লেভেল ৩ হতে আমার অর্জন - By @nirob70 || 10% beneficiaries for @shy-fox

in hive-129948 •  3 years ago  (edited)

আমার বাংলা ব্লগ

লেভেল তিন হতে আমার অর্জন

বাংলাদেশ

Picsart_22-10-21_22-57-23-254.jpg

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও ভালো আছি ৷ আজ আমি লেভেল তিন হতে আমার অর্জন গুলি আপনাদের সাথে শেয়ার করে নিবো ৷ লেভেল তিন একটি গুরুত্বপূর্ণ পর্ব , যেখানে বেশ কয়েকটি বিষয় আমি ভালোভাবে বুঝতে ও শিখতে পেরেছি ৷আমরা যার স্টিমে কাজ করি তাদের সবারি এ বিষয়ে জানা অনেক জরুরি ৷ লেভেল তিন থেকে আমি যে বিষয় গুলো শিখতে পেরেছি সেগুলো হলোঃ


  • মার্কডাউন ও
  • রিওয়ার্ড বন্টন

এছাড়াও আরো কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে লেভেল তিন এ ৷ প্রতিটি বিষয় ছিলো অনেক গুরুত্বপূর্ণ ৷ আমি এ বিষয় গুলি অনেক ভালো ভাবে জানতে পারি শিয়াল পন্ডিতের পাঠশালা থেকে এবং লেভেল তিন এর ক্লাস করে ৷ আমি "আমার বাংলা ব্লগ'' এর ডিসকর্ড চ্যানেল থেকে লেভেল তিন এর ক্লাস করে মৌখিক ভাবে আরো ভালো করে জানতে পারি বিষয়গুলি ৷ লেভেল তিন এর ক্লাসে প্রোফেসর গণ এই বিষয় গুলো খুব সুন্দর করে বুঝিয়ে বলেন এবং বিস্তারিত আলোচনা করেন ৷আমি মৌখিক পরীক্ষা দিয়ে আজ লিখিত পরীক্ষা দিচ্ছি ৷


লেভেল তিন হতে আমি যে বিষয় গুলি শিখতে পেরেছি আজ আমি সে বিষয়গুলির উপরে লেখতেছি ৷এখানে বেশ কয়েকটি প্রশ্ন করা হয়েছে ৷ যেগুলোর সঠিক উত্তর নিজের ভাষায় দেওয়া চেষ্টা করেতেছি ৷


মার্কডাউন কি ?

  • লেখা কে সুন্দর , দৃষ্টিনন্দন ও আর্কষণীয় করার জন্য যে , কোড ব্যবহার করা হয় , সে কোড গুলোই হলো মার্কডাউন ৷

মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ ?

  • কনটেন্ট লেখার সময় যদি আমার মার্কডাউন ব্যবহার করে থাকি , তাহলে সে কনটেন্ট দেখতে সুন্দর , দৃষ্টিন্নদন ও আর্কষনীয় হবে ৷আবার যদি আমার মার্কডাউন ব্যবহার না করে একাধারে লিখতে থাকি , তাহলে সে লেখা কেউ বুঝতে পারবে না ৷ সুন্দর ও আর্কষনীয় কনটেন্ট লেখার জন্য মার্কডাউন এর ব্যবহার অপরিসীম ৷

পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায় ?

  • লেখার শুরুতে চারটি স্পেস দিয়ে পোষ্টের মধ্যেমে মার্কডাউনের কোড গুলির প্রতিফলন না ঘটিয়ে দৃশ্যমান দেখানো যায় ৷এছাড়া (/)এই চিহ্ন টি ব্যবহার করেও মার্কডাউনের কোড গুলোর প্রতিফলন না ঘটিয়ে দৃশ্যমান দেখানো যায় ৷

টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন।

  • টেবিলটি যে ভাবে তৈরি করা হয়েছে ৷

ইনপুট

| প্রথম | দ্বিতীয় | তৃতীয় |

| - | - | - |
|০১ | ০২ | ০৩ |
|০১ | ০২ | ০৩ |


আউটপুট

প্রথমদ্বিতীয়তৃতীয়
০১০২০৩
০১০২০৩

সোর্স উল্লেখ করার নিয়ম কি ?

  • সোর্স উল্লেখ করার নিয়ম হচ্ছেঃ [+শিরোনাম+]+(+লিংক+)

ইনপুট

[ Nirob70](steemit.com/@nirob70)

আউটপুট

Nirob70


বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।

  • হেডার কোড গুলো হলোঃ

ইনপুট
# প্রথম
## দ্বিতীয়
### তৃতীয়
#### চতুর্থ
##### পঞ্চম
###### ষষ্ঠ


আউটপুট

প্রথম

দ্বিতীয়

তৃতীয়

চতুর্থ

পঞ্চম
ষষ্ঠ

টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড টি লিখুন।

  • টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড টি হলোঃ
<div class="text-justify"> .....লেখা......</div> 


লেখা শুরুতে <div class="text-justify">  লেখতে হবে এবং লেখা শেষে </div> লেখতে হবে ৷ এতে যদি নিচের লাইন গুলো এক হয়ে যায় তাহলে </div>  স্পেস <br> ব্যবহার করতে হবে৷

কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত ?

  • কনটেন্ট টপিকস নির্বাচনে র জন্য জ্ঞান অভিজ্ঞতা ও সৃজনশীলতা এই বিষয়গুলোর উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত ৷

কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন ?

  • যে টপিকস এর উপর ব্লগ লিখবো সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরি ৷ কারণ আমি যে বিষয় উপর লিখতে যাচ্ছি সে বিষয়ের উপর যথেষ্ট জ্ঞান না থাকলে আমি তার গুরুত্বপূর্ণ বিষয় গুলি লিখতে পারবো না ৷একটি কনটেন্ট তৈরি জন্য যে টপিকস এর উপর লেখবো সে টপিকস এর উপর জ্ঞান না থাকলে ভুল কিছুও লিখতে পারি ৷ এজন্য যে টপিকস এর উপর লেখবো সে টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুলি ৷ যে বিষয় এর উপরেই কনটেন্ট লেখি না কেনো সে বিষয়ে জ্ঞান অভিজ্ঞতা ও সৃজনশীলতা থাকাটা খবুই জরুরি ৷

ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন ?

  • স্টিম মূল্য ও ভোট অনুযায়ী $3.5 USD কিউরেশন রেওয়ার্ড পাবো ৷

সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি?

  • সর্বোচ্চ কিউরেশন রিওয়ার্ড পেতে চাইলে ভালো কনটেন্টে ভোট করতে হবে ৷ কনটেন্ট পোষ্ট করার ৫মিনিট পর ও ১২ ঘন্টার মধ্যে ভোট করতে হবে ৷

নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে…?

  • যদি স্টিম পাওয়ার অনেক থাকে এবং হাতে সময় থাকে সেক্ষেত্রে নিজেই কিউরেশন করলে বেশি আর্ন হবে ৷ আর হালকা স্টিম পাওয়ার থাকলে , হাতে সময় না থাকলে @heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে ৷ কারণ ডেলিগেশন করলে নিজের ভালো কনটেন্ট এ দিনে একটি ভোট পাওয়া যাবে ৷ যাতে স্টিম পাওয়ার ও এসবিডি পাওয়া যাবে ৷

লেভেল তিন হতে আমার অর্জন গুলি উপরে আলোচনা করলাম ৷ লেভেল তিন এর মূল বিষয় গুলো সত্যি অনেক গুরুত্বপূর্ণ ৷ লেভেল তিন এ আমি মার্কডাউনের বিষয়, কনটেন্ট এ বিষয় , রেওয়ার্ড বন্টনের বিষয় সহ আরো বেশ কিছু বিষয় ভালো করে জানতে এবং শিখতে পারলাম ৷এ বিষয় গুলো শিখতে পেরে আমার নিজের অনেক ভালো লাগতেছে ৷ আশা করি যে বিষয় গুলো আমি শিখতে পেরেছি , সে বিষয়ে আর ভুল হবে না ৷ অনেক অনেক ধন্যবাদ জানাই লেভেল তিন এর প্রোফেসর ভাইয়াদের ৷ সাথে আমার বাংলা ব্লগ কমিউনিটির সব সদস্যদের ৷ সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল ৷


@alsarzilsiam


সবাইকে ধন্যবাদ

𝔸𝕞𝕒𝕣 𝔹𝕒𝕟𝕘𝕝𝕒 𝔹𝕝𝕠𝕘

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুবই সুন্দর ভাবে level3 হাতে আপনি যেসব জিনিস শিক্ষা নিয়েছেন তা তুলে ধরেছেন। আমি ওই ক্লাসগুলো করার মাধ্যমে ভেরিফাইড মেম্বার হয়েছি আপনিও নিয়মিত ক্লাস না করে থাকুন ইনশাল্লা অনেক কিছু শিখতে পারবেন এবং আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য ৷

খুবই সুন্দর ভাবে সব কিছু বর্ণনা করেছেন ভাই।মার্ক ডাউন এবং কিউরেশন রেওয়ার্ড প্রাপ্তির বিষয়টিও খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। আশা করি খুব শীঘ্রই পরবর্তী লেভেলে উন্নীত হবেন। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷

আমার বাংলা ব্লগের লেভেল 3 পরীক্ষায় আপনি মার্ক ডাউন নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপহার দিয়েছেন। মার্ক ডাউন একটি পোস্ট এর ক্ষেত্রে অনেক বড় একটি ভূমিকা পালন করে থাকে কেননা এটির জন্য পোস্ট আকর্ষণীয় মনে হয়। যাইহোক ভাই আপনি আপনার পোস্টটা আমাদের মাঝে অনেক গুছিয়ে লেখার চেষ্টা করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷

আমরা সব সময় চাই আপনারা ভালো হবে শিখে ব্লগিং করুন। আপনার উপস্থাপনাটি সত্যি অনেক চমৎকার ছিল, আপনার পরবর্তী লেবেলের জন্য শুভকামনা রইল। আপনি প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, আপনাকে ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য ৷ আমিও সব ভালো করে শিখে, একজন ভালো ব্লগার হয়ে কাজ করতে চাই আপনাদের সাথে..ধন্যবাদ

আপনি অনেক সুন্দর করে লেভেল ৩ এর প্রতিটি বিষয় অর্জন করেছেন।যা দেখে আমার অনেক ভালো লাগলো।আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য..

খুবই সুন্দর ছিল আপনার উপস্থাপনা। লেভেল 3 এর প্রত্যেকটি বিষয় খুব সুন্দর ও সাবলীল ভাবে গুছিয়ে তুলে ধরেছেন। শুভকামনা রইল আপনার জন্য আশা করছি খুব শীঘ্রই লেভেল 3 এর ট্যাগ পেয়ে যাবেন।

ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷