এখন যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে কয়টা বাজে তাহলে আপনি সেই সময়টাতে ঘড়ি দেখে একটি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু কখনো কি আপনার চিন্তা করে দেখেছেন এই সময়ের উৎপত্তি কিভাবে হয়েছিল? সময় কিভাবে তৈরি করা হয়েছিল? কিংবা আমাদের এই পৃথিবীতে বর্তমানে ২৪ দিনে এক ঘন্টা হচ্ছে এই বিষয়টিকে কে ক্যালকুলেশন করেছিল? এসব কিছু কি আপনাদের ভাবায় না!! আমার তো মাঝেমধ্যে এসব বিষয় চিন্তা করলেই রাতের ঘুম হারাম হয়ে যায়।
একটা বিষয় চিন্তা করুন তো? যখন সময় ছিল না তখন এই মহাবিশ্বে কি ছিল? সময়ের উৎপত্তিটাই কি ভাবে হলো? আসলে এই বিষয়টা যতটা সহজ মনে হচ্ছে আসলে এই বিষয়টা ততটাও সহজ নয়। কারণ একটি বিষয় কি জানেন প্রত্যেকটি বিষয়ের আগে এবং পরে কোন না কোন বিষয় ছিল যা তারপরেই এই বিষয়গুলো এসেছিলো। কিন্তু সময়ের আগে কি ছিল? তাহলে আমরা কোন সময়টাকে ধরব কিন্তু যদি আমরা সময় ধরে হিসাব করি তখন তো আমরা বুঝতে পারবো ওই সময় কোন সময় ছিল না..! বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করলেই আপনার ভালোভাবে বুঝতে পারবেন।
তবে বিজ্ঞানীরা মনে করেন আজ থেকে প্রায় ১৪ বিলিয়ন বছর আগে বিগ ব্যাং সংঘটিত হয়েছিল এবং এর মধ্য থেকেই সময়ের উৎপত্তি হয়েছিল। কারণ বিগ ব্যাং এর আগে আমাদের এই মহাবিশ্ব কেমন ছিল বা কিভাবে এই বিগ ব্যাং সংগঠিত হলো। এর কোন ধরনের ইনফরমেশন আমাদের কাছে এখন পর্যন্ত নেই। তবে হয়তো সামনে এই বিষয়ে আমরা আরো তথ্য খুঁজে বের করতে পারব। তবে ভাই এটা সাধারণভাবেই বলা যায় যখন কোন কিছু ছিল না সেটা নিয়ে গবেষণা করাটা খুব মুশকিল একটি বিষয়। কারণ বিজ্ঞান একটা ছোট্ট বিন্দু কণা থেকে সবকিছু তৈরি করেছে। তার মানে এর আগেও হয়তো কোন একটা কারণ ছিল যার কারণে এই বিক্রিয়াটা এবং বিস্ফোরণটা হয়েছিল। আপনার কি মনে হয় যদি মনে হয় তাহলে অবশ্যই মন্তব্যে লিখতে পারেন ধন্যবাদ।