Image Source
আমি আমার সব স্বপ্ন পূর্ন করবো একদিন। আমি আমার নতুন ব্যবসা শুরু করবো একদিন। আমি সারা পৃথিবী ঘুরে বেড়াবো একদিন। আমি আমার একটি সুন্দর শরীর তৈরি করবো একদিন। আমি আমার সমস্ত ইচ্ছে পুরন করবো একদিন। একদিন, দুইদিন, তিনদিন, একমাস, এক বছর এভাবেই সময় পার হয়ে যায়। কিন্তু সেই একদিন টা কখোনোই আসে না যেদিনটার আপনি অপেক্ষা করছেন। কিন্তু সেই সময়টা চলে এসেছে যখন আপনাকে আপনার লক্ষ্যের রাস্তায় নামতে হবে। যখন আপনাকে আপনার Comfort Zone থেকে বাইরে বেরিয়ে এসে পরিশ্রম করতে হবে।
যেদিন থেকে আপনার পরিশ্রম করাটা শুরু হয়ে যাবে, সেদিন থেকেই আপনার সফলতার দিনটাও ঠিক হয়ে যাবে। আমরা সব সময় এটাই ভুল করি যে একটা দিন ঠিক করি। কিন্তু ঐ একদিনে কখোনোই সফল হওয়া যায় না। একদিনে কেবল মাত্র রেজাল্ট আসে। তাই কোন কিছু একদিন করে নেব এটা না বলে বরং আপনি একদিন এমন ঠিক করুন যেদিন আপনি শুরু করবেন।
ইংরেজিতে একটি ভাল কথা আছে “One Day or Day One.” হয় আপনি বলুন যে একদিন আমি এটা করবো, ওটা করবো আর সেটা ভেবেই স্বপ্ন দেখুন অথবা আপনি আপনার আজকের দিনটাকে সেইদিন তৈরী করুন। আর শুরু করুন আপনার সফলতার যাত্রা। আপনার এই প্রথম দিনটা আপনার ভবিষ্যতকে বদলে দিবে।
যদি আপনি একটি ধনী মানুষের মতো জীবন পেতে চান তাহলে আপনাকে ধনী হতে হবে। যদি আপনি বাংলাদেশের একজন ক্রিকেট প্লেয়ার হয়ে খেলতে চান তাহলে আপনাকে একটি ভালো ক্রিকেটার হহে হবে। যদি আপনি আপনার শরীরটাকে ফিট করতে চান তাহলে আপনাকে পরিশ্রম করতে হবে জিম করতে হবে। যদি আপনি পরীক্ষাতে ফাস্ট হতে চান তাহলে আপনাকে একটি প্ররিশ্রম করার মত স্টুডেন্ট হতে হবে।
এতে কিছু যায়আসেনা যে, আপনি কি পেতে চান। বরং গুরুত্বপূর্ণ হল এটা যে আপনি কি হতে চান। আর সেটা আপনাকে নিজেকে তৈরী করতে হবে। আর নিজেকে তৈরী করার জন্য শুরু করতে হবে আর সেটা আজ নয়তো কাল। কিন্তু আপনারা সবাই জানেন যে কাল কখোনোই আসে না।
তাহলে আপনাকে শুরু কখন করতে হবে। এটা আপনার সময় আপনার অপরচুনিটি তাই এটাকে ব্যবহার করে আপনি নিজের জীবনকে পরিবর্তন করুন অথবা নিজের জীবনকে শেষ করে দিন। প্রতিটা দিন যখন সূর্য অস্ত্র যায় আপনার হাত থেকে একটি করে সুযোগ নষ্ট হয়ে যায। দিন শেষ, সুযোগও শেষ। তাই আপনার আগামী কোন দিনগুলোকে এইভাবে শেষ হতে দেবেন না। কারন এটা আপনার আগামী জবনের প্রত্যেকটি আশাকে শেষ করে দিবে। নিজেকে সবসময় প্রতিজ্ঞা করতে হবে যে আজ আমার সামনে সমস্যা আসবে কিন্তু আমি তার মোকাবেলা করবো।
বন্ধগণ আজ এ পর্যন্ত। আগামীকাল আবারও নতুন কোন বিষয় নিয়ে হাজির হবো।