New Skin Care Product Review

in hive-129948 •  last year 
🌼 হ্যালো, আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন? আশাকরছি সকলে ভালো আছেন,আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি ।

product review

IMG_2144.jpeg

captured by @nusuranur

nowrin,.png

আজকে আবারো চলে আসলাম নতুন আরও একটি লেখা নিয়ে। আশা করি আজকের লেখাটিও আপনাদের সকলেরই ভালো লাগবে।

আজকে ভাবলাম আপনাদের সাথে আমার দৈনন্দিন কিছু কেনাকাটার কথাই শেয়ার করা যাক।আসলে আমার যে কাজটা সবচেয়ে বেশি করা হয় সেটা হলো শপিং। কারণ এই একটা কাজ না করলে আমার কেনো জানি খুব একটা ভালো লাগে না একেবারে। সে কারণেই আসলে আমার অনেক বেশি শপিং এ যাওয়া হয়।

আজকে আপনাদের সাথে আমি যে কেনাকাটার কথা শেয়ার করবো সেটা হলো দুইটি স্কিন কেয়ার প্রোডাক্ট। যারা আমার পোস্ট নিয়মিত পড়ে থাকেন। আপনারা অনেকেই জানেন যে আমি কিন্তু স্কিন কেয়ার করা খুব বেশি ভালোবাসি এবং অনেকগুলো ভালো ভালো আমি প্রতিদিন ইউজ করি,তবে তা অবশ্যই কিনি অনেকটা স্টাডি করার পরেই।যাতে অহেতুক টাকা নষ্ট না হয় এবং আমার কাজেও লাগে।

যাইহোক আজকে আমি যে দুইটি প্রোডাক্ট এর ছবি আপনাদের সাথে শেয়ার করছি। দুইটা প্রোডাক্ট ই হলো সিরাম। আপনাদের সাথে সেই দুইটি প্রোডাক্ট এর ছবি এবং উপকারিতা ও ভাবলাম শেয়ার করি ।

IMG_2144.jpeg

প্রথম প্রোডাক্টটি হলো অর্ডিনারির আলফা আরবুটিন এর। প্রথম এই ছবিটা আসলে আমি দোকানেই তুলেছিলাম। কারণ আসলে যে কোনো প্রোডাক্ট কেনার আগে তা অথেনটিক কিনা তা বেশ ভালোভাবেই বিবেচনা করেই কিনতে হয়।তাই আসলে আমি ছবি তুলে দেখছিলাম যে প্রোডাক্ট অথেন্টিক কিনা। আর এটা আমার আগের ইউজ করা প্রোডাক্ট এর সাথে মিলে কিনা।এই প্রোডাক্ট আমি আগে ও ইউজ করেছি এবং ওটা শেষ হতেই আরেকটা কিনতে এসেছি।

IMG_2766.jpeg

এই প্রোডাক্টটির নাম হলো The Ordinary ব্র‍্যান্ডের Alpha Arbutin 2%+HA সিরাম।প্রোডাক্টটির কোয়ান্টিটি হলো মাত্র ৩০ মি.লি।আর দামটাও সে তুলনায় অনেক বেশি।প্রায় ২০০০+ এর মতো বোধহয়।

কিন্তু এটা আসলে ১ ফোঁটা করেই ইউজ করতে হয়।তো প্রায় ৩,৪ মাস তো চলেই যায়।এটার উপকারিতা গুলো হলো,মেলানিন ফরমেশন কমায়,বয়সের দাগ গুলো কমায়,ফ্রেংকেলস,মেলাসমা,পিগমেন্টেসন এসব কমাতে সাহায্য করে।তবে এই প্রোডাক্ট গুলো রাতারাতি কাজ করেনা।আর একেবারে মানুষের কালার ও চেঞ্জ করেনা।তাই যারা শুধুমাত্র স্কিনকে হেলদি করতে চায় তারাই এসব ব্যবহার করতে পারে।কারণ এগুলো রং ফর্সাকারী কোনো প্রোডাক্ট ই নয়।

IMG_2764.jpeg

আরেকটি প্রোডাক্ট হলো আই সিরাম।এটার নাম - Revulation এর 5%Caffeine solution + Hyaluronic Acid।এটার কাজ করার জন্যে আসলে সঠিক সময়ে ঘুম দরকার।যা আসলে আমার জীবনে নেই বললেই চলে।তাও ব্যবহার করি অনেকটা, "নাই মামার চেয়ে কানা মামা ভালো " হিসেবে।

IMG_2765.jpeg

এই প্রোডাক্টটি ব্যবহার এ উপকারিতা হলো,চোখের নিচের ফোলা ভাব কমাতে সাহায্য করে,ডার্ক সার্কেল কমাতে সাহায্য করে।সে সাথে চোখের এরিয়াতে যে লাইনস গুলো হয় সেসব কমাতেও সাহায্য করে।চোখের ডিহাইড্রেট ভাবটাও অনেকটা কমিয়ে আনে।

আর এই প্রোডাক্টটির ব্যাপার এও আমার সেইম বক্তব্য।অর্থাৎ রাতারাতি কিছুই চেঞ্জ হবেনা।বা ২ দিনেই ডার্ক সার্কেল গায়েব করে দেবেনা।খুব ই ধীরে কাজ করবে।তবে নিয়মিত ব্যবহার এ চেঞ্জটা নিজেই বুঝতে পারা যায়।

যাই হোক,এই পোস্ট হয়তো অনেক ভাইয়াদের মাথার উপর দিয়ে গিয়েছে তার জন্যে আমি দুঃখিত,হাহাহা।কি করার ভাই!তবে ভাইয়ারা শিখে নিতে পারেন কিন্তু ভাবিদের জন্যে।আর আপুরা আশা করি বুঝেছেন এবং আপনাদের ভালো লাগবে।আসলে স্কিন কেয়ার টা শুধুমাত্র স্কিনকে হেলদি রাখতেই,আর কিছুই না।

আর আরেকটা ব্যাপার আমি সবসময় বলি তা হলো সব প্রোডাক্ট সব স্কিনে স্যুট করেনা।তাই অবশ্যই আগে গুগল করে প্রোডাক্টির সাইড এফেক্ট কিংবা কোন স্কিনে স্যুট করে সেসব চেক করেই কেনা উচিত।

The End📍
আশা করছি লেখাটি আপনাদের ভালো লাগবে।এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল সে সাথে থেকে যাবে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যগুলোও।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য দেখতে পাবো।


This is your beloved @nusuranur.



8FF7198D-D313-4FC3-ADE4-05C262C64B9E.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Heres a free vote on behalf of @se-witness.

দুইটি প্রোডাক্ট নিয়ে রিভিউ করেছেন আপু,যেহেতু প্রোডাক্টগুলোর প্রাইজ বেশি এবং আপনি ইউজ করেছেন অরিজিনাল প্রোডাক্ট।তাই এটা ভালোই হবে আশা করছি।তবে সব প্রোডাক্ট সব স্কিনে যায়না,এটা একদম ঠিক।আমার তিন বছর যাবৎ এলার্জি সমস্যা বেড়ে যাওয়ায় কোনো কিছুই দিতে পারিনা স্কিনে, জ্বালা পোড়া হয়।এই প্রোডাক্টগুলো গুগল থেকে দেখে নিব বিস্তারিত, সেনসেটিভ স্কিনে কেমন যাবে।তাছাড়া রাতারাতি রঙ বদলায় সেই প্রোডাক্ট স্কিনকে নষ্ট করে,ওগুলো থেকে বিরত থাকা উচিত সবার।একটা হেলদি স্কিনের জন্য ভালো প্রোডাক্ট ব্যবহার জরুরি।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

শুধু ভাইদের না আপু আমারও মাথার উপর দিয়ে গেল। কারণ আমাকেও ঘরের একজন ছেলের সদস্য হিসেবে গণ্য করা হয়। মেয়েদের কোন প্রোডাক্ট সম্পর্কে আমার ধারণা নেই 🥲। হাস্যকর হলেও সত্যি আপু শীতকালে শুধু নিজের ঠোঁট ফাটার জন্য একটু ব্যাসলিন ব্যবহার করি।

আপু আপনার রিভিউ প্রোডাক্ট দুটো বেশ কার্যকর।এটা ঠিক ই বলেছেন, আজকাল রাতারাতি ফর্সা হওয়ার জন্য অনেক প্রোডাক্টই বাজারে পাওয়া যাচ্ছে।তা স্কিনের জন্য খুব ক্ষতিকর। আমিও এই ব্রান্ডের প্রোডাক্ট ইউজ করি। খুব ভালো। অনেক ভাল লাগলো আপনার রিভিউ পোস্ট পড়ে। অসংখ্য ধন্যবাদ আপু।

আজকাল আপুদের চেয়ে ভাইয়ারাই কিন্তু এই প্রোডাক্টগুলো সম্পর্কে বেশি জানে। কারণ তারা তো ভাবিদেরকে এগুলো গিফট করে। কিংবা ভাবীরা তাদের পকেট ফাঁকা করে এই প্রয়োজনীয় প্রোডাক্ট গুলো কিনে 😅😅। আপু আপনি সত্যিই অনেক সচেতন একজন মানুষ। তাই তো সবকিছুই বিবেচনা করে কেনার চেষ্টা করেন। স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো দেখে শুনে কিনলে সত্যিই অনেক ভালো হয়। আর ভালো প্রোডাক্ট গুলো ধীরে ধীরে কাজ করে ও ত্বক হেলদি করে।

আপু তাহলে খুব ভালো একটি অভ্যাস রপ্ত করেছেন দেখছি। এতে করে জামাই বেটা কিছু টাকা যদি খসানো যায়। ভালো করে শপিং করার প্রাকটিস করেন তো আপু। তবে আজ কিন্তু আপনি আমাদের স্কীন এর জন্য দুটো উপকারী সিরাম এর গুনাগুন আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার পোস্টটি পড়ে মনে হচেছ সিরাম দু্টো কিনা প্রয়েজন। ধন্যবাদ আপু।