স্মৃতির আল্পনায় আঁকি আমি,
শিশির ভেজা ভোরের ছবি,
সেই ছোট্ট গ্রাম, নদীর ধারে
জীবন কেটেছে মধুর স্মৃতির স্রোতে।
পথের ধারে গাছের ছায়ায়,
খেলা করেছি সারাবেলা,
বাতাসে ছিলো শান্তির ছোঁয়া,
মনের গহীনে বাজতো সুর।
মাটির ঘ্রাণে মুগ্ধ আমি,
রাতের তারায় মিশে যেতাম,
মায়ের মুখে সেই মিষ্টি হাসি,
আজও মনে পড়ে বড় বেশি।
কালের স্রোতে ভেসে গেছি,
শহরের পথে হারিয়েছি,
তবু স্মৃতির আল্পনায় দেখি,
সেই গ্রাম, সেই হাসি, সেই সুখের ঝর্ণা।