Family Hangout

in hive-129948 •  last year 
🌼 হ্যালো, আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন? আশাকরছি সকলে ভালো আছেন,আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি ।

Family Hangout

IMG_4748.jpeg

captured by @nusuranur

nowrin,.png

আজকে আবারো চলে আসলাম নতুন আরও একটি লেখা নিয়ে। আশা করি আজকের লেখাটিও আপনাদের সকলেরই ভালো লাগবে।

বেশ কয়েকদিন আগেই আপনাদের কে বলেছিলাম যে আমার বাসায় খালামণি এবং খালামণির হাজবেন্ড এসেছিলো। তো একটা ছোটখাটো দাওয়াতের মতোই ছিলো আর কি। অর্থাৎ আমার খালামণিকে নিতে এসেছিলো আঙ্কেল। আঙ্কেলের আমাদের বাসায় সেদিনই প্রথমবারই আসা ছিলো বিয়ের আগে কিংবা বিয়ের পরে যাই বলি না কেনো।সেদিনই আমাদের বাসায় প্রথমবারে এসেছিলো। কারণ উনি যেহেতু জব সেক্টরের মানুষ। সেক্ষেত্রে আসলে জব সেক্টরগুলোতে ছুটি পাওয়া কতোটা অসম্ভব ধরনের ব্যাপার তা তো কম বেশি আমরা সকলেই জানি।

যাইহোক সেদিন আসলে আমার এক্সামও ছিলো।তাই আমি বাসায় কোনো কাজ করতে পারিনি। কারণ এর আগে রাতেও পরীক্ষার প্রিপারেশন নিয়েছিলাম এবং যেদিন উনারা আসবে সেদিন আমি পরীক্ষা দিতে চলে গিয়েছিলাম। তো বাসায় এসেই দেখি বেশ ভালোই আয়োজন করেছে। তো আয়োজন এর সামান্য কিছু আপনাদের সাথে শেয়ার করছি।

IMG_4740.jpeg

সেদিন বাসায় আসার পর ফ্রেশ হয়ে কিচেন এর দিকে যেতেই দেখি কিচেন জুড়েই খাবারের পাত্র।মানে কিচেনে জাস্ট ঢুকাই যাচ্ছিলো না। আমি যদিও এক সাইট থেকে কয়েকটা ছবি তুলেছিলাম। কিন্তু পুরো কিচেন জুড়েই এতোগুলো খাবারের পাত্র ছিলো যে কিচেনে ঢুকার ই অবস্থা ছিলো না।

IMG_4742.jpeg

এরপর আমি একটু বসে পাত্র গুলোর ঢাকনা সরিয়ে দেখছিলাম কি কি রান্না হয়েছে। যদিও আমি কোনো মাছের ই নাম খুব একটা জানিনা। তাই ছবি দেওয়ার চেষ্টা করছি।

IMG_4743.jpeg

এই গলদা চিংড়ি মাছগুলো যে কি মজা হয়েছিলো তা জাস্ট বলার বাইরে। আর এতো বড় বড় চিংড়ি ছিলো আমার আবার চিংড়ি খুবই পছন্দ।

IMG_4744.jpeg

এটা হলো আমার আম্মুর হাতের স্পেশাল লইট্টা ফ্রাই। এটা আমার খুব খুব বেশি পছন্দ। বিশেষ করে কক্সবাজারের রেস্টুরেন্টগুলোতে ঠিক এই স্টাইলে দেয়। তো এটা আমার আসলে খুবই পছন্দের একটা খাবার।

IMG_4745.jpeg

পোলাওয়ের সাথে মাস্ট একটা আইটেম হলো চিকেন রোস্ট। কি যে মজা হয়েছিলো আমি তো দুই পিস খেয়েছি চিকেন রোস্ট। আর এটাও আমার অসম্ভব পছন্দ, আর এটা খালামনি রান্না করেছিলো।

IMG_4746.jpeg

এটা হলো কিচেনের আরেক দিকের অবস্থা অর্থাৎ কিচেনে মোটামুটি পা দেওয়ার জায়গাই ছিলো না, বেশ মজার ব্যাপার। আসলে চট্টগ্রামের দাওয়াত গুলো আমি মোটামুটি এমন হতেই দেখেছি. সেটা আমার ঘর হোক বা আমাদের কোনো আত্মীয়-স্বজনের ঘরে হোক না কেনো।

IMG_4748.jpeg

আর সবশেষে আমি পুরো দাওয়াত মিলিয়ে যে কাজটা করেছি, তা হলো টেবিল সেট করা। আর এই কাজটা আমার কেনো জানি করতে ভালোই লাগে আর। বাসার সবাই কেনো জানি এই কাজটা সবসময় আমাকে দিয়েই করায়!

IMG_4749.jpeg

টেবিল সেট করার পরে একটু ছবি তুলছিলাম। যদিও খুব একটা ভালোভাবে তুলতে পারিনি। কারণ সবার খাবারের সময়ও হয়ে গিয়েছিলো।

IMG_4754.jpeg

এরপর তো সবাই একসাথে বসে বেশ মজা করে খেলাম। সত্যি কথা বলতে এতো বেশি মজা হয়েছিলো প্রতিটা আইটেম। যদিও সবগুলো টাচ করতে পারিনি, কারণ একবারে এতোগুলো খাবার খাওয়া প্রায় অসম্ভব ব্যাপার।

IMG_4755.jpeg

খাওয়া-দাওয়ার পরে আম্মু আঙ্কেলদের ডেজার্ট দিচ্ছিলো। আর এদিকে আমি আর খালামণি বসে বসে পেস্ট্রি খাচ্ছিলাম। কারণ খাওয়ার পরে মিষ্টি কিছু খেতে ভালোই লাগে। আর যেহেতু খালামনি সেদিন চলে যেতো। তাই আমরা আড্ডা দিতে দিতেই খাচ্ছিলাম। এই ছিলো আসলে সেদিনকার মুহূর্তগুলো।আর ওই দিনের ব্যাপারটা ছিলো চট্টগ্রামের জামাই আদর আর কি, হাহাহাহা।

The End📍
আশা করছি লেখাটি আপনাদের ভালো লাগবে।এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল সে সাথে থেকে যাবে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যগুলোও।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য দেখতে পাবো।


This is your beloved @nusuranur.



8FF7198D-D313-4FC3-ADE4-05C262C64B9E.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

এত সুন্দর একটা আয়োজন ইনভাইট করতে পারতেন আপু। দেখেই বোঝা যাচ্ছে সবগুলো আইটেম বেশ মজাদার। লইট্টা ফ্রাই কখনো খাওয়া হয়নি তবে দেখে মনে হচ্ছে বেশ সুস্বাদু। ঠিক বলেছেন আপু পোলাওর সাথে রোস্ট মাস্ট একটা আইটেম। তাছাড়া আরো বিভিন্ন ধরনের রেসিপি রয়েছে যা দেখে মনে হচ্ছে কিন্তু খুবই টেস্ট। এ দাওয়াতে জয়েন করতে পারলে খুবই ভালো লাগতো ঠিক বলেছেন আপু মনে হচ্ছে জামাই আদর।

Heres a free vote on behalf of @se-witness.

খুব সুন্দর সময় কাটিয়েছেন আপু।খালামনি আর আংকেলের জন্য বেশ মজার মজার রেসিপি করা হয়েছিল।আসলে আমাদের এখানেও জামাইদেরকে এভাবেই আপ্যায়ন করা হয়।কিন্তু কোথাও বউদের আপ্যায়নের কথা শুনিনা।খুবই আফসোসের বিষয় এটা।😔ধন্যবাদ আপু অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

আপনাদের বাসায় প্রথমবার আপনার খালু এসেছিলেন।যেহেতু তিনি জব করেন তাই ছুটি সেভাবে পাওয়া হয়না তার।আপনার পরীক্ষা থাকায় সেদিন বাসায় তেমন কোনো কাজ করতে পারেননি।শুধুমাত্র টেবিল সাজিয়েছিলেন ।বিভিন্ন মজার সব খাবারের আইটেম এর ছবি শেয়ার করেছেন। খাওয়া দাওয়ার শেষে আপনি আর আপনার খালামণি পেস্ট্রি খেয়েছেন।সব মিলিয়ে বেশ মজা করেছিলেন সেদিন।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

আপু আগে ভাগে একটু বলে রাখলেই হতো। চলে আসতাম। এমন সুন্দর খাবার আইটেম দেখে তো নিজেকে ধরে রাখতে পারছি না। বুঝাই যাচেছ যে আন্টির হাতের রান্না বেশ সুস্বাদু। আর আপনারা বেশ দারুন সময় কাটিয়েছেন। এরপর আবার খালা মনি আসলে আমাকে একটু বলিয়েন কিন্তু।

আপু এতগুলো রেসিপি সামনে দেখে তো লোভ সামলানো অনেক কষ্টের ব্যাপার। পরিবারের সবাই মিলে একসাথে বসে খাওয়ার ভিতরে সত্যি অনেক মজা লুকিয়ে থাকে। পরিবারের সবাই মিলে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছেন খুবই ভালো ব্যাপার এটা। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

তাহলে তো বেশ আয়োজন করা হলো দেখতেছি। বাসায় মেহমান আসলে খুব বেশি সুবিধা হয়। মেহমানদের সাথে অনেক মজার মজার খাবার গুলো খাওয়া যায়। যেহেতু প্রথমবার আপনার খাল মণির হাসবেন্ড এসেছেন তো অনেক আয়োজন করা হয়েছে। প্রতিটি খাবার অনেক লোভনীয় ছিল। অনেক ধন্যবাদ আপু খুব সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপু,আপনাদের রান্নাঘরে তো এলাহী সব খাবারের আয়োজন করেছেন দেখছি।আমার তো গলদা চিংড়ি, লইট্টা ফ্রাই আর পেস্ট্রিগুলি দেখেই খেতে মন চাইছে এখুনি।দারুণ সব খাবার তৈরি করেছেন আপনার খালামণি এবং খালামণির হাজবেন্ড এর জন্য।আশা করি উনারা বেশ খুশি হয়েছেন আর আপনার এক্সামও ভালো হয়েছে আশা করি।ধন্যবাদ আপু।