হান্নান খুশিতে তাড়াতাড়ি তার বাড়িতে ফিরে যায়। বাড়িতে ফিরে গিয়ে তার মাকে সবকিছু জানায়। কিন্তু হান্নানের মা হান্নানকে শহরে যেতে দিতে চায় না। কারণ সে শুনেছে শহরে নাকি প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। সেখানে মানুষের জীবনের কোন দাম নেই। তারপরও হান্নান তার মাকে বুঝিয়ে রাজি করে। যদিও হান্নানের মার রাজি না হয়ে কোনো উপায় ছিলো না। কারণ হান্নানের বাবার বয়স হয়ে যাওয়ার কারণে। এখন আর তাকে কেউ দিনমজুর হিসেবে কাজ দেয় না।এখন হান্নান যদি কাজকর্ম না করে তাহলে তাদেরকে না খেয়ে দিন কাটাতে হবে।
যাইহোক দুদিন পরে হান্নান সবুজের সাথে শহরে রওনা দেয়। শহরে গিয়ে হান্নান সবুজের সাথে প্রথম দুদিন থাকে। প্রথম দুই দিন সবুজ হান্নানকে রিকশা চালানো শিখিয়ে দেয়। তৃতীয় দিন থেকে হান্নান নিজেই রিকশা চালাতে শুরু করে। নতুন কাজ পাওয়ার উৎসাহে হান্নান রাত দিন পরিশ্রম করে রিক্সা চালাতে থাকে। দিনশেষে হান্নান গুনে দেখে তার প্রায় এক হাজার টাকা ইনকাম হয়েছে। একদিনে এতো টাকা ইনকাম দেখে হান্নান অবাক হয়ে যায়। অবশ্য পরদিন যখন হান্নান রিকশা নিয়ে বের হয়। (চলবে)
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।