আমার বাংলা ব্লগ
আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও ভালো আছি ৷আজকে আমি আপনাদের সবার কাছে কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো ৷ আশা করি সবার ভালো লাগবে ৷ ছবিগুলো আমার গ্রামের ছোট একটি বাগান থেকে তোলা হয়েছে ৷ ছবিগুলি মোবাইল ক্যামেরা দিয়ে তোলা হয়েছে ৷ ছবিতে প্রতিটি ফুল দেখতে খুবই চমতকার লেগেছে আমার কাছে ৷ আপনাদের কাছে কেমন লেগেছে মন্তব্য করে জানাবেন ৷ ছবিতে আমি বেশ কয়েকটি ফুলের ছবি শেয়ার করেছি ৷ কিন্তু আমি সেই ফুলগুলোর নাম জানি না ৷ কয়েকটি ফুল ব্যতিত আমি সেই ফুলগুলির নাম জানি না ৷ যদিও ফুলগুলো বাস্তবে আরো বেশি সুন্দর দেখতে ছিলো ৷শীতকালে অনেক রকম ফুল ফোটে থাকে ৷ বাগানে এসব ফুল একসাথে দেখতে আরো বেশি সুন্দর লাগে ৷ শীতের এই দিন গুলোতে বিভিন্ন জায়গায় ফুল বিক্রেতা দেখা যায় ৷ বিভিন্ন জায়গায় বর্তমান দিনগুলোতে ফুল বিক্রেতা ফুল বিক্রয় করে ৷ ফুল বিক্রেতা সাইকেল কিংবা ভেনে করে স্কুলের সামনে গিয়ে ফুল বিক্রয় করে এই দৃশ্য গুলো শীত কালীন এই সময় দেখা যায় ৷
এই ছবিতে তিন রং এর ফুল রয়েছে ৷ ফুলগুলি দেখতে অনেক সুন্দর ছিলো ৷ ফুলগুলো নাম সঠিক জানা নেই ৷ কিন্তু ফুলগুলি অনেক সুন্দর ৷
ছবিতে ফুলের গাছটি অনেক ছোট ৷ কিন্তু ফুলটি দেখতে অনেক সুন্দর ৷ এই ছবির গাছটিই ফুল ৷গাছটি ব্যতিত এখানে আলাদা কেনো ফুলে নেই ৷
তিনটি ফুল একসাথে দেখতে অনেক সুন্দর লাগতেছে ৷ এইফুল গুলো ঝুড়ির মাধ্যমে উপরে রাখা হয়েছে ৷ এর নিচেও কিছু রয়েছে মাটিতে ৷
এই ছবির ফুলগুলিও নাম জানি না আমি ৷ ছোট ছোট ফুলগুলি আরো একটি ছোট বাগানের মতো ৷ ফুলগুলো দেখতে খুবই সুন্দর ছিলো ৷
এইটি একটি গাছ ছিলো ৷ গাছটির ফুল নেই ৷ এখানে গাছটি নিজেই অনেক সুন্দর ৷ গাছের পাতা গুলো লালাচে আর চারদিকে হলুদের মতো ৷ পাতা গুলো সহ গাছটি অনেক সুন্দর ৷
এই ফুল গুলো বাগান থেকে নিয়ে ঝুরিতে করে বারান্দায় রাখার ব্যবস্থা করা হয়েছে ৷ ছোট ছো এই ফুল গুলি কথা ঝুলিয়ে রাখলে অনেক সুন্দর দেখায় ৷
এই ফুলগুলিও দেখতে অনেক সুন্দর ছিলো ৷ বাগানের রাস্তার দুই ধারে সারি সারি করে লাগানো হয়েছে ৷
এই ফুলটিও দেখতে অনেক সুন্দর ছিলো ৷ যদিও এই ফুলটির নাম আমি জানি কিন্তু এখন মনে আসতেছে না ৷
তো আশা করি সবার ভালো লেগেছে আমার তোলা এই ফুলের ছবিগুলো ৷ আপনি যদি এই ফুলের ছবিগুলোর নাম জেনে থাকেন তাহলে মন্তব্য করে জানাবেন ৷ছবিগুলো এক লোকেশন থেকে তোলা হয়েছে ৷ সবাই ভালো থাকবেন ৷ ধন্যবাদ সবাইকে ৷
মোবাইল | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | realme C11 |
ক্যামেরা | 8 megapixel |
ছবি লোকেশন | W3W |
তারিখ | ১৮ জানুয়ারি ২০২২ |
ছবি ক্লিক | @nirob70 |
➡️ আপনি ঠিকই বলেছেন এখানে সবগুলো ফুলি আমার আছে না শুধু নিজের ফুলটি ছাড়া। সত্যি বলতে আপনার প্রত্যেকটি ছবি তোলার ক্যাপশনটা খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফুল দেখলে মন এমনিতেই ভালো হয়ে যায়। সেটা যেকোনো ফুলই হোক। ফটোগ্রাফি গুলো অনেক ভালো হয়েছে শুভকামনা আপনার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নির্দ্ধিধায় বলতে পারি আপনার ফটোগ্রাফী খুব ই ভালো হয়েছে।
তবে,
ফটোগ্রাফী পোস্টে ছবি গুলোর বর্ণনা আরেকটু বাড়াতে হবে।তাহলে পোস্টটি কোয়ালিটিফুল হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে আপু..
পরবর্তী পোষ্টটি আরো ভালো করে লেখার চেষ্টা করবো এবং বেশি বেশি বর্ণনা দেওয়ার চেষ্টা করবো ৷ ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit