করেছি ৷ খেতে খুবই মজার হয়েছে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, দেখে বেশ আমার অনেক ভালো লাগলো। আপনি আমাদের মাঝে আজকে দু'টি শীতকালীন মজাদার সবজির ভর্তা রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে সব থেকে ডিম আলুর ভর্তা অনেক বেশি ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ আপনাকে , আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শীতকালের দুটি মজাদার ভর্তা রেসিপি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন যেখানে ধনিয়া পাতা ভর্তা রেসিপি টা বেশী ইউনিক মনে হয়েছে। তবে ধনেপাতা ভর্তা পিঠার সাথে খেতে বেশি মজা লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধুনিয়া পাতা আমার অনেক পছন্দের ৷ তাই সব খাবারের সাথেই ধুনিয়া পাতা আমার অসম্ভব ভালো লাগে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিযোগিতার জন্য শুভ কামনা রইলো।ভর্তা দেখলে লোভ সামলানো মুসকিল। আপনি চমৎকার লোভনীয় করে ধনিয়া পাতা ভর্তা ও ডিম আলু ভর্তা উপস্থাপন করেছেন আমাদের সাথে।ভর্তা তৈরি পদ্ধতি চমৎকার করে উপস্থাপন করেছেন। সব মিলিয়ে অসাধারণ সুন্দর। ধন্যবাদ সুন্দর লোভনীয় ভর্তা রেসিপি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এমন মজাদার এবং লোভনীয় ভর্তা দেখলে আসলেই লোভ লেগে যায় ৷ যদিও আমি সেরকম ভাবে তৈরি করতে পারিনি ৷ তবে অন্যদের ভর্তা রেসিপি দেখলে লোভ লেগেই যায়
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক বলেছেন ভাইয়া শীতকালে ধনিয়া পাতা খেতে অন্যরকম ভালো লাগে। আর ধনিয়া পাতার ভর্তা হলে তো কথাই নেই। আপনি দেখছি আজকে দুই রকমের ভর্তা করেছেন। শীতের সময় গরম ভাতের সঙ্গে এরকম ভর্তা খেতে খুবই ভালো লাগে। ধনিয়া পাতা ভর্তা আমার খুবই পছন্দের একটি ভর্তা। প্রতিযোগিতার জন্য শুভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধুনিয়া পাতা ভর্তা আমারও ভীষণ পছন্দের৷ এজন্যই ধনেপাতার ভর্তা সুন্দর ভাবে করার চেষ্টা করেছি ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিযোগীতায় অংশগ্রহন করার জন্য অনেক অনেক অভিনন্দন। বেশ মজার দু'টো ভর্তার রেসিপি শেয়ার করেছেন। দেখে বেশ লোভনীয় লাগছে। এমন মজার ভর্তা হলে ভাত খাওয়ার জন্য আর মাছ মাংসের দরকার হবে না। বেশ সুন্দর ভাবে ভর্তা তৈরির ধাপ সমুহ উপস্থাপন করেছেন। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন আপু , এমন মজাদার ভর্তা থাকলে অন্য কিছুর প্রয়োজন হয় না খাবার খেতে ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে খুবই ভালো লাগলো। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। খুবই মজাদার এবং ইউনিক দুইটি ভর্তা রেসিপি তৈরি করেছেন আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। ধনিয়া পাতার এবং ডিম আলুর ভর্তা দুটোই অনেক সুস্বাদু হয়েছে মনে হয়। গরম গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তা গুলো খেতে খুবই ভালো লাগবে। সত্যি ভর্তা দেখেই অনেক বেশি লোভ লেগে গিয়েছে আমার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গরম ভাতের সাথে ভর্তা স্বাদ পুরাই অন্যরকম ৷ আসলেই ভীষন ভালো লাগে ভর্তা ভাত খেতে ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধনিয়া পাতার ভর্তা আর ডিম আলুর ভর্তা দুটোই আমার বেশ ভালো লেগেছে। ভাই আপনি দারুন একটি রেসিপি তৈরি করেছেন আর সবার মাঝে শেয়ার করেছেন। মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল। খুবই লোভনীয় দুটি ভর্তার রেসিপি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন। এই শীতে গরম ভাতের সঙ্গে ভর্তা খেতে বেশ ভালোই লাগে। দারুন দুটি ভর্তার রেসিপি শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। দুটি ভর্তাই খুবই মজার হয়েছে দেখে মনে হচ্ছে। পরিবেশনও চমৎকার ছিল। অনেক ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু ,আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit