"আমার বাংলা ব্লগ"প্রতিযোগিতা - ৩৯ |শেয়ার করো তোমার ইউনিক ঝাল ভর্তা রেসিপি |

in hive-129948 •  last year  (edited)

Contest-Cover_Ann_3.png

ব্যানার ক্রেডিট: @hafizullah ভাই


আসসালামু আলাইকুম,

আশা করছি সকলেই খুব ভালো এবং সুস্থ রয়েছেন। আজকে আমি চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে,আমাদের নতুন কনটেস্ট।কন্টেস্ট মানেই মজা আর আমার বাংলা ব্লগের কনটেস্ট মানেই দারুণ কিছু। তা তো আপনারা ইতিমধ্যেই বুঝতে পারছেন,কতোটা মজা হবে এবং আমরা দারুণ দারুণ কিছু দেখতে পাবো। আমার তো মনে হয় টাইটেল দেখেই ইতিমধ্যে আপনারা সবাই বুঝেও ফেলেছেন যে আমি আজকে কোন কনটেস্টের বিষয় নিয়ে কথা বলবো।

প্রথমত আমি আজকে আপনাদের সামনে ঘোষণা করতে এসেছি আমার বাংলা ব্লগ কমিউনিটির - ৩৯ তম প্রতিযোগিতা কিংবা কনটেস্টের বিষয় এবং নিয়ামবলী নিয়ে।

আমরা কম বেশি সবাই ঝাল প্রেমি মানুষ বলা চলে। আমাদের মধ্যে অনেকেই রয়েছে মিষ্টি প্রেমী।কিন্তু আমার তো মনে হয় যে আমরা অনেকেই বেশি ঝাল পছন্দ করি। আর যারা ঝাল প্রেমি তারা ভর্তা পছন্দ করেনা এরকম কিন্তু হয় না। আমাদের প্রতিদিন খাবার আইটেমে আমরা সবসময় কোনো না কোনো ভর্তা রাখতে খুবই পছন্দ করি। আর যারা এক্সপার্ট রাঁধুনি উনারা তো এতো সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ভর্তার আবিষ্কার করে ফেলেন যা দিয়েই আসলে ভাত খাওয়াটা হয়ে যায়।

সে কারণেই ভাবলাম অনেক কিছুর কনটেস্ট তো হলো। এবার কেননা একটা ভর্তা কনটেস্ট ই দেওয়া যাক। একেবারে ঝাল ঝাল ভর্তা সাথে গরম ধোঁয়া ওঠা ভাত, ব্যাপারটা একেবারেই জমে যায়।আর তা যদি হয় একেবারে ইউনিক ইউনিক ভর্তার রেসিপি তাহলে আর কি লাগে!

আমাদের কমিউনিটিতে কতো দারুন দারুন রাঁধুনি আছে তা তো আর বলার অপেক্ষাই রাখে না। আর আমাদের এই এক্সপার্ট রাঁধুনীদের হাতের ইউনিক ভর্তা কেমন হতে পারে তাও আমাদের অজানা নয় মনে হচ্ছে! অর্থাৎ আমরা দারুণ ইউনিক অনেক কিছু দেখতে পাবো সেই আশাই করছি।

তাই আজকের কনটেস্ট বিশেষ ভাবে আমাদের এক্সপার্ট রাঁধুনি কিংবা শখের বশের রাঁধুনিদের জন্য। কারণ এক্সপার্ট রাঁধুনিদের পাশাপাশি অনেক সময় শখের রাঁধুনীরাও কিন্তু এতো ইউনিক ভর্তা বানিয়ে ফেলে যা আসলে অমৃতসম হয়।

তো অনেকক্ষণ তো আমরা ভর্তা নিয়ে আলোচনা করলাম। তাহলে এবার মূল কথাতেই চলে আসি।আর আলোচনা করতে করতে আমার অলরেডি ভর্তা খেতেও ইচ্ছে করছে।

আমার বাংলা ব্লগ কর্তৃক আয়োজিত এবারের কনটেস্টের মূল বিষয় হলো - " শেয়ার করো তোমার ইউনিক ঝাল ভর্তা রেসিপি।"

ঝাল ভর্তা যে কোনোভাবেই যেকোনো কিছু দিয়েই আপনারা করতে পারবেন। এতে কোনো বাধ্যবাধকতা নেই। তবে হ্যাঁ একটা বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ভর্তাটা যেনো অবশ্যই ঝাল হয়। কারণ ঝাল ভর্তা ঝাল না হলে আসলে মন ভরে না।

আমি আশা করি আমরা এখানে যতজন মেম্বার রয়েছি আমরা মোটামুটি সবাই ভর্তা এবং ঝাল প্রেমী মানুষ। তাই আশা করছি এবারের কনটেস্টে অনেক অনেক প্রতিযোগী পাবো প্রতিবারের মতোই। সে সাথে আমাদের দারুণ প্রতিযোগীদের দারুণ সব ভর্তা রেসিপি ও আমরা পেয়ে যাবো আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা ৩৯ এর জন্য।

আমি এবং আমার প্যানেলের সবাই মোটামুটি অসম্ভব ঝাল প্রেমি মানুষ। তাহলে চলুন শেয়ার করে ফেলুন আপনার আমার বাংলা ব্লগের সবচেয়ে স্পেশাল ঝাল ভর্তা রেসিপি টি,সে সাথে জিতে নিন পুরস্কার। আশা করছি এবার আমরা দারুণ দারুণ ঝাল ভর্তা রেসিপি পাবো যা দেখেই লোভ লেগে যেতে বাধ্য। আশা করছি সকলেই অংশগ্রহণ করবেন, সকলের জন্য রইলো শুভেচ্ছা এবং ভালোবাসা।

নির্দেশিকাঃ


  • প্রতিযোগিতাটি শুধুমাত্র আমার বাংলা ব্লগ এর সদস্যদের জন্য।

  • পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ এর মাধ্যমে করতে হবে।

  • আপনার শেয়ার করো তোমার ইউনিক ঝাল ভর্তা রেসিপি - এ কমপক্ষে ২০০ শব্দ থাকতে হবে।

  • Plagiarism নিষিদ্ধ , তাই Plagiarism পাওয়া গেলে অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।

  • কারো লেখা কিংবা ফটোগ্রাফি কপি করা যাবে না।

  • কপিরাইট ফটো ব্যবহার করলে সোর্স উল্লেখ করতে হবে।

  • পোষ্ট করার পর আর এডিট করা যাবে না , সুতরাং ভালোভাবে রিভিউ করে পোষ্ট করতে হবে।

  • অংশগ্রহনের সময়সীমা ১৩ জুলাই, ২০২৩ সকাল ৯টা পর্যন্ত (বাংলাদেশী সময়)। নির্দিষ্ট সময়ের পর অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।

  • আপনার প্রথম পাঁচটি ট্যাগ এর মধ্যে অবশ্যই #abbcontest-39, #recipe-contest এবং #amarbanglablog এই তিনটি ট্যাগ ব্যবহার করতে হবে।

  • ১০% এর বেশী বানান ভুলের কারনে অংশগ্রহণ বাতিল গণ্য হতে পারে, সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

  • আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটি subscribe করতে হবে এবং পোস্টটি Re-steem করতে হবে।

  • আপনার অংশগ্রহণের পোস্টের লিংকটি এই পোস্টের নিচে কমেন্ট করার মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

পুরস্কারঃ


  • প্রথম স্থান অধিকারী - ৩৫ স্টিম
  • দ্বিতীয় স্থান অধিকারী - ২৫ স্টিম
  • তৃতীয় স্থান অধিকারী - ২০ স্টিম
  • চতুর্থ স্থান অধিকারী - ১৪ স্টিম
  • পঞ্চম স্থান অধিকারী - ১২ স্টিম
  • ষষ্ঠ স্থান অধিকারী- ১০ স্টিম
  • সপ্তম স্থান অধিকারী- ৯ স্টিম
  • বিশেষ পুরস্কার- ১৫ স্টিম

এই প্রতিযোগিতার বিচারক মন্ডলীর দায়িত্বে থাকবেনঃ


IDDesignationRole
@rmeFounderInfrastructure development & all programming works
@blacksCo-FounderAll administrative works
@winklesExecutive Admin India RegionAll administrative works in India region
@hafizullahExecutive Admin Bangladesh RegionAll administrative works in Bangladesh region
@swagata21Community Admin India RegionAll administrative works in India region
@nusuranurCommunity Admin Bangladesh RegionAll administrative works in Bangladesh region
@rex-sumonRegulatory compliance AdminControl the quality of entire community
@moh.arifWitness & Dev Team AdminAll administrative works in Witness & Dev Team
@shuvo35Social Media & Marketing AdminAll administrative works in Social Networking


প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে, আগামী ১৩ জুলাই, ২০২৩ইং রোজ বৃস্পতিবার, ইন্ডিয়ান সময় রাত ৮.৩০ মিনিটে, বাংলাদেশ সময় রাত ৯.০০ টায়। আমার বাংলা ব্লগ কমিউনিটির voice Hangout এর মাধ্যমে।


প্রতিযোগিতার স্পন্সর আমার বাংলা ব্লগের সকল এ্যাডমিন।



This is your beloved @nusuranur.


8FF7198D-D313-4FC3-ADE4-05C262C64B9E.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Heres a free vote on behalf of @se-witness.

  ·  last year (edited)

প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পেরে অনেক বেশি আনন্দ পেলাম। অনেক অনেক ধন্যবাদ আপু এতো সুন্দর ইউনিক ভর্তা রেসিপির আয়োজন করার জন্য।

https://steemit.com/hive-129948/@santa14/2whb4j
আমার অংশ গ্রহণ

ঝালের মাঝে নাকি যাদু থাকে, এবার দেখা যাবে কে কি রকম যাদু উপস্থাপন করে হি হি হি। যদিও আমি খুব একটা ঝাল পছন্দ করি না তবে মাঝে মাঝে ঝাল ভর্তার স্বাদ চেক করি হি হি হি।

মরিচের যা দাম,ঝাল কম খাওয়াই ভালো😜😜

খুব সুন্দর এবারের প্রতিযোগিতা।সবাই খুব সুন্দর ভাবে অংশগ্রহন করবে আশাকরি। সবার জন্য শুভকামনা রইলো। আমি কিন্তু ঝালে সেরা।🤗

আপু অনেক সুন্দর একটি ঝাল ভর্তার আয়োজন করছেন।সত্যি আপু ভর্তা যদি ঝাল না হয় তাহলে তো ভালো লাগে না। এবারের প্রতিযোগিতায় অনেক ইউনিক রেসিপি দেখতে পাব।অবশ্যই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার চেষ্টা করব। ধন্যবাদ আপু।

আপু, ঝাল ভর্তা রেসিপি প্রতিযোগিতার আয়োজন মানে সকলের ইউনিক ও মজার ঝাল ভর্তা রেসিপি গুলো দেখতে পাওয়া। আর আপনি ঠিকই বলেছেন আপু, গরম গরম ধোয়া ওঠা ভাত সেই সাথে ঝাল ঝাল ভর্তা রেসিপি তাহলে খাওয়াটা বেশ জমে ওঠে। তবে তাতে যদি থাকে একটু খানি ঘি তাহলে মন্দ হয় না। অনেক অনেক ধন্যবাদ আপু, এত সুন্দর একটি প্রতিযোগিতা আয়োজন করার জন্য।

  ·  last year (edited)

বাংলা ব্লগের প্রতিযোগিতায় মানে হচ্ছে ইউনিক কর্মকাণ্ডের সমাহার। এবার ঝাল ভর্তা রেসিপিতে অনেক ইউনিক রেসিপি দেখতে পাবো বলে আশা করছি।আমি নিজেও সর্বোচ্চ টা দিয়ে প্রতিযোগিতা অংশগ্রহণ করার চেষ্টা করব ।

বাহ চমৎকার একটি প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে তো। এখন তো শুধু প্রতিযোগীদের বিভিন্ন ভর্তা রেসিপি দেখব আর জিভে জল টলটল করবে। আশা করি এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা অনেক ইউনিক রেসিপি দেখতে পাবো

দারুণ একটি প্রতিয়োগিতার আয়োজন করা হয়েছে ৷ এমন সুন্দর একটি প্রতিয়োগিতার আয়োজন দেখে অনেক ভালো লাগলো ৷ অসংখ্য ধন্যবাদ প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটি ৷

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সব সময় ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতার আয়োজন করা হয়।আমার কাছে এবারের প্রতিযোগিতার বিষয়টি আরো ব্যতিক্রম এবং ইউনিক লেগেছে।অবশ্যই প্রতিযোগিতায় একজন প্রতিযোগী হিসেবে থাকবো।

সময়োপযোগী একটা প্রতিযোগিতার আয়োজন করেছেন আপু। এখন ঝাল নিয়ে যা শুরু হয়েছে আর এর মধ্যে ঝালের এই ভর্তার প্রতিযোগিতা টা অনেক মজাদার হবে বলে আমার কাছে মনে হচ্ছে।

IMG_20230707_172040.jpg
আমার অংশগ্রহণ-
https://steemit.com/hive-129948/@bristychaki/6kw3ms-or-or

ঝাল ঝাল ভর্তা আমার ভীষণ পছন্দের। গরম ভাতের সাথে ভর্তা খেতে বেশ ভালো লাগে। আর এই প্রতিযোগিতা দেখে আরো বেশি ভালো লেগেছে আপু। আশা করছি প্রতিযোগিতার মাধ্যমে দারুন দারুন সব ভর্তার রেসিপি শিখতে পারবো। দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে দেখে সত্যিই ভালো লেগেছে।

প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ।

IMG-20230708-WA0024.jpg

পোস্টের লিংক

আপু আমি কিন্তু ঝাল প্রেমী। ঝাল আমার খুবই পছন্দ। আর ঝাল জাতীয় যেকোন রেসিপি আমার খুব ভালো লাগে। ভর্তা হলে তো কথাই নেই ।এই কনটেস্ট টি দেখে আমার কাছে খুবই ভালো লাগে লেগেছে। অবশ্যই আমি কনটেস্ট এ অংশগ্রহণ করব।আপনার অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি কনটেস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আশা করছি এবার নতুন নতুন কিছু ঝাল ভর্তা দেখতে পারবো। আমিও কিন্তু ভেবে রেখেছি একটি ঝাল ভর্তার রেসিপি করব।

প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ। ❤️

PhotoCollage_1688836297892-01.jpeg
https://steemit.com/hive-129948/@hiramoni/5rbeup-or-or

আমি ও আমার পরিবারের সবাই খুব ঝাল খেতে পছন্দ করি।একদম ঝালপ্রেমী বলা যায়।তবে ইদানীং ঝালের যে দাম তাতে একেবারে সময় উপযোগী প্রতিযোগিতা হয়েছে।একদম ইউনিক বিষয় নির্বাচন করেছেন, চেষ্টা করবো অংশ নেওয়ার।ধন্যবাদ আপু।

এবারের কনটেস্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে। কারণ গরম গরম ভাত দিয়ে ঝাল ঝাল ভর্তা খেতে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগের দাদাসহ সকল এডমিন মডারেটর ভাইয়া, আপুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি কনটেস্টের আয়োজন করার জন্য। আমি চেষ্টা করবো অবশ্যই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার। এবারে সবার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর ভর্তার রেসিপি শিখে নিতে পারব। সবার ভর্তার রেসিপি দেখার অপেক্ষায় রইলাম।

ঝাল জাতীয় খাবার তেমন একটা খেতে পারি না কিন্তু ভর্তা রেসিপি আমার খুবই প্রিয়। খাবারের সাথে ভর্তা আমার সব সময় পছন্দ করি। অনেক ভালো লাগলো এতো সুন্দর একটি প্রতিযোগিতা করার জন্য। দারুন কিছু ইউনিক ভর্তা রেসিপি দেখতে পাবো।

ঝাল ভর্তা এবং সাথে লেবু ও কাচা মরিচ এমন খাবার আমার খুব প্রিয় । আর এমন খাবার বিশেষ করে গরম গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। আর এই প্রতিযোগিতা দেখে আরো বেশি ভালো লেগেছে আপু। আশা করছি প্রতিযোগিতার মাধ্যমে দারুন ভর্তার রেসিপি শিখতে পারবো। অনেক সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে দেখে খুব ভালো লাগল। ভালো থাকবেন আপু

প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ইউনিক ঝাল ভর্তা রেসিপি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। গরম ভাতের সাথে ঝাল ঝাল ভর্তা থাকলে পেট ভরে ভাত খাওয়া যায়। আশা করি এই প্রতিযোগিতার মাধ্যমে ভিন্ন ধরনের ভর্তা রেসিপি দেখতে পাবো। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আশা করছি।

আমার অংশগ্রহন
https://steemit.com/hive-129948/@selina75/5tr1vp-or

খুবই সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। এই প্রতিযোগিতা একদম ইউনিক প্রতিযোগিতা। আশা করছি এই প্রতিযোগিতার মাধ্যমে নতুন রেসিপি আমরা দেখতে পাব। অবশ্যই আমি অংশগ্রহণ করব।

আমার অংশগ্রহণ

https://steemit.com/hive-129948/@selinasathi1/5ffwde

dropshadow_1689000899440.jpg

প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ -

https://steemit.com/hive-129948/@pujaghosh/5uoa6o

আমার অংশগ্রহন -- https://steemit.com/hive-129948/@shimulakter/26jtl7-or-or

প্রতিযোগিতায় আমার অংশ

PhotoCollage_1689069078916.jpg
https://steemit.com/hive-129948/@parul19/6a2pnv

প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ-

https://steemit.com/hive-129948/@wahidasuma/6vrxxq-or-or

আমার অংশগ্রহণ :

https://steemit.com/hive-129948/@bdhero/6v3d9w

IMG-20230711-WA0000.jpg

আমার অংশগ্রহণ:
IMG_20230711_192526.jpg

https://steemit.com/hive-129948/@monira999/4a3b5r-or

আমার অংশগ্রহণ https://steemit.com/hive-129948/@shapladatta/75tuub

আপনার লিংকটা দেওয়া ঠিক হয়নি,ঠিক করে নিয়েন।

প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ:-অংশগ্রহণ পোষ্টের লিংক

খুবই চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।কারন ঝাল ভর্তা পছন্দ করে না এমন বাঙালি খুবই কম পাওয়া যাবে।আর এবার এই প্রতিযোগিতার মাধ্যমে সুস্বাদু ও মজাদার অনেক ঝাল ভর্তার রেসিপি দেখতে পাবো।অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর একটি প্রতিযোগিতা আয়োজন করার জন্য।

আমার অংশগ্রহন
https://steemit.com/hive-129948/@anisshamim/27xyc3

আমার অংশগ্রহণ

IMG-20230712-WA0020.jpg

https://steemit.com/hive-129948/@bristy1/74qwby-or-or

আমার অংশগ্রহণ:

https://steemit.com/hive-129948/@tangera/7nzbju-or-or

https://steemit.com/hive-129948/@rahimakhatun/7uxdqx

আমার বানানো ইউনিক ইলিশ মাছ দিয়ে কচুর নিচের অংশের ঝাল ভর্তার রেসিপি ।

360772953_314058227663468_9180143380786467219_n.jpg

আমার অংশগ্রহণ:-
https://steemit.com/hive-129948/@ah-agim/3zuu4f-or-or