জন্মলগ্ন থেকেই আমাদের পরিবারে বড় হয়ে ওঠা এবং পরিবারের মানুষগুলোর সাথে আমরা সেই ছোটবেলা থেকেই একই বাসায় বসবাস করে আসছি। সেই পারিবারিক বন্ধন এর বিষয়টা সম্পূর্ণ আলাদা। পুরো পৃথিবী একদিকে এবং পারিবারিক বন্ধন আরেকদিকে তারপরও হয়তো পারিবারিক বন্ধনের ভার অনেক বেশি হবে। মা বাবা ভাই বোন দাদু নানু এর সবার সাথে যে ধরনের সম্পর্ক আমরা নিজেদেরকে গড়ে তুলি। সেই বিষয়গুলো সত্যি অনেক চমৎকার। আজ যখন অতীতের দিকে ফিরে তাকায় তখন অনেকটাই কষ্ট হয়। অনেক পারিবারিক মানুষ নিজের কাছ থেকে অনেকটা দূরে চলে গেছে এবং কেউ কেউ তো আবার এই পৃথিবীর মায়া ত্যাগ করে দূরে চলে গেছে। এসব বিষয়গুলো ভাবতেও অনেক খারাপ লাগে।
আরো বেশি খারাপ লাগে যখন আমাদের বিশেষ দিনগুলোতে পরিবারের মানুষ কাছে থাকে না। সেই যে দুঃখ বেতনতা সেটা ভাষায় প্রকাশ করার মতো শব্দ আমার কাছে জানা নেই। প্রত্যেক মানুষের জীবনেই অনেক বিশেষ বিশেষ দিন আসে। যেমন জন্মবার্ষিকী, বিবাহ বার্ষিকী এছাড়াও নিজের পুত্র সন্তানের জন্মদিন কন্যা সন্তানের জন্মদিন এসব দিনে পরিবারের মানুষগুলো যদি কাছে থাকে তাহলে সেই দিনগুলো হয়ে ওঠে ঈদের দিনের মতো কারণ সেসব আনন্দ গুলো ভাগাভাগি করে নেওয়ার জন্য পরিবারের মানুষরা সবাই কাছে থাকে কিন্তু যারা এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালে চলে গেছে। তাদেরকে আমরা সব সময় অনেক মিস করি এই বিষয়টা আমি অনেক আগে থেকেই অনুধাবন করতে পারি।
যেসব মানুষেরা আমাদের এই পৃথিবী ছেড়ে চলে গেছে তাদের জন্য সব সময় দোয়া এবং ভালোবাসা থাকবে। তারা যেখানেই থাকে না কেন তারা যেন ভালো থাকে এবং আমাদের এই আনন্দে সবসময় শামিল হয় এই প্রত্যাশাই সবসময় করি আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।