নাম না জানা ফুলের ফটোগ্রাফি -১ ||10% beneficiaries for @shy-fox

in hive-129948 •  3 years ago  (edited)

আমার বাংলা ব্লগ

ফুলের ফটোগ্রাফি

বাংলাদেশ

ছবি-১

IMG20220114123645_00.jpg

''হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম আমার বাংলা ব্লগ এ"

আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও ভালো আছি ৷আজকে আমি আপনাদের সবার কাছে কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো ৷ আশা করি সবার ভালো লাগবে ৷ ছবিগুলো আমার গ্রামের ছোট একটি বাগান থেকে তোলা হয়েছে ৷ ছবিগুলি মোবাইল ক্যামেরা দিয়ে তোলা হয়েছে ৷ ছবিতে প্রতিটি ফুল দেখতে খুবই চমতকার লেগেছে আমার কাছে ৷ আপনাদের কাছে কেমন লেগেছে মন্তব্য করে জানাবেন ৷ ছবিতে আমি বেশ কয়েকটি ফুলের ছবি শেয়ার করেছি ৷ কিন্তু আমি সেই ফুলগুলোর নাম জানি না ৷ কয়েকটি ফুল ব্যতিত আমি সেই ফুলগুলির নাম জানি না ৷ যদিও ফুলগুলো বাস্তবে আরো বেশি সুন্দর দেখতে ছিলো ৷শীতকালে অনেক রকম ফুল ফোটে থাকে ৷ বাগানে এসব ফুল একসাথে দেখতে আরো বেশি সুন্দর লাগে ৷ শীতের এই দিন গুলোতে বিভিন্ন জায়গায় ফুল বিক্রেতা দেখা যায় ৷ বিভিন্ন জায়গায় বর্তমান দিনগুলোতে ফুল বিক্রেতা ফুল বিক্রয় করে ৷ ফুল বিক্রেতা সাইকেল কিংবা ভেনে করে স্কুলের সামনে গিয়ে ফুল বিক্রয় করে এই দৃশ্য গুলো শীত কালীন এই সময় দেখা যায় ৷

ছবি-২

IMG20220114123721_00.jpg

এই ছবিতে তিন রং এর ফুল রয়েছে ৷ ফুলগুলি দেখতে অনেক সুন্দর ছিলো ৷ ফুলগুলো নাম সঠিক জানা নেই ৷ কিন্তু ফুলগুলি অনেক সুন্দর ৷

ছবি-৩

IMG20220114134134_00.jpg

ছবিতে ফুলের গাছটি অনেক ছোট ৷ কিন্তু ফুলটি দেখতে অনেক সুন্দর ৷ এই ছবির গাছটিই ফুল ৷গাছটি ব্যতিত এখানে আলাদা কেনো ফুলে নেই ৷

ছবি-৪

IMG20220114123652_00.jpg

তিনটি ফুল একসাথে দেখতে অনেক সুন্দর লাগতেছে ৷ এইফুল গুলো ঝুড়ির মাধ্যমে উপরে রাখা হয়েছে ৷ এর নিচেও কিছু রয়েছে মাটিতে ৷

ছবি-৫

IMG20220114134008_00.jpg

এই ছবির ফুলগুলিও নাম জানি না আমি ৷ ছোট ছোট ফুলগুলি আরো একটি ছোট বাগানের মতো ৷ ফুলগুলো দেখতে খুবই সুন্দর ছিলো ৷

ছবি-৬

IMG20220114134505_00.jpg

এইটি একটি গাছ ছিলো ৷ গাছটির ফুল নেই ৷ এখানে গাছটি নিজেই অনেক সুন্দর ৷ গাছের পাতা গুলো লালাচে আর চারদিকে হলুদের মতো ৷ পাতা গুলো সহ গাছটি অনেক সুন্দর ৷

ছবি-৭

IMG20220114123706_00.jpg

এই ফুল গুলো বাগান থেকে নিয়ে ঝুরিতে করে বারান্দায় রাখার ব্যবস্থা করা হয়েছে ৷ ছোট ছো এই ফুল গুলি কথা ঝুলিয়ে রাখলে অনেক সুন্দর দেখায় ৷

ছবি-৮

IMG20220114123714_00.jpg

এই ফুলগুলিও দেখতে অনেক সুন্দর ছিলো ৷ বাগানের রাস্তার দুই ধারে সারি সারি করে লাগানো হয়েছে ৷

ছবি-৯

IMG20220114130102_00.jpg

এই ফুলটিও দেখতে অনেক সুন্দর ছিলো ৷ যদিও এই ফুলটির নাম আমি জানি কিন্তু এখন মনে আসতেছে না ৷

তো আশা করি সবার ভালো লেগেছে আমার তোলা এই ফুলের ছবিগুলো ৷ আপনি যদি এই ফুলের ছবিগুলোর নাম জেনে থাকেন তাহলে মন্তব্য করে জানাবেন ৷ছবিগুলো এক লোকেশন থেকে তোলা হয়েছে ৷ সবাই ভালো থাকবেন ৷ ধন্যবাদ সবাইকে ৷

মোবাইলফটোগ্রাফি
ডিভাইসrealme C11
ক্যামেরা8 megapixel
ছবি লোকেশনW3W
তারিখ১৮ জানুয়ারি ২০২২
ছবি ক্লিক@nirob70
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

➡️ আপনি ঠিকই বলেছেন এখানে সবগুলো ফুলি আমার আছে না শুধু নিজের ফুলটি ছাড়া। সত্যি বলতে আপনার প্রত্যেকটি ছবি তোলার ক্যাপশনটা খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য ৷

ফুল দেখলে মন এমনিতেই ভালো হয়ে যায়। সেটা যেকোনো ফুলই হোক। ফটোগ্রাফি গুলো অনেক ভালো হয়েছে শুভকামনা আপনার জন্য

আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য ৷

নির্দ্ধিধায় বলতে পারি আপনার ফটোগ্রাফী খুব ই ভালো হয়েছে।
তবে,
ফটোগ্রাফী পোস্টে ছবি গুলোর বর্ণনা আরেকটু বাড়াতে হবে।তাহলে পোস্টটি কোয়ালিটিফুল হবে।

ধন্যবাদ আপনাকে আপু..
পরবর্তী পোষ্টটি আরো ভালো করে লেখার চেষ্টা করবো এবং বেশি বেশি বর্ণনা দেওয়ার চেষ্টা করবো ৷ ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ৷