আর্ট -৪ ( আরবি হরফে 'আল্লাহু' ) by @nishatoishi

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম।

কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি @nishatoishi বাংলাদেশ থেকে। আজকে আমি @amrbanglablog আমার ৪নাম্বার আর্ট শেয়ার করতে যাচ্ছি।

AddText_08-18-12.14.32.jpg

আমার আর্টির বিষয় হচ্ছে আরবি হরফে 'আল্লাহু' শব্দটি লিখা। তারপর শব্দটির চারপাশে ম্যান্ডেলা আর্ট দেওয়া।তার আগে আমি কিছু কথা বলে রাখি।


আমি পলিটেকনিকের ৫ম পর্বের আর্কিটেকচার বিভাগের ছাত্রী। লকডাউনের কারণে ইদের এক দিন আগে ৪র্থ পর্বের ফাইনালে পরীক্ষা দিয়েছিলাম। এই পরীক্ষার ফলাফল দিবে এ মাসেই। কিন্তু তার আগে ৫ম পর্বের ফাইনাল পরীক্ষার তারিখ দিয়ে দিয়েছে। তা হবে নভেম্বরে। ৬মাসের সেমিস্টার ৪মাসে শেষ করতে হবে। নভেম্বরে পরীক্ষা হলে হাতে আছে ৩মাসেরও কম সময়। তাই প্রতিদিন ৩,৪টা করে অনলাইন ক্লাস হচ্ছে। তার ফলে আমি নিয়মিত কনটেস্টে অংশগ্রহণ করতে পারচ্ছি না।
তার মধ্যে প্রধান একটা কারণ ছিলো তা হলো, আমি ফোন দিয়ে পোস্ট তৈরি করি, তারপর তা কপি-পেস্টের মাধ্যমে কম্পিউটারে দিয়ে পোস্ট করি। ফোন দিয়ে করতে গেলে ফোন hang হয়ে যায়। কিছুদিন যাবত কম্পিউটারের ব্রাউজার কিছু সমস্যা হয়েছিলো।যেমন, পোস্ট হচ্ছিলো না, ছবি সেট হচ্ছিল না।তাই Dry event এসো নিজে করি কনটেস্টে অংশগহণ করতে পারি নাই, পোস্ট তৈরি করা সত্ত্বেও। তার জন্য খুব খারাপ লেগেছিলো। যাইহোক পরবর্তীতে ইনশাআল্লাহ অংশগ্রহণ করবো।


তবে আর কথা না বারিয়ে আজকের আর্টটি শুরু করি..


  • আর্টটি করতে যা যা লাগছে, তা হলো-
    (১)পেন্সিল।
    (২) রাবার।
    (৩)কলম।
    (৪)কাগজ।

এবার ধাপে ধাপে দেখাচ্ছি কিভাবে এঁকেছি।


ধাপ-১


IMG_20210809_104456.jpg

প্রথমে একটি বৃত্ত এঁকেছি। বৃত্তিটির মাঝে পেন্সিল দিয়ে আরবি হরফে আল্লাহু শব্দটি লিখেছি।

ধাপ-২

IMG_20210809_112228.jpg

IMG_20210809_123316.jpg

IMG_20210810_010255.jpg

তারপর নিজের মতো করে ম্যান্ডেলা আর্টি দিয়েছে, আল্লাহু শব্দটির চারপাশে।


ধাপ-৩


IMG_20210810_012040.jpg

IMG_20210812_012222.jpg

এবার কলম দিয়ে আল্লাহু শব্দটি ফুটিয়ে তুললাম। তারপর কাগজের কোনায় ম্যান্ডেলা আর্ট দিলাম।

ধাপ-৪

IMG_20210815_194144(1).jpg
অবশেষে আমার আর্টি আঁকা সম্পন্ন হলো।


জানি না কেমন হয়েছে! আশা করি সবার কাছে ভালো লেগেছে। তবে কেমন হয়েছে তা জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ রাখবেন।

আল্লাহ হাফেজ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুবই সুন্দর বানিয়েছেন।মন থেকে শুভেচ্ছা রইলো আপনার জন্য 🥰

ধন্যবাদ আপনাকেও

অসাধারণ হয়েছে বোন। খুবই সুন্দর হয়েছে আল্লাহু লেখার পাশের ড্রইংগুলো। শুভ কামনা রইল।

ধন্যবাদ ভাইয়া

খুবই সুন্দর আর্ট।নকশা টা অনেক সুন্দর হয়েছে।ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনাকেও

আর্ট টি আসাধারণ হয়েছে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।
রেগুলার লেখার চেষ্টা করবেন। পোস্ট না করতে পারলেও অন্তত কমেন্টস এর মাধ্যমে কমিউনিটিতে এক্টিভ থাকার চেষ্টা করবেন।

ধন্যবাদ ভাইয়া।
জ্বি, অবশ্যই।

খুবই সুন্দর হয়েছে আপনার অংকন।।। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া

অসাধারণ পোষ্ট আপু,খুবই সুন্দর লাগছে, আপনার আর্ট গুলো আমার খুবই ভালো লাগে,শুভকামনা আপনার জন্য

ধন্যবাদ আপনাকে☺️

অসাধারণ হয়েছে আপু। ধন্যবাদ আপনার এরকম কর্ম আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া, আমাকে সাপোর্ট দেওয়ার জন্য।

অভিনন্দন।

অসাধারণ আর্ট।আপনার পেনসিল এবং কলমের ব্যবহার খুব নিপুন।তবে এটি সময়সাপেক্ষ নিশ্চই!ধন্যবাদ আপনাকে।

হ্যা আপু, সময়সাপেক্ষ😞। ধন্যবাদ আপনাকেও❤️