ডাই - রঙিন কাগজের পুতুল

in hive-129948 •  4 months ago 

IMG20240605221000_00.jpg

রঙিন কাগজ দিয়ে পুতুল তৈরি


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে আমার তৈরি নতুন একটি ডাই পোস্ট শেয়ার করবো ৷ নতুন মাসের প্রথম সপ্তাহের আজ পঞ্চম দিন ৷ এসো নিজে করি-সপ্তাহের অন্যান্য দিনগুলোতে আমি এই ইভেন্টে অংশগ্রহণ করতে পারিনি আমার বিভিন্ন ব্যস্ততার কারণে ৷ আজও বেশ মোটামুটি ব্যস্ত ছিলাম ৷ তবে সন্ধ্যার পর তেমন কাজ ছিলো না ৷ তাই ভাবলাম আজ একটি ডাই পোস্ট তৈরি করি ৷ এজন্য বসে পড়লাম আর সিম্পল ভাবে একটি ডাই পোস্ট তৈরি করে ফেললাম ৷ সামান্য কিছু রঙিন পেপার আর কিছু উপকরণ দিয়ে খুবই সহজ সুন্দর ভাবে একটি পুতুল তৈরি করলাম ৷ আশা করি আমার এই ডাই পোস্টটি আপনাদের সবার ভালো লাগবে ৷ তো চলুন এবার বাকিটা দেখে নেওয়া যাক..৷



প্রয়োজনীয় উপকরণঃ

  • পেপার ,
  • কাঁচি ,
  • আঠা ,
  • রুলকম্পাস এবং
  • কালো কলম ৷


ধাপসমূহঃ

IMG20240605213302_00.jpg

IMG20240605214024_00.jpg

শুরুতে আমি দু'টি রঙিন পেপার রুল কম্পাস , রুল এবং কাঁচি দিয়ে কেটে নিয়েছি ৷



IMG20240605214151_00.jpg

IMG20240605214405_00.jpg

এরপর কিছু অংশ আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি ৷



IMG20240605214925_00.jpg

IMG20240605215108_00.jpg

এরপর আরো কিছু অংশ ধাপে ধাপে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি ৷



IMG20240605215315_00.jpg

IMG20240605215449_00.jpg

তারপর কালো কলম দিয়ে মুখ এঁকে নেই এবং শেষমেশ আমার তৈরি কাগজের পুতুল-টি তৈরি হয়ে যায় ৷



IMG20240605220951_00.jpg

IMG20240605220855_00.jpg

তারপর কিছু ফটোগ্রাফি করে নেই ৷



IMG20240605220912_00.jpg

IMG20240605220904_00.jpg


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ আশা করি আমার তৈরি ডাই পোস্টটি আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য ৷ আবার কথা হবে , দেখা হবে অন্য কোনো ব্লগে ৷ ধন্যবাদ সবাইকে এতোক্ষন পাশে থাকার জন্য ৷



পোষ্ট বিবরণঃ-

ছবিঃ রঙিন কাগজের পুতুল
ক্যামেরাঃ realme C11
আর্ট/ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 05 Jun 2024



🙏 ধন্যবাদ সবাইকে 🙏




20240114_001456_0001.png


আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...


1691561447609.png

20230619_2027351.gif



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রঙ্গিন কাগজ দিয়ে পুতুল তৈরি করার প্রক্রিয়াটি আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে রঙ্গিন কাগজটি কেটে নেওয়াটা খুবই চমৎকার হয়েছে। পুতুলের কান দুটি দেখতে সবথেকে বেশি আকর্ষণীয় লাগছে। চমৎকার একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

আপনার রঙিন কাগজের পুতুলটি চমৎকার হয়েছে। আসলে ভাইয়া রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে আপনি ঠিক বলেছেন ব্যস্ততার জন্য সব সময় তৈরি করা হয় না।আপনার পুতুলটি আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি পুতুল তৈরি করে আমাদের মাঝে তুলে ধরেছেন অনেক সুন্দর লাগছে ভাইয়া। বিশেষ করে পুতুলের লম্বা কান দুইটা বেশি ভালো লেগেছে। আপনার কাজের দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনার এমন সুন্দর এবং গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ৲৷

দারুণ চমৎকার সুন্দর পান্ডা বানিয়েছেন দাদা।রঙ্গিন কাগজ কেটে কেটে চমৎকার সুন্দর একটি পান্ডা বানিয়েছেন দাদা।খুব সুন্দর হয়েছে আপনার বানানো পান্ডাটি।ধাপে ধাপে পান্ডা তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর ভাবে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর কাগজের তৈরি পান্ডাটি বানানো পদ্ধতি ভাগ করে নেয়ার জন্য।

আমার তৈরি ডাই পোস্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো দিদি ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে

রঙিন কাগজ দিয়ে পুতুল তৈরি করার ছবি সুন্দর পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। রঙিন কাগজের জিনিস গুলো দেখতে আসলেই সুন্দর লাগে। আপনি দেখিয়েছেন কিভাবে সহজ পদ্ধতিতে এত সুন্দর পুতুল তৈরি করা যায়।

আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ৷

আসলে আপনি রঙিন কাগজ দিয়ে যে পুতুল তৈরি করেছেন তা আমার কাছে সত্যিকারের পুতুল মনে হচ্ছে। আসলে এই ধরনের পুতুল তৈরি করতে অনেকটা ক্রিয়েটিভিটির ব্যাপার আছে। এছাড়াও আপনি এই পুতুল তৈরীর প্রতিটা ধাপ খুব সহজভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ দাদা আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

রঙিন কাগজ দিয়ে বেশ চমৎকার পুতুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান। বেশ কিছু কালারের কাগজ ব্যবহার করেছেন আর এরই মধ্য দিয়ে আপনার সুন্দর দক্ষতার পরিচয় ফুটিয়ে তুলেছেন। এক কথায় বলতে গেলে অসাধারণ ছিল আপনার এই বিড়াল জাতীয় রঙিন কাগজের পুতুল তৈরি করা।

অসংখ্য ধন্যবাদ আপনাকে , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

ওয়াও ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে রঙিন কাগজের পুতুল তৈরি করে শেয়ার করেছেন। আসলে রঙিন কাগজ দিয়ে যেকোনো ধরনের পুতুল তৈরি করলে দেখতে বেশ ভালো লাগে। এই পুতুলটা যদি ঘরের দেওয়ালে টাঙিয়ে রাখা যায় দেখতে আরো বেশি ভালো লাগবে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করা জন্য।

কাগজ দিয়ে তৈরি করা পুতুল দেখতে খুবই সুন্দর হয়েছে। আপনি অনেক দক্ষতার সাথে এই সুন্দর পোস্ট তৈরি করেছেন। কাগজের ব্যবহার করে নতুন কিছু তৈরি করলে দেখতেও অনেক ভালো লাগে। আর আপনার কাজের দক্ষতা দেখে খুবই ভালো লেগেছে ভাইয়া।

আপনার আইডিয়া কিন্তু অসাধারণ। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি পুতুল বানিয়েছেন। আমি তো মনে করলাম কোন বাস্তবই পুতুলের ফটোগ্রাফি হবে। তবে খুব সুন্দর পুতুলের মধ্যে পা এবং চোখ দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পুতুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।